০২. গঞ্জে মেলায় যেমন

আশাপূর্ণা দেবী

গঞ্জে মেলায় যেমন লোক দল বেঁধে পাঁচপেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগল রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ টাকা দিয়ে প্রণাম করল।

ঘরে ঘরে সবাই বলাবলি করতে লাগল, উঃ, কী উঁচু  নজরটাই হয়ে এসেছে! অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে নিঃশ্বাস ফেলল।

তবু কিছুদিন একটু জাতে-ঠেলা জাতে-ঠেলা হয়ে থাকতে হয়েছিল বৈকি রামকালীকে। বারবাড়িতে শুত, খেত, বাড়ির ছোট ছেলে।পুলে দৈবাৎ কেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হত। কিন্তু রামকালীই একদিন গ্রামকর্তাকে ডেকে সালিশ মানল।

এটা কেন হবে?

একটি দিনের জন্যে সে বৈদ্যের অন্ন গ্রহণ করে নি, এক দিনের জন্য কোন অনাচার করে নি, শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে?

গ্রামকর্তারা মাথা চুলকে হেঁ হেঁ করতে লাগলেন, স্পষ্ট কিছু বলতে পারলেন না। কারণ ছোঁড়াটা নাকি রাজবদ্যি গোবিন্দ গুপ্তর সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে।

তাছাড়া ছোঁড়ার হাতটা দরাজ।

কর্তাদের হেঁ হেঁ করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল, দেখুন। আমার গুরুর ওষুধ ডেকে কথা কয়। আমি তার কিছু-কিঞ্চিৎ আশীৰ্বাদও তো পেয়েছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়াপাড়শীর, আমার জ্ঞাতি-গোত্তরের কাজে লাগুক এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান, তা হলে আবার আমাকে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে।

এবার গ্রামকর্তারা হা হা করে উঠলেন। সত্যিই তো, কথাটা তো উড়িয়ে দেবার নয়? সকলেরই একদিন না একদিন নিদেনকাল আছে।

ওঁদের হাঁ-হাঁর অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটাবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষ্যে গ্রাম-ভোজন দেব। আশা করে বসে আছি, সে আশা তা হলে পূরণ হবে না!

এরা আবার দ্বিধাশূন্য হয়ে ‘সে কি? সে কি?’ করে উঠলেন।

আর ইত্যবসরে ফেলু বাঁড়ুয্যে এক চাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আউড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপর্যুক্ত বয়সে বিবাহ-সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনি পতিত হয়।

রামকালী মাথা নীচু করে বললে, বয়স প্রায় ত্ৰিশ পার হতে চলল, এ বয়সে কে আমাকে কন্যাদান করবে?

ফেলু বাঁড়ুয্যে বীরদৰ্পে বলে উঠলেন, আমি করব। এতে আমার ভায়েরা আমাকে জাতে ঠেলেন তো ঠেলুন।

ফেলু বাঁড়ুয্যেকে জাতে ঠেলা! জাতের যিনি মাথা!

‘হাঁ-হাঁ’র স্রোত বইতে লাগল সভায়।

আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগল। মেয়ে আর কার ঘরে নেই!

এরই কিছুদিন পরে ফেলু বাঁড়ুয্যের ন বছরের মেয়ে ভুবি। বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর।

বহুদিন এত ঘটার বিয়ে হয় নি গ্রামে।

কারণ রামকালী নাকি নিজে পাঁচ-পাঁচশ টাকা লুকিয়ে ওর মা দীনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল। ঘটা করতে।

এই বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয় সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছমোণ্ডাগুলো অনিন্দনীয় ছিল।

অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার।

যাক, তার পরও তো কাটল কতকাল।

সেই ভুবি। বড় হল, ঘর-বসতি হল, পনেরো-ষোলো বছরের ভরা-নদী হল। তার পর তো সত্যবতী।

বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্ৰয় আছে সত্যবতীর।

সকল অধ্যায়

১. ০১. সত্যবতীর গল্প
২. ০২. গঞ্জে মেলায় যেমন
৩. ০৩. দীনতারিণী নিরামিষ ঘরে
৪. ০৪. সারাদিন গুমোটের পর
৫. ০৫. রোদে পিঠটা চিনচিন করছে
৬. ০৬. শুধু হাঁটু পর্যন্ত
৭. ০৭. আঁচল ডুবিয়ে নাড়া
৮. ০৮. দুঃসংবাদের সঙ্গে সঙ্গে
৯. ০৯. আসর-সাজানো বরাসনে
১০. ১০. যাও বলে মানুষকে তাড়ানো যায়
১১. ১১. অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে
১২. ১২. সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয়
১৩. ১৩. যজ্ঞির জন্যে ছানাবড়া ভাজা হচ্ছে
১৪. ১৪. পালকি থেকে মুখ বাড়িয়ে
১৫. ১৫. সকালবেলা নেড়ুকে হাতের লেখা
১৬. ১৬. বসেছে কাব্যপাঠের আসর
১৭. ১৭. জগতের সমস্ত বিস্ময়
১৮. ১৮. সপরিবার তুষ্টু গয়লা
১৯. ১৯. লক্ষ্মীকান্ত বাড়ুয্যে মারা গেলেন
২০. ২০. এলোকেশী দাওয়ায় পাটি পেতে
২১. ২১. ত্রিবেণীর ঘাটে এসেছিলেন রামকালী
২২. ২২. রামকালীর পালকি
২৩. ২৩. সত্যর বেহায়াপনার কথা
২৪. ২৪. নীলাম্বর বাঁড়ুয্যে নিত্যনিয়মে
২৫. ২৫. শীত গ্রীষ্ম বর্ষা বসন্তের অচ্ছেদ্য শৃঙ্খলা
২৬. ২৬. নবকুমার চলে গিয়ে পর্যন্ত
২৭. ২৭. ভাগ্যবানের বোঝা ভগবান বয়
২৮. ২৮. সংসারসুদ্ধ সকলেই আশা করেছিল
২৯. ২৯. জ্বর জ্বর
৩০. ৩০. এ তল্লাটে এ ইতিহাস এই প্রথম
৩১. ৩১. সাহেব ডাক্তারের হাতযশে
৩২. ৩২. এ এক আশ্চর্য সকাল
৩৩. ৩৩. কালের খাতায় কয়েকখানা পাতা
৩৪. ৩৪. নিতাইয়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই
৩৫. ৩৫. হাত ধরার অপরাধে জাত যাবে না
৩৬. ৩৬. কথায় আছে মাটি বোবা
৩৭. ৩৭. দেশের বাড়িতে আর এক চেহারা
৩৮. ৩৮. হারিয়ে যাওয়া সত্য
৩৯. ৩৯. ভরা দুপুর
৪০. ৪০. সরল পিসির কাছে দেওয়া প্রতিশ্রুতি
৪১. ৪১. অনুতাপ-দগ্ধ সুহাসের দৃঢ় সংকল্প
৪২. ৪২. সময়ের বাড়া কারিগর নেই
৪৩. ৪৩. পরকীয়া ভাব
৪৪. ৪৪. জগন্নাথের রথের চাকা
৪৫. ৪৫. কাটে দিন, কাটে রাত্রি
৪৬. ৪৬. নিতাইয়ের বাড়ি থেকে
৪৭. ৪৭. ছেলের বিয়ের জন্য
৪৮. ৪৮. হিহি হিহি হিহি হিহি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন