অন্তরতর গবেষক – ভবেশ দাস

তিনি আরেকরকম করে দেশটাকে চিনতে চেয়েছিলেন। চেনাতে চেয়েছিলেন সকলকে। যেরকম করে দেশটাকে চিনলে, তার সঙ্গে একটা নাড়ির যোগ অনুভব করা যায়, ঠিক সেইরকম তন্নতন্ন করে চেনা।

এক জার্মান কবির একটা লাইন আছে, ‘শিকড়ের ডানা হোক, ডানার শিকড়।’ শিকড় থেকেই তো ডানা, অর্থাৎ ডালপালা ছড়ায়। সেই ডালপালা ফুলে ফলে ভরে উঠলে, তা থেকে নতুন শিকড় বা অঙ্কুরোদগম হতে পারে। জীবনের কাজটাই এইরকম। শুধু নিত্যদিন ফুল ফুটিয়ে যাওয়া। কিন্তু শিকড় থেকে এই ডালপালা ছড়িয়ে দেওয়া, এই ফুল ফোটানো—এটাও একটা সাধনা, এটাও মগ্নতা, একাগ্রতা।

যাঁর প্রসঙ্গে এই কথাগুলো মনে আসছে তিনি আঞ্চলিক ইতিহাসচর্চার অন্যতম পুরোধা-পুরুষ সুধীরকুমার মিত্র। আজ তাঁর শতবর্ষ পূর্ণ হল। আগামীকাল ৫ই জানুয়ারি সুধীরকুমারের ১০১তম জন্মদিন। অঞ্চলচর্চা এবং গ্রাম গবেষণার দিশারি এই মানুষটি তাঁর ৮৪ বছরের জীবন জুড়ে আমাদের কাছে যে সম্পদ রেখে গেছেন, তা আমাদের আজও বিস্মিত করে।

মহাত্মা গান্ধীর একটা চিঠিতে তার এমন একটা দোলা লেগেছিল যে, তিনি শিকড়ের সন্ধানে বেরিয়ে পড়লেন। জীবনের উৎসমূলে ঘুরে বেড়ানো আর জ্ঞানচর্চাই হয়ে গেল তাঁর জীবনধর্ম। ওটাই তাঁর সাধনা। প্রথমে শুরু করেছিলেন নিজেদের গ্রাম আর নিজের বংশ পরিচয়ের সন্ধান। কালীপ্রসন্ন সিংহের ভ্রাতুষ্পুত্র সুধীরকুমার ছিলেন হুগলির জেজুর গ্রামের মানুষ। লিখে ফেললেন জেজুরের মিত্র বংশ নামে একটি আকর ও মৌলিক গ্রন্থ।

লিখে ফেললেন—শব্দ দু-টি অনায়াসে ব্যবহার করলাম বটে, কিন্তু এর জন্য তাঁর অনেকটাই অনুসন্ধান চালাতে হয়েছে। খুঁজে বের করেছেন, ‘কোথা এলেম আমি’—অর্থাৎ তার পরিচয়ের ইতিহাস, তাদের আগে মিত্র বংশের কারা ছিলেন, তারও আগে কারা, তারও তারও আগে কারা। এভাবেই তো উৎসমুখে যাওয়া, উৎসেরও উৎসে যাওয়া। এই যে একটা পরিবারের, অতীতে প্রবাহিত বিস্তৃত ছড়ানো জীবন, তার মধ্যে সমসাময়িক সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কত উপাদান মিশে থাকে, শিকড়ের সন্ধানে হাঁটলে তার তো হদিশ মেলে।

এ-রকম শিকড়সন্ধান করে কী লাভ? একই মাটিকে আঁকড়ে মাথা উঁচু করে আছে এত গাছ, কিন্তু কোনো একটা কারণে ছিন্নমূল হলে কী হবে? তাহলে কি আমাদের সকলেরই টুকরো টুকরো জন্ম-মৃত্যুর টুকরো টুকরো ইতিহাস। এই খন্ডিত ইতিহাস দিয়ে কী করব আমরা? অতীতের সন্ধান করলে দেখব, কোথাও আমরা পরস্পরের সাথে মিশে আছি।

১৯৩৩ সালে মহাত্মা গান্ধীর কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন সুধীরকুমার মিত্র। দক্ষিণ কলকাতায় তাঁর ২ নম্বর কালী লেনের বাড়িতে এসেছিল এই চিঠি। তাতে লেখা ছিল ‘আজ দেশের যা অবস্থা এই মুহূর্তে হরিজনদের নিয়ে আন্দোলন না করাই ভালো। তাই ওই বিষয়ে প্রকাশিতব্য কোনো পত্রিকায় আমার লেখা সম্ভব নয়।’ এই চিঠি পড়েই তিনি প্রথম তাঁর পরিবারের বংশলতিকা রচনায় নেমে পড়লেন। এক বছরের মধ্যেই লিখেছিলেন জেজুরের মিত্র বংশ। রবীন্দ্রনাথ এই জেজুরের ইতিহাস পড়ে সুধীরকুমারের কাজের প্রশংসা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের পরামর্শে তিনি দক্ষিণ কলকাতায় একটি কলেজ ও তিনটি বিদ্যালয় স্থাপনে মন দিয়েছিলেন।

আজ সকালে ২ নম্বর কালী লেনে সুধীরকুমারের বাড়ির গায়ে একটা অত্যন্ত সংকীর্ণ গলিতে তাঁর স্মৃতিফলক উন্মোচিত হল। তখন মনে হচ্ছিল, ১৯৪১ সালে এই বাড়িতে বঙ্গভাষা সংস্কৃতি সম্মেলন নামে সংস্থা গড়ে তুলেছিলেন সুধীরকুমার। এই সংস্থাটির উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘জগতের মধ্যে যে ভাষা সর্বাপেক্ষা ঋদ্ধিমতী সে-ভাষাকে তদপেক্ষাও ঋদ্ধিমতী করিয়া তোলাই ইহার একমাত্র লক্ষ্য। এই যে লক্ষ্য ইহা বাঙালির পক্ষে দুরাশাও নহে, অসম্ভব নহে। যে জাতির মধ্যে জগদীশচন্দ্র, মেঘনাদ ও জ্ঞানচন্দ্রের ন্যায় বৈজ্ঞানিক এবং রবীন্দ্রনাথের ন্যায় কবির আবির্ভাব সম্ভব, সে-জাতির পক্ষে এই লক্ষ্যলাভের নিমিত্ত একমাত্র আবশ্যক বস্তু একাগ্রতা। … আমাদের চরিত্রে এবং ভাষায় হিমাদ্রির দৃঢ়তা এবং সাগরের গভীরতা সঞ্চারিত করো সর্বসাধনার ফুলদলে তোমারই উদ্দেশে অঞ্জলি রচনা করিবার অভিলাষ গঙ্গা প্রবাহের ন্যায় চিরদিন চিত্ততলে সঞ্চারণ করা হত।

প্রবীণ ইতিহাসবিদ তপন রায়চৌধুরি আজ এই দু-নম্বর কালী লেনের বাড়ির কাছেই সুধীরকুমার স্মৃতি ফলকটির উন্মোচন করলেন।

অনেক ইতিহাসবিদই বলেছেন, হুগলী জেলার ইতিহাস ও বঙ্গসমাজ নামে তিন খন্ডে যে আকরগ্রন্থ সুধীরকুমার আমাদের দিয়েছেন, আর যদি কোনো কাজ তিনি না করতেন, তবুও আঞ্চলিক ইতিহাসচর্চার ক্ষেত্রে তাঁর নাম অবিস্মরণীয় হয়ে থাকত। তবু তিনি লিখেছেন, হুগলী জেলার দেবদেউল, তারকেশ্বরের ইতিবৃত্ত, লিখেছেন দক্ষিণের দেবস্থান, দিব্যপথের দিশারী-র মতো ৪০টি গ্রন্থ। জীবনীগ্রন্থ লিখেছেন অন্তত ৫০টি। প্রবন্ধ লিখেছেন ৬০০। ৬/৭টি পত্রিকাও সম্পাদনা করেছেন।

সুধীরকুমারের এই যে অনুসন্ধান কাজ তার জন্য তিনি ১৮০০ গ্রাম ঘুরেছেন একাধিকবার, তথ্যের পরে তথ্য, আরও তথ্য জানার জন্য অনন্তকাল হেঁটেছেন। মানুষের মুখের কথা-কাহিনি মন দিয়ে শুনেছেন, কোনো একটি ছোট্ট নিদর্শন, দলিল, চিঠি, পান্ডুলিপি সংগ্রহ করেছেন। নির্বিচারে নয়, বিজ্ঞানসম্মতভাবে যাচাই করে তবে তা গ্রহণ করেছেন। এভাবেই সুধীরকুমার এঁকেছেন প্রচলিত ইতিহাসের অন্তরতর ইতিহাস।

এত উত্তেজনা ও অস্থিরতার কালেও কালী লেনের ওই সংকীর্ণ গলিতে আজ কলকাতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সুধীরকুমারকে।

[আকাশবাণী কলকাতা কেন্দ্রের কথিকানুষ্ঠান ‘সমীক্ষা’য় প্রচারিত। তারিখ ৪ জানুয়ারি ২০০৯]

সকল অধ্যায়

১. বাংলার আঞ্চলিক ইতিহাসচর্চা – রমাকান্ত চক্রবর্তী
২. বাংলার মন্দির-টেরাকোটা – ইন্দ্রজিৎ চৌধুরি
৩. বাংলার মন্দিরগাত্রচিত্র – অঞ্জন সেন
৪. কুলুজি বৃত্তান্তে ইতিহাসের উপাদান – তারাপদ সাঁতরা
৫. বঙ্গে আঞ্চলিক ইতিহাসচর্চা প্রসঙ্গে – ড. গোপীকান্ত কোঙার
৬. আঞ্চলিক ইতিহাসচর্চা : হাওড়া – শিবেন্দু মান্না
৭. আঞ্চলিক ইতিহাসচর্চা : বর্ধমান – বারিদবরণ ঘোষ
৮. আঞ্চলিক ইতিহাসচর্চা : দক্ষিণ চব্বিশ পরগনা – মৃত্যুঞ্জয় সেন
৯. আঞ্চলিক ইতিহাসচর্চা : মুর্শিদাবাদ – প্রকাশদাস বিশ্বাস
১০. আঞ্চলিক ইতিহাসচর্চা : বীরভূম – পার্থশঙ্খ মজুমদার
১১. নদিয়া মাঝারে অগ্রদ্বীপ একনাম – বারিদবরণ ঘোষ
১২. আঞ্চলিক ইতিহাসচর্চা : বাঁকুড়া – শেখর ভৌমিক
১৩. পুরোনো কলকাতার জনগোষ্ঠী : একটি রূপরেখা – দেবাশিস বসু
১৪. আঞ্চলিক ইতিহাসচর্চা : হুগলি – বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
১৫. আঞ্চলিক ইতিহাসচর্চা : উত্তর চব্বিশ পরগনা – কানাইপদ রায়
১৬. পুরুলিয়ার মন্দির স্থাপত্য – দীপকরঞ্জন দাশ
১৭. অখন্ড মেদিনীপুরের পুরাকীর্তি – তারাপদ সাঁতরা
১৮. গ্রামগবেষণার পথিকৃৎ – নিশীথরঞ্জন রায়
১৯. আঞ্চলিক ইতিহাসের পুরোধা ব্যক্তিত্ব – প্রতাপচন্দ্র চন্দ্র
২০. জন্মশতবর্ষে সুধীরকুমার – তপন রায়চৌধুরি
২১. অন্তরতর গবেষক – ভবেশ দাস
২২. সুধীরকুমারের জীবন ও ইতিহাসচর্চা – সৌমিত্রশংকর সেনগুপ্ত
২৩. কাছে থেকে দেখা – পল্লব মিত্র
২৪. Tarakeshwar and Its History – Rajat Kanta Roy
২৫. History and Culture Nishith – Ranjan Roy
২৬. ইতিহাস রচনায় সুকীর্তি – শক্তিপ্রসাদ রায়শর্মা
২৭. সুধীরকুমার মিত্রের স্থাপত্য ভাবনা – মণিদীপ চট্টোপাধ্যায়
২৮. বাঙালির দেব-দেবী প্রসঙ্গ – অর্ধেন্দু চক্রবর্তী
২৯. শ্রীচৈতন্যদেবের পথ ধরে – দেবব্রত মল্লিক
৩০. পত্রপত্রিকার আলোকে – নজরুল সুনীল দাস
৩১. ইতিহাস সমাজ সংস্কৃতি – মনীষা রক্ষিত
৩২. অতীত যখন কথা বলে – পার্থ গুহবক্সী
৩৩. সুধীরকুমার মিত্রের গিরিশচন্দ্র মুগ্ধতা – অরুণ মুখোপাধ্যায়
৩৪. অঞ্চলচর্চা বিষয়ক নির্বাচিত গ্রন্থ-তালিকা – অশোককুমার রায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন