সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
অর্থ এবং বানানে ভিন্নতা থাকা সত্ত্বেও কোনো কোনো শব্দের উচ্চারণ প্রায় একই রকম। এ ধরনের শব্দকে সমোচ্চারিত শব্দ বা প্রায় সমোচ্চারিত শব্দ বলে। যেমন- ‘অন্ন’ এবং ‘অন্য’ শব্দদুটির উচ্চারণ প্রায় একই রকম হলেও এদের বানান এবং অর্থে পার্থক্য আছে। ‘অন্য’ শব্দের অর্থ অপর এবং ‘অন্ন’ শব্দের অর্থ ভাত।
কিছু উদাহরণ-
| শর | তীর/তৃণবিশেষ | ধুম | প্রাচুর্য, জাঁকজমক | 
| ষড় | ছয় (৬) | ধূম | ধোঁয়া | 
| সর | দুধের মালাই | সুত | পুত্র | 
| স্বর | শব্দ, সুর | সূত | সারথি, জাত | 
| আবরণ | আচ্ছাদন | শিকার | মৃগয়া | 
| আভরণ | গহনা, অলংকার, ভূষণ | স্বীকার | মেনে নেওয়া, বরণ | 
| অন্ন | ভাত | পড়-পড় | পড়ন্ত | 
| অন্য | অপর | পর পর | একের পর এক | 
| আসা | আগমন | বাণী | কথা, উক্তি | 
| আশা | প্রত্যাশা, ভরসা | বানি | গয়না তৈরির মজুরি | 
| বেশি | অনেক | নিচ | নিম্ন স্থান, বাড়ির নিম্নতল | 
| বেশী | বেশধারী (ছদ্মবেশী) | নীচ | হীন, নিকৃষ্ট | 
| শব | মৃতদেহ | সকল | সব, সমস্ত | 
| সব | সমস্ত | শকল | মাছের আঁশ | 
| কাঁচা | অপক্ব | কাঁটা | কণ্টক | 
| কাচা | ধৈৗত করা | কাটা | কর্তন | 
| গাঁথা | গেঁথে দেয়া | গাঁ | গ্রাম | 
| গাথা | কাহিনী, কাহিনীকাব্য | গা | শরীর | 
| ঘাঁটি | দাঁড়ি | পূর্ণচ্ছেদ | |
| ঘাটি | দাড়ি | মাঝি | |
| বাঁক | নদী বা পথের বাঁক | বাঁধা | বন্ধন | 
| বাক | কথা | বাধা | প্রতিহত করা, রোধ করা | 
| কাঁদা | ক্রন্দন | গোঁড়া | অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী | 
| কাদা | কর্দম | গোড়া | নিচের অংশ | 
| বাঁ | বাম | রোধ | প্রতিরোধ, বাধা দেয়া | 
| বা | অথবা, কিংবা | রোদ | রৌদ্র | 
| বরশা | কূল | তীর, উপকূল | |
| বরষা | বর্ষা, বৃষ্টি | কুল | বরই/জাত | 
| ক্ষুরধার | প্রচণ্ড ধারালো | ||
| ক্ষুরধারা | ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত | 
| সাড়া | শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া | শোনা | শ্রবণ | 
| সারা | সমগ্র, শেষ, আকুল | সোনা | স্বর্ণ | 
| দেড়ী | দেড়গুণ | জোড় | যুগল | 
| দেরি | বিলম্ব | জোর | বল, শক্তি, সামর্থ্য | 
| পাড়ি | পারাপার | ||
| পারি | সমর্থ বা সক্ষম হই | 
এখানে কিছু সমোচ্চারিত শব্দ ও তাদের অর্থ উল্লেখসহ বাক্য রচনা করে দেখানো হলো-
অন্য (অপর) :তাকে অন্য দিন আসতে বলেছি
অন্ন (ভাত) আমরা অন্ন ছাড়া জীবন ধারণ করতে পারি না।
অশ্ব (ঘোড়া) :অশ্ব একটি দ্রুতগামী প্রাণী।
অশ্ব (পাথর) :অশ্ম নিক্ষেপে সর্পটির মস্তক চূর্ণ হইল।
অনু (পশ্চাৎ) :মিথ্যাবাদীর অনুগমন করা উচিত নয়।
অণু (ক্ষুদ্রতম) :এ বিশাল পৃথিবী অণুপরমাণুর সৃষ্টি।
অপচয় (নষ্ট) :কোনো কিছুই অপচয় করা ভালো নয়।
অবচয় (সংগ্রহ) :এ অংশটি কবি সুফিয়া কামালের কবিতা থেকে অবচয়িত হয়েছে।
অবদান (কীর্তি) :রেডিও আবিষ্কারে বৈজ্ঞানিক জগদীশচন্দ্রের অবদান রয়েছে।
অবধান (মনোযোগ):গুরুজনের উপদেশ অবধান সহকারে শোনা উচিত।
অবিরাম (অনবরত):দুদিন ধরে অবিরাম বৃষ্টি।
অভিরাম (সুন্দর) :বাংলাদেশের মতো এমন নয়নাভিরাম দৃশ্য আর কোথাও দেখিনি।
অনিষ্ট (ক্ষতি) :পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয়।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন) :অনিষ্ঠ ছাত্র জীবনে উন্নতি করতে পারে না।
আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।
আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।
আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।
আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।
আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।
আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।
আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।
আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।
আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।
আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।
উপাদান (উপকরণ) :বাবা আচারের সব উপাদান এনেছেন।
উপাধান (বালিশ) :উপাধান ছাড়া শোয়া যায় না।
উদ্যত (প্রস্তুত) : লোকটি চলে যেতে উদ্যত হয়েছিল।
উদ্ধত (অবিনীত) :কখনোই উদ্ধত আচরণ করতে নেই।
কমল (পদ্মফুল) :আমাদের দিঘিতে রক্তকমল ফুটেছে।
কোমল (নরম) :শিশুটির হাতখানা খুবই কোমল।
কুল (বংশ) :তিনি উচ্চ কুলে জন্মেছিলেন।
কুল (বরই) :এ গাছের কুল খেতে মজা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন