ভিক্টর ই. ফ্রাঙ্কেল
বর্তমানে বিভিন্ন মনোচিকিৎসক যখন রোগীদের চিকিৎসা করেন, তখন তারা রোগীর স্নায়বিক উপসর্গের চেয়ে মানবিক সমস্যাই বেশি দেখতে পান। এখন যারা মনোরোগবিশেষজ্ঞের শরাণাপন্ন হোন, আগে তারাই যাজক, পুরোহিত বা ইহুদি পণ্ডিতদের কাছে যেত। এখন তারা পাদ্রিদের কাছে না গিয়ে ডাক্তারদের কাছে যান। পাদ্রিদের কাছে যে প্রশ্ন করতেন, সেই প্রশ্ন করেন ডাক্তারদের, ‘আমার জীবনের অর্থ কী?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন