পরিশিষ্ট ও গ্রন্থপঞ্জী

অভিজিৎ পাল

পরিশিষ্ট—এক

গবেষণাপত্রের বিভিন্ন অংশে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন প্রসঙ্গে একাধিক নামে চিহ্নিত হয়েছেন। তাঁদের পরিচিত নাম ও অন্যান্য নামের তালিকা এখানে সংক্ষেপে উপস্থাপিত করা গেল :

১. শ্রীরামকৃষ্ণ দেব — পরমহংসদেব, ঠাকুর, গদাধর চট্টোপাধ্যায়।

২. শ্রীসারদা দেবী — শ্রীমা, মাতা ঠাকুরানী।

৩. স্বামী বিবেকানন্দ — নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি।

৪. মহেন্দ্রনাথ গুপ্ত — শ্রীম, মাস্টার মশাই, মণি, মহেন্দ্র, মোহিনী, কথামৃতকার।

৫. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় — বিদ্যাসাগর।

৬. রাসমণি দেবী — রানি-মা।

৭. অঘোরমণি দেবী — কামারহাটির ব্রাহ্মণী, গোপালের মা।

৮. গৌরীপুরী দেবী — মৃড়াণী, রুদ্রাণী, গৌরী-মা।

৯. যোগীন্দ্রমোহিনী দেবী — গণুর মা, যোগীন-মা, যোগেন-মা।

১০. গোলাপসুন্দরী দেবী — শোকাতুরা ব্রাহ্মণী, গোলাপ-মা।

১১. লক্ষ্মীমণি দেবী — লক্ষ্মীদিদি

১২. ভগিনী নিবেদিতা — মার্গারেট এলিজাবেথ নোবেল, সিস্টার।

১৩. শ্রীমৎ তোতাপুরী স্বামী — ন্যাংটা সাধু।

১৪. স্বামী সারদানন্দ — শরৎ, লীলাপ্রসঙ্গকার।

১৫. মহেন্দ্রলাল সরকার — ডাক্তার সরকার।

১৬. রামলাল চট্টোপাধ্যায় — রামলাল দাদা।

১৭. হৃদয়রাম মুখোপাধ্যায় — হৃদয়, হৃদে, হৃদু।

১৮. মথুরামোহন বিশ্বাস — মথুরবাবু, সেজোবাবু।

১৯. ভোলানাথ বসু — ‘বিদ্যাসুন্দর’ যাত্রার বিদ্যা অভিনেতা।

২০. বৃন্দা দাসী — বৃন্দে।

পরিশিষ্ট—দুই

শ্রীম-কথিত ‘কথামৃত’ বহু মানুষের জীবনচেতনা বদলে দিয়েছে, এখনও দিচ্ছে। এই গ্রন্থের ভেতর জীবনচেতনার এমন সব গূঢ় কথা আছে যা আজকের এই ভোগবাদী পৃথিবীতেও আত্মকেন্দ্রিক হয়ে বাঁচার বাইরে নতুন কিছু ভাবতে শেখায়। কয়েকদিন আগে (১৮-০৬-২০১৭) ‘আনন্দবাজার পত্রিকা’র ওয়েব সংস্করণে সাংবাদিক শান্তনু ঘোষ এমনই একটি চমৎকার প্রতিবেদন পেশ করেছিলেন। প্রকাশিত সেই প্রতিবেদনটিতে একজন সৎ শ্রমজীবী মানুষের জীবনে শ্রীরামকৃষ্ণ ও ‘কথামৃত’র প্রভাব সম্পর্কে বিশেষ আলোকপাত করা হয়েছে। ‘রিকশার পাদানিতে বসে কথামৃত পড়েন বিকাশ’ শীর্ষক সেই প্রতিবেদনটির কিছু অংশ এখানে তুলে ধরার চেষ্টা করলাম :

বস্তির ঘুপচি ঘরে তাঁর দিন কাটে। প্রতি দিন ভোর হতেই পঞ্চাশ টাকা ‘রোজ’-এ অন্যের রিকশা নিয়ে বেরিয়ে পড়েন। রাত পর্যন্ত তা নিয়েই দিব্যি কেটে যায়। সারা ক্ষণই মাথায় ঘোরে, কী ভাবে মানুষের উপকার করা যায়। আর মাঝে যেটুকু সময় অবসর মেলে, হাতে তুলে নেন শ্রীরামকৃষ্ণ কথামৃত!… সোদপুর রেল স্টেশনের কাছে সরকারি আবাসনের গেটে প্রতি দিন রিকশা নিয়ে দাঁড়ান রাজু। সওয়ারি থাকলে ভাল, না হলে রিকশার পাদানিতে বসে কথামৃত পড়েন। প্রথম খণ্ড শেষ করে এখন দ্বিতীয় খণ্ড ধরেছেন। তবে শুধু নিজে পড়েই থেমে থাকেন না রাজু। রিকশায় বয়স্ক যাত্রীরা উঠলে তাঁদের সঙ্গে ভাব জমিয়ে গোটা রাস্তা কথামৃত নিয়ে আলোচনা জুড়ে দেন। অনেক পরিচিত যাত্রী আবার নিজে থেকেই রাজুর মুখে কথামৃতের গল্প শুনতে চান।… কিন্তু হঠাৎ কথামৃত পড়ছেন কেন? বই থেকে মুখ তুলে বছর চল্লিশের যুবকের সহাস্য উত্তর, ‘‘ছোট থেকেই আমি রামকৃষ্ণ-বিবেকানন্দের ভক্ত যে!’’ বই বন্ধ করে নীল রঙের ব্যাগে ঢুকিয়ে রাখলেন রাজু। বললেন, ‘‘বাড়িতে বড় অভাব। তাই ক্লাস সেভেনের পরে আর পড়াশোনা হয়নি। আর অন্যের গোলামি করব না বলে কুড়ি বছর ধরে রিকশাই চালাচ্ছি।’’ ছোট থেকেই দক্ষিণেশ্বরে যাতায়াত। আর তখন থেকেই মনে সাধ হতো রামকৃষ্ণ, বিবেকানন্দের বই পড়ার। কিন্তু কী বই পড়বেন, বুঝতে পারতেন না। রাজুর কথায়, ‘‘বেশি পড়াশোনা জানি না। তাই বইয়ের অত নামও জানি না। রিকশায় এক মাস্টারমশাই যাতায়াত করেন। তিনিই এক দিন কথামৃতের কথা বললেন।’’ কিন্তু পকেট তো বাড়ন্ত। তাই বইয়ের দোকান থেকে দরদাম করেও ফিরে এসেছিলেন। পরে পাঁচ মাস ধরে টাকা জমিয়ে কিনেছেন দুই খণ্ডের কথামৃত। আর এ ভাবেই টাকা জমিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নেশা তাড়া করে বেড়ায় দিদির বাড়িতে থাকা রাজুকে। তবে আজ তিনি একা নন। তাঁর সঙ্গে কাঁধ মিলিয়েছেন গমকলের কর্মী সনাতন সাঁতরা, হকার লিটন নাগ, চায়ের দোকানি স্বপন সেন, কেবল সংস্থার কর্মী টোকন দাস, গাড়িচালক বাবুয়া কর্মকার ও রোলের দোকানি টিঙ্কু দাস।…

শুধু এই বিকাশ ও তাঁর বন্ধুরা নন, ‘উদ্বোধন’ পত্রিকার বর্তমান সম্পাদক স্বামী চৈতন্যানন্দ মহারাজের কাছে তাঁর একটি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জেনেছি, মহারাজ অনেকদিন আগে জনৈক ট্যাক্সিচালকের মুখে ‘কথামৃত’র গূঢ় কথা শুনে যথেষ্ট আশ্চর্য হয়েছিলেন। এই টুকরো টুকরো উদাহরণগুলি প্রমাণ করে ‘কথামৃত’ আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য। জীবনের কত জটিল প্রশ্নের সহজ সমাধান এর মধ্যে মিশে আছে। শুধু সেই রস আস্বাদনের অপেক্ষা। শ্রীরামকৃষ্ণের কথা ধার করে বলা চলে, ‘কথামৃত’ আধুনিক জীবনে সেই মিছরির রুটি যা যেভাবেই খাওয়া হোক শেষ পর্যন্ত তার স্বাদ মিটেই লাগে।

তথ্যসূত্র:

১. (Link) http://www.anandabazar.com/calcutta/caitanya-sangha-a-little-effort-by-a-rickshaw-driver-to-support-poor-people1.630038

.

মূলগ্রন্থ :

 ১. শ্রীম। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ (অখণ্ড)। প্রথম সংস্করণ-৪১তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২১ বঙ্গাব্দ।

সহায়ক গ্রন্থ :

 ১. অক্ষয়কুমার দত্ত। ‘ভারতবর্ষীয় উপাসক-সম্প্রদায়’ (প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রে)। প্রথম পাঠভবন সংস্করণ। কলিকাতা, পাঠভবন, ১৩৭৬ বঙ্গাব্দ।

 ২. অক্ষয়কুমার সেন। ‘শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি’। পঞ্চম সংস্করণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৩৬৪ বঙ্গাব্দ।

 ৩. অমলেশ ত্রিপাঠী। ‘ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ’। প্রথম সংস্করণ-চতুর্থ মুদ্রণ। কলকাতা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড , ২০১২।

 ৪. অমরেন্দ্র রায় (সম্পা.)। ‘শাক্ত পদাবলী’ (চয়ন)। একাদশ সংস্করণ-পুনর্মুদ্রণ। কলকাতা, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২০০২।

 ৫. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়। ‘উনিশ শতকের আলোকে শ্রীরামকৃষ্ণ’। প্রথম প্রকাশ। হাওড়া, হাওড়া রামকৃষ্ণ সংঘ, ১৩৯১ বঙ্গাব্দ।

 ৬. ডক্টর জলধিকুমার সরকার। ‘শ্রীরামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকার’। প্রথম সংস্করণ-অষ্টম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২৩ বঙ্গাব্দ।

 ৭. নিত্যরঞ্জন চট্টোপাধ্যায়। ‘শ্রীশ্রীরামকৃষ্ণ জনক-জননী’। প্রথম সংস্করণ। কলিকাতা, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৬৪।

 ৮. প্রব্রাজিকা আত্মপ্রাণা (সম্পা.)। ‘শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর’। প্রথম সংস্করণ। কলকাতা, শ্রীসারদা মঠ, ১৩৯৭ বঙ্গাব্দ।

 ৯. প্রব্রাজিকা মুক্তিপ্রাণা। ‘শ্রীরামকৃষ্ণ’। চতুর্থ সংস্করণ। কলিকাতা, শ্রীসারদা মঠ, ১৯৯৭।

১০. প্রব্রাজিকা মুক্তিপ্রাণা। ‘ভগিনী নিবেদিতা’। দশম সংস্করণ। কলকাতা, সিস্টার নিবেদিতা গার্লস্ স্কুল, ২০১৭।

১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ‘বঙ্কিম রচনাবলী’ (প্রথম খণ্ড)। সপ্তম প্রকাশ। কলিকাতা, সাহিত্য সংসদ, ১৩৮৪ বঙ্গাব্দ।

১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ‘বঙ্কিম রচনাবলী’ (দ্বিতীয় খণ্ড)। ষষ্ঠ প্রকাশ। কলিকাতা, সাহিত্য সংসদ, ১৩৮৪ বঙ্গাব্দ।

১৩. বিনোদিনী দাসী। ‘আমার কথা ও অন্যান্য রচনা’। সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য (সম্পা.)। পরিশোধিত ও পরিবর্ধিত সংস্করণ। কলিকাতা, সুবর্ণরেখা, ১৩৭৬ বঙ্গাব্দ।

১৪. বিশ্বনাথ দে (সম্পা.)। ‘শ্রীরামকৃষ্ণ-স্মৃতি’। প্রথম প্রকাশ-চতুর্থ মুদ্রণ। কলিকাতা, সাহিত্যম্, ১৩৯১ বঙ্গাব্দ।

১৫. বেগম রোকেয়া। ‘রোকেয়া রচনাবলী’। পরিবর্ধিত ও পরিমার্জিত নতুন সংস্করণ। ঢাকা, বাংলা একাডেমি, ২০১৫।

১৬. ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস (সম্পা.)। ‘সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস’। দ্বিতীয় মুদ্রণ। কলিকাতা, জেনারেল প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫ বঙ্গাব্দ।

১৭. ভগিনী নিবেদিতা। ‘স্বামীজীকে যেরূপ দেখিয়াছি’ (অনুবাদ—স্বামী মাধবানন্দ)। তৃতীয় সংস্করণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২৩ বঙ্গাব্দ।

১৮. মাইকেল মধুসূদন দত্ত। ‘মধুসূদন রচনাবলী’। চতুর্থ প্রকাশ। কলকাতা, কামিনী প্রকাশালয়, ১৪১৪ বঙ্গাব্দ।

১৯. রবীন্দ্রনাথ ঠাকুর। ‘রবীন্দ্র-রচনাবলী’ (২৬ খণ্ড)। প্রথম প্রকাশ-পুনর্মুদ্রণ। কলিকাতা, বিশ্বভারতী, ১৩৬৫ বঙ্গাব্দ।

২০. শঙ্করীপ্রসাদ বসু। ‘রামকৃষ্ণ-সারদা জীবন ও প্রসঙ্গ’। প্রথম সংস্করণ। কলকাতা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০০০।

২১. শঙ্খ ঘোষ। ‘নিঃশব্দের তর্জনী’। প্যাপিরাস সংস্করণ-তৃতীয় মুদ্রণ। কলকাতা, প্যাপিরাস, ১৪০৮ বঙ্গাব্দ।

২২. শান্তিপদ গঙ্গোপাধ্যায়। ‘অবতারবরিষ্ঠ-অনুধ্যান’। প্রথম প্রকাশ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৩ বঙ্গাব্দ।

২৩. শেখ মকবুল ইসলাম। ‘শ্রীরামকৃষ্ণ বলয় ও ইসলাম ধর্ম’। প্রথম প্রকাশ। কলকাতা, বঙ্গীয় সাহিত্য সংসদ, ২০১২।

২৪. শ্রীদুর্গাপুরী দেবী। ‘গৌরীমা’। তৃতীয় সংস্করণ। কলিকাতা, শ্রীশ্রীসারদেশ্বরী আশ্রম, প্রকাশবর্ষ অমুদ্রিত।

২৫. শ্রীশ্রীমদ্ভক্তিকেবল ঔড়ুলেমি (সম্পা.)। ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’। গৌড়ীয় মঠ সংস্করণ। কলকাতা, বাগবাজার গৌড়ীয়-মিশন, ১৩৬৪ বঙ্গাব্দ।

২৬. ‘শ্রীশ্রীমায়ের কথা’ (অখণ্ড)। প্রথম সংস্করণ-৩৪তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৫ বঙ্গাব্দ।

২৭. সঞ্জীব চট্টোপাধ্যায়। ‘পরমপদকমলে’। দ্বিতীয় সংস্করণ-১৭তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৭ বঙ্গাব্দ।

২৮. সমর ঘোষ। ‘প্রসঙ্গ : শ্রীম অনন্যতার সন্ধানে’। প্রথম প্রকাশ। কলকাতা, পাণ্ডুলিপি, ২০১৩।

২৯. সুকুমার সেন। ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (তৃতীয় খণ্ড)। প্রথম আনন্দ সংস্করণ-নবম পুনর্মুদ্রণ। কলকাতা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৪১৮ বঙ্গাব্দ।

৩০. সুমিত সরকার। ‘কলিযুগ, চাকরি, ভক্তি : রামকৃষ্ণ ও তাঁর সময়’। তৃতীয় মুদ্রণ। কলকাতা, সেরিবান, ২০১০।

৩১. স্বামী আত্মস্থানন্দ। ‘এক নতুন মানুষ’। প্রথম সংস্করণ-১২তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৬ বঙ্গাব্দ।

৩২. স্বামী গম্ভীরানন্দ। ‘শ্রীমা সারদা দেবী’। নবম সংস্করণ-অষ্টম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৪ বঙ্গাব্দ।

৩৩. স্বামী গম্ভীরানন্দ। ‘বর্তমান যুগ ও শ্রীরামকৃষ্ণ ভাবধারা’। প্রথম সংস্করণ-১৪তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২০ বঙ্গাব্দ।

৩৪. স্বামী গম্ভীরানন্দ। ‘শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা’ (অখণ্ড)। প্রথম অখণ্ড সংস্করণ-পঞ্চম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৬ বঙ্গাব্দ।

৩৫. স্বামী চেতনানন্দ (সম্পা.)। ‘শ্রীম সমীপে’। প্রথম প্রকাশ-নবম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২১ বঙ্গাব্দ।

৩৬. স্বামী চেতনানন্দ (সম্পা.)। ‘শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি’। দ্বিতীয় সংস্করণ-প্রথম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২৩ বঙ্গাব্দ।

৩৭. স্বামী জগদীশ্বরানন্দ (সম্পা.)। ‘শ্রীশ্রীচণ্ডী’। নবম সংস্করণ-৪৫তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৫ বঙ্গাব্দ।

৩৮. স্বামী জগদীশ্বরানন্দ ও স্বামী জগদানন্দ (সম্পা.)। ‘শ্রীমদ্ভগবদ্গীতা’। প্রথম সংস্করণ-১৮তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪০৮ বঙ্গাব্দ।

৩৯. স্বামী তেজসানন্দ। ‘শ্রীধাম কামারপুকুর’। চতুর্থ সংস্করণ। হুগলি, কামারপুকুর রামকৃষ্ণ মঠ, ১৩৭৩ বঙ্গাব্দ।

৪০. স্বামী তেজসানন্দ। ‘শ্রীরামকৃষ্ণ জীবনী’। প্রথম সংস্করণ-২৮তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪০৮ বঙ্গাব্দ।

৪১. স্বামী তেজসানন্দ। ‘শ্রীশ্রীমা ও সপ্তসাধিকা’। দ্বিতীয় সংস্করণ-১৩শ পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৫ বঙ্গাব্দ।

৪২. স্বামী নির্বেদানন্দ। ‘শ্রীরামকৃষ্ণ ও আধ্যাত্মিক নবজাগরণ’। প্রথম সংস্করণ-৭ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৪৩. স্বামী নির্লেপানন্দ, ‘রামকৃষ্ণ বিবেকানন্দ জীবনালোকে’। প্রথম সংস্করণ। কলিকাতা, করুণা প্রকাশনী, ১৩৭৬ বঙ্গাব্দ।

৪৪. স্বামী প্রভানন্দ। ‘শ্রীরামকৃষ্ণের অন্ত্যলীলা’ (প্রথম খণ্ড)। প্রথম সংস্করণ-১২শ পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৪৫. স্বামী প্রভানন্দ। ‘শ্রীরামকৃষ্ণের অন্ত্যলীলা’ (দ্বিতীয় খণ্ড)। প্রথম সংস্করণ-১১শ পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২৩ বঙ্গাব্দ।

৪৬. স্বামী প্রভানন্দ। ‘অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ’। দ্বিতীয় সংস্করণ-অষ্টম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৪৭. স্বামী প্রমেয়ানন্দ, স্বামী চৈতন্যানন্দ ও অন্যান্য (সম্পা.)। ‘বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ’। প্রথম সংস্করণ-১৫শ পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৪৮. স্বামী প্রেমঘনানন্দ। ‘রামকৃষ্ণের কথা ও গল্প’। ত্রয়োদশ সংস্করণ-২৯তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪০৮ বঙ্গাব্দ।

৪৯. স্বামী বিবেকানন্দ। ‘পত্রাবলী’। চতুর্থ সংস্করণ-২২তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৫০. স্বামী বিবেকানন্দ। ‘আমার ভারত অমর ভারত’। প্রথম প্রকাশ-৯ম মুদ্রণ। কলকাতা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, ২০০৬।

৫১. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (১ম খণ্ড)। প্রথম সংস্করণ-১৩তম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৫২. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (২য় খণ্ড)। প্রথম সংস্করণ-১০ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২১ বঙ্গাব্দ।

৫৩. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (৩য় খণ্ড)। প্রথম সংস্করণ-৯ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৯ বঙ্গাব্দ।

৫৪. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (৪র্থ খণ্ড)। প্রথম সংস্করণ-৯ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২২ বঙ্গাব্দ।

৫৫. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (৫ম খণ্ড)। প্রথম সংস্করণ-৮ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২১ বঙ্গাব্দ।

৫৬. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (৬ষ্ঠ খণ্ড)। প্রথম সংস্করণ-৮ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২০ বঙ্গাব্দ।

৫৭. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-প্রসঙ্গ’ (৭ম খণ্ড)। প্রথম সংস্করণ-৫ম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২১ বঙ্গাব্দ।

৫৮. স্বামী ভূতেশানন্দ। ‘শ্রীরামকৃষ্ণ ও যুগধর্ম’। প্রথম সংস্করণ-অষ্টম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৩ বঙ্গাব্দ।

৫৯. স্বামী লোকেশ্বরানন্দ। ‘তব কথামৃতম্’। প্রথম অখণ্ড সংস্করণ। কলকাতা, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৯২ বঙ্গাব্দ।

৬০. স্বামী লোকেশ্বরানন্দ। ‘বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ’। প্রথম প্রকাশ-১৩তম মুদ্রণ। কলকাতা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, ২০০৪।

৬১. স্বামী শিবপ্রদানন্দ (সম্পা.)। ‘শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহ : মননভূমি ছুঁয়ে’। প্রথম সংস্করণ। হুগলি, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন, ২০১৩।

৬২. স্বামী সারদানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ’ (প্রথম ভাগ)। দ্বাদশ সংস্করণ-ত্রয়োবিংশতি পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৫ বঙ্গাব্দ।

৬৩. স্বামী সারদানন্দ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ’ (দ্বিতীয় ভাগ)। একাদশ সংস্করণ-একত্রিংশৎ পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪১৪ বঙ্গাব্দ।

৬৪. স্বামী সোমেশ্বরানন্দ। ‘শ্রীরামকৃষ্ণের চিন্তার মৌলিকতা’। প্রথম সংস্করণ-অষ্টম পুনর্মুদ্রণ। কলকাতা, উদ্বোধন কার্যালয়, ১৪২৩ বঙ্গাব্দ।

পত্র-পত্রিকা

১. ‘উদ্বোধন’‚ বর্ষ ১‚ ৫ম সংখ্যা (চৈত্র ১৩০৫)‚ (সম্পা.) স্বামী ত্রিগুণাতীতানন্দ।

২. ‘উদ্বোধন’‚ বর্ষ ৯‚ ১৮শ সংখ্যা (আশ্বিন ১৩১৪)‚ (সম্পা.) স্বামী শুদ্ধানন্দ।

৩. ‘উদ্বোধন’‚ বর্ষ ১৪‚ ১২শ সংখ্যা (পৌষ ১৩১৯)‚ (সম্পা.) স্বামী প্রজ্ঞানন্দ।

৪. ‘উদ্বোধন’‚ বর্ষ ১৬‚ ৪র্থ সংখ্যা (বৈশাখ ১৩২১)‚ (সম্পা.) স্বামী সারদানন্দ ও ব্রহ্মচারী নির্মল।

৫. ‘উদ্বোধন’‚ বর্ষ ২৫‚ ১১শ সংখ্যা (অগ্রহায়ণ ১৩৩০)‚ (সম্পা.) স্বামী সারদানন্দ ও স্বামী বাসুদেবানন্দ।

৬. ‘উদ্বোধন’‚ বর্ষ ২৭‚ ৬ষ্ঠ সংখ্যা (আষাঢ় ১৩৩২)‚ (সম্পা.) স্বামী সারদানন্দ ও স্বামী বাসুদেবানন্দ।

৭. ‘উদ্বোধন’‚ বর্ষ ৩৩‚ ৬ষ্ঠ সংখ্যা (আষাঢ় ১৩৩৮)‚ (সম্পা.) স্বামী শুদ্ধানন্দ ও স্বামী বাসুদেবানন্দ

৮. ‘উদ্বোধন’‚ বর্ষ ৩৯‚ ৬ষ্ঠ সংখ্যা (আষাঢ় ১৩৪৪)‚ (সম্পা.) স্বামী সুন্দরানন্দ।

৯. ‘উদ্বোধন’‚ বর্ষ ৫২‚ ৫ম সংখ্যা (জ্যৈষ্ঠ ১৩৫৭)‚ (সম্পা.) স্বামী সুন্দরানন্দ।

১০. ‘উদ্বোধন’‚ বর্ষ ৫৭‚ ২য় সংখ্যা (ফাল্গুন ১৩৬১)‚ (সম্পা.) স্বামী শ্রদ্ধানন্দ।

১১. ‘উদ্বোধন’‚ ৬৭ বর্ষ‚ ৯ম সংখ্যা‚ (সম্পা.) স্বামী বিশ্বাশ্রয়ানন্দ।

১২. ‘উদ্বোধন’‚ বর্ষ ৮৪‚ ৩য় সংখ্যা (চৈত্র ১৩৮৮)‚ (সম্পা.) স্বামী ধ্যানানন্দ।

১৩. ‘উদ্বোধন’‚ বর্ষ ৮৪‚ ৯ম-১০ম সংখ্যা (আশ্বিন-কার্তিক ১৩৮৯)‚ (সম্পা.) স্বামী অব্জাজানন্দ।

১৪. ‘উদ্বোধন’‚ বর্ষ ৮৬‚ ১ম-২য় সংখ্যা (মাঘ-ফাল্গুন ১৩৯০)‚ (সম্পা.) স্বামী অব্জাজানন্দ।

১৫. ‘উদ্বোধন’‚ বর্ষ ৮৭‚ ২য় সংখ্যা (ফাল্গুন ১৩৯১)‚ (সম্পা.) স্বামী অব্জাজানন্দ।

১৬. ‘উদ্বোধন’‚ বর্ষ ৮৮‚ ১ম-৩য় সংখ্যা (মাঘ-চৈত্র ১৩৯২)‚ (সম্পা.) স্বামী প্রমেয়ানন্দ।

১৭. ‘উদ্বোধন’‚ বর্ষ ৯১‚ ৫ম সংখ্যা (জ্যৈষ্ঠ ১৩৯৬)‚ (সম্পা.) স্বামী পূর্ণাত্মানন্দ।

১৮. ‘উদ্বোধন’‚ বর্ষ ১০৫‚ ৯ম সংখ্যা (আশ্বিন ১৪১০)‚ (সম্পা.) স্বামী সর্বগানন্দ।

১৯. ‘উদ্বোধন’‚ বর্ষ ১০৮‚ ২য় সংখ্যা (ফাল্গুন ১৪১২)‚ (সম্পা.) স্বামী শিবপ্রদানন্দ।

২০. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১২‚ ১ম-১২শ সংখ্যা (মাঘ-পৌষ ১৪১৬-১৭)‚ (সম্পা.) স্বামী ঋতানন্দ।

২১. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১২‚ শ্রীরামকৃষ্ণের ১৭৫তম আবির্ভাবতিথি উপলক্ষে বিশেষ সংখ্যা (১৪১৭)‚ (সম্পা.) স্বামী ঋতানন্দ।

২২. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৩‚ ১ম-১২শ সংখ্যা (মাঘ-পৌষ ১৪১৭-১৮)‚ (সম্পা.) স্বামী ঋতানন্দ।

২৩. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৫‚ ৮ম সংখ্যা (ভাদ্র ১৪২০)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৪. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৭‚ ২য় সংখ্যা (ফাল্গুন ১৪২১)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৫. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৮‚ ৯ম সংখ্যা (আশ্বিন ১৪২৩)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৬. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৯‚ ২য়-৩য় সংখ্যা (ফাল্গুন-চৈত্র ১৪২৪)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৭. ‘উদ্বোধন’‚ বর্ষ ১১৯‚ ৫ম-৮ম সংখ্যা (জ্যৈষ্ঠ-ভাদ্র ১৪২৪)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৮. ‘উদ্বোধন’‚ বর্ষ ১২০‚ ১০ম সংখ্যা (কার্তিক ১৪২৫)‚ (সম্পা.) স্বামী চৈতন্যানন্দ।

২৯. ‘কোরক’‚ শ্রীরামকৃষ্ণ সংখ্যা (শারদ ১৪১৮)‚ (সম্পা.) তাপস ভৌমিক।

৩০. ‘নিবোধত’‚ বর্ষ ২৭‚ ৬ষ্ঠ সংখ্যা (মার্চ-এপ্রিল ২০১৪)‚ (সম্পা.) প্রব্রাজিকা বেদান্তপ্রাণা।

৩১. ‘নিবোধত’‚ বর্ষ ২৮‚ ৫ম সংখ্যা (জানুয়ারি-ফেব্রুয়ারি ২০১৫)‚ (সম্পা.) প্রব্রাজিকা বেদান্তপ্রাণা।

৩২. ‘নিবোধত’‚ বর্ষ ৩০‚ ৩য় সংখ্যা (সেপ্টেম্বর-অক্টোবর ২০১৬)‚ (সম্পা.) প্রব্রাজিকা বেদান্তপ্রাণা।

৩৩. ‘সংবাদ প্রতিদিন’‚ ক্রোড়পত্র ‘রোববার’ (কথামৃত সংখ্যা)‚ ৫ জানুয়ারি ২০১৪‚ (সম্পা.) অনিন্দ্য চট্টোপাধ্যায়।

৩৪. ‘সাপ্তাহিক বর্তমান’‚ বর্ষ ২৩‚ ১৪তম সংখ্যা (১৪-০৮-২০১০)‚ (সম্পা.) শুভা দত্ত।

৩৫. ‘সাপ্তাহিক বর্তমান’‚ বর্ষ ২৪‚ ৩৯তম সংখ্যা (১৮-০২-২০১২)‚ (সম্পা.) শুভা দত্ত।

৩৬. ‘সাপ্তাহিক বর্তমান’‚ বর্ষ ২৫‚ ২০তম সংখ্যা (২২-০৯-২০১২)‚ (সম্পা.) শুভা দত্ত।

* ‘উদ্বোধন’ পত্রিকা ১৩০৫ বঙ্গাব্দ থেকে প্রথম দশ বছর পাক্ষিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। তারপরে এই পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে। এখানেও সেই ক্রম অনুযায়ী তা উল্লেখ করা হয়েছে।

অধ্যায় ৩ / ৩

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন