সাইকিয়াট্রিক রিহিউমানাইজড

ভিক্টর ই. ফ্রাঙ্কেল

সাইকিয়াট্রিক রিহিউমানাইজড

অনেক দিন আগের কথা— বছর পঞ্চাশ তো হবেই। মনোরোগ- বিশেষজ্ঞগণ মানুষের মনকে মেশিনের সাথে তুলনা করতে চেয়েছিলেন। ফলে মানসিক রোগের চিকিৎসা বা থেরাপিকে টেকনিক নামে অভিহিত করে। আমার বিশ্বাস, মানুষের মনকে মেশিনের সাথে মেলানোর তাদের যে স্বপ্ন, ইতোমধ্যেই তা ভেঙ্গে গেছে। চিকিৎসা বিজ্ঞানের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, এখানে মনোরোগের চিকিৎসা মানবিক মনোরোগের চিকিৎসাই, মেশিনের মনোচিকিৎসা নয়।

হতে পারে একজন ডাক্তার নিজেকে টেকনেশিয়ান মনে করেন কিন্তু রোগীকে তিনি কখনোই একটি মেশিন হিসেবে দেখে না, মানুষ হিসেবেই তাকে মূল্যায়ন করেন।

একজন মানুষ কখনোই আরেক জনের মতো হয় না। একটি বস্তু আরেকটি বস্তুর মতো হতে পারে। কিন্তু মানুষ? না, সে সবসময় নিজের মতো। এখানে কারো সাথে কারো তুলনা চলে না। একজন মানুষ উচ্চ বংশে জন্ম গ্রহণ না করেও, পরিবেশ পরিস্থিতির আনুকূল্য না পেয়েও নিজেকে সমাজের, রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে।

উদাহরণ হিসেবে, কনসেন্ট্রেশন ক্যাম্পের একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। বলা যেতে পারে, কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল একটি জীবন্ত পরীক্ষাগার। সেখানে দেখেছি, বন্দিদের মধ্যেই কারো আচরণ ছিল শুয়োরের মতো। আবার কারো আচরণ ছিল সাধু-সন্ন্যাসীর মতো। মানুষ নানা ধরনের সম্ভবনা নিয়ে জন্ম গ্রহণ করেন। তিনি শেষ পর্যন্ত কী হবেন, তা তার ইচ্ছার উপর, সিদ্ধান্তের উপর নির্ভর করে। পরিবেশ-পরিস্থিতির উপর নয়।

আমাদের জেনারেশন বাস্তবাবাদী। কারণ মানুষ যে কী, তা আমরা জানি। সবশেষে বলা যায়, অশউইজের গ্যাস চেম্বার মানুষই বানিয়েছে। আবার সেখানে যারা আল্লাহর নাম জপতে জপতে কিংবা ঠোঁট নেড়ে শেমা ইসরায়েল উচ্চারণ করতে করতে মৃত্যুর জন্য প্রবেশ করেছে, তারাও মানুষই ছিল।

সকল অধ্যায়

১. কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা – ১
২. কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা – ২
৩. কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা – ৩
৪. কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা – ৪
৫. লোগোথেরাপি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
৬. দ্য উইল টু মিনিং
৭. এক্সিসটেনশিয়াল ফ্রাসট্রেশন (অস্তিত্ব-সংকট)
৮. নুজেনিক নিউরোসেস
৯. নু-ডাইনামিকস
১০. অস্তিত্ব-শূন্যতা
১১. জীবনের অর্থ
১২. অস্তিত্বের মূল কথা
১৩. ভালোবাসা কারে কয়
১৪. কষ্টভোগ করা বলতে কী বোঝায়
১৫. মেটা-ক্লিনিক্যাল প্রবলেমস
১৬. একটি লোগোড্রামা
১৭. সুপার মিনিং
১৮. ক্ষণিকের জীবন
১৯. প্রযুক্তি হিসেবে লোগোথেরাপি
২০. কালেক্টিভ নিউরোসিস
২১. প্যান-ডিটারমিনিজম নিয়ে আলোচনা
২২. দ্য সাইকিয়াট্রিক ক্রেডো
২৩. সাইকিয়াট্রিক রিহিউমানাইজড
২৪. সংযোজন : একটি দুঃখজনক আশাবাদের গল্প

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন