তিঙন্ত প্রকরণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

তিঙন্ত প্রকরণ।

ভূ, স্থা, গম, দৃশ, প্রভৃতিকে ধাতু বলে। এক এক ধাতুতে এক এক ক্রিয়া বুঝায়। ধাতুর উত্তর নানা বিভক্তি হয়। ঐ সকল বিভক্তির নাম তিঙ্। এই নিমিত্ত ক্রিয়াবাচক পদকে তিঙন্ত বলে।

 ক্রিয়া তিন কালে হয়; বর্ত্তমান, অতীত, ভবিষ্যৎ। যাহা উপস্থিত আছে তাহাকে বর্ত্তমান কাল বলে। যথা; পশ্যতি, দেখিতেছে; পশ্যামি, দেখিতেছি; করোতি, করিতেছে; করোমি, করিতেছি। যাহা গত হইয়াছে তাহাকে অতীত কাল বলে। যথা; দদর্শ, দেখিল,দেখিয়াছে, দেখিয়াছিল; চকার, করিল, করিয়াছে, করিয়াছিল। আর যাহা পরে হইবেক তাহাকে ভবিষ্যৎ কাল বলে। যথা; গমিষ্যামি, যাইব; করিষ্যামি, করিব।

 ক্রিয়ার তিন বচন; একবচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে এক জনের ক্রিয়া বুঝায়। দ্বিবচনে দুজনের ক্রিয়া বুঝায়; বহুবচনে অনেক জনের ক্রিয়া বুঝায়। যথা; গচ্ছামি, আমি যাইতেছি; গচ্ছাবঃ, আমরা দুজন যাইতেছি; গচ্ছামঃ, আমরা অনেকে যাইতেছি। গমিষ্যতি, এক জন যাইবে; গমিষ্যতঃ, দুজন যাইবে; গমিষ্যন্তি, অনেক জন যাইবে।

 প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, ও উত্তম পুরুষে ধাতুর উত্তর ভিন্ন ভিন্ন বিভক্তি হয়; সুতরাং ক্রিয়াবাচক পদ সকলের রূপ ভিন্ন ভিন্ন। যুষ্মদ্ শব্দে মধ্যম পুরুষ বুঝায়; অস্মদ্ শব্দে উত্তম পুরুষ; তদ্ভিন্ন সমুদায় প্রথম পুরুষ। যথা; ত্বং গচ্ছসি, তুমি যাইতেছ। অহং গচ্ছামি, আমি যাইতেছি। রাজা গচ্ছতি, রাজা যাইতেছেন। শিশুৰ্গচ্ছতি, শিশু যাইতেছে। অশ্বো গচ্ছতি, অশ্ব যাইতেছে। ধাতু অনেক। তন্মধ্যে কোন কোন ধাতুর উত্তর নব্বইটী বিভক্তি হয়। কোন কোন ধাতুর উত্তর এক শত আশী। সুতরাং সকল ধাতুর সকল বিভক্তিতে উদাহরণ দেখাইতে গেলে অনেক বাহুল্য হয়। অতএব স্থূল জ্ঞানার্থে কোন কোন ধাতুর কোন কোন বিভক্তিতে উদাহরণ দেখান যাইতেছে।

জিধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমজয়তিজয়তঃজয়ন্তি
মধ্যমজয়সিজয়থঃজয়থ
উত্তমজয়ামিজয়াবঃজয়ামঃ

অতীত কাল।

প্রথমঅজয়ৎঅজয়তাম্অজয়ন্
মধ্যমঅজয়ঃঅজয়তম্অজয়ত
উত্তমঅজয়ম্অজয়াবঅজয়াম

ভবিষ্যৎ কাল।

প্রথমজেষ্যতিজেষ্যতঃজেষ্যন্তি
মধ্যমজেষ্যসিজেষ্যথঃজেষ্যথ
উত্তমজেষ্যামিজেষ্যাবঃজেষ্যামঃ

স্থাধাতু।

বর্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমতিষ্ঠতিতিষ্ঠতঃতিষ্ঠন্তি
মধ্যমতিষ্ঠসিতিষ্ঠথঃতিষ্ঠথ
উত্তমতিষ্ঠামিতিষ্ঠাবঃতিষ্ঠামঃ
প্রথমতিষ্ঠতুতিষ্ঠতাম্তিষ্ঠন্তু
মধ্যমতিষ্ঠতিষ্ঠতম্তিষ্ঠত
উত্তমতিষ্ঠানিতিষ্ঠাবতিষ্ঠাম

দৃশধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমপশ্যতিপশ্যতঃপশ্যন্তি
মধ্যমপশ্যসিপশ্যথঃপশ্যথ
উত্তমপশ্যামিপশ্যাবঃপশ্যামঃ
প্রথমপশ্যতুপশ্যতাম্পশ্যন্তু
মধ্যমপশ্যপশ্যতম্পশ্যত
উত্তমপশ্যানিপশ্যাবপশ্যাম

অতীত কাল।

প্রথমদদর্শদদৃশতুঃদদৃশুঃ
মধ্যমদদর্শিথ, দদ্রষ্ঠদদৃশথুঃদদৃশ
উত্তমদদর্শদদৃশিবদদৃশিম

ভবিষ্যৎ কাল।

প্রথমদ্রক্ষ্যতিদ্রক্ষ্যতঃদ্রক্ষ্যন্তি 
মধ্যমদ্রক্ষ্যসিদ্রক্ষ্যথঃদ্রক্ষ্যথ
উত্তমদ্রক্ষ্যামিদ্রক্ষ্যাবঃদ্রক্ষ্যামঃ

গমধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমগচ্ছতিগচ্ছতঃগচ্ছন্তি
মধ্যমগচ্ছসিগচ্ছথঃগচ্ছথ
উত্তমগচ্ছামিগচ্ছাবঃগচ্ছামঃ
প্রথমগচ্ছতুগচ্ছতাম্গচ্ছন্তু
মধ্যমগচ্ছগচ্ছতম্গচ্ছত
উত্তমগচ্ছানিগচ্ছাবগচ্ছাম

অতীত কাল।

প্রথমজগামজগ্মতুঃজগ্মুঃ
মধ্যমজগমিথ, জগন্থজগ্মথুঃজগ্ম
উত্তমজগাম, জগমজগ্মিবজগ্মিম

ভবিষ্যৎ কাল।

প্রথমগমিষ্যতিগমিষ্যতঃগমিষ্যন্তি
মধ্যমগমিষ্যসিগমিষ্যথঃগমিষ্যথ
উত্তমগমিষ্যামিগমিষ্যাবঃগমিষ্যামঃ

শ্রুধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমশৃণোতিশৃণুতঃশৃণ্বন্তি
মধ্যমশৃণোষিশৃণুথঃশৃণুথ
উত্তমশৃণোমিশৃণ্বঃ, শৃণুবঃশৃণ্মঃ, শৃণুমঃ
প্রথমশৃণোতুশৃণুতাম্‌শৃণ্বন্তু
মধ্যমশৃণুশৃণুতম্‌শৃণুত
উত্তমশৃণবানিশৃণবাবশৃণবাম

অতীত কাল।

প্রথমশুশ্রাবশুশ্রুবতুঃশুশ্রুবুঃ
মধ্যমশুশ্রোথশুশ্রুবথুঃশুশ্রুব
উত্তমশুশ্রাব, শুশ্রবশুশ্রুবশুশ্রুম

ভবিষ্যৎ কাল।

প্রথমশ্রোষ্যতিশ্রোষ্যতঃশ্রোষ্যন্তি
মধ্যমশ্রোষ্যসিশ্রোষ্যথঃশ্রোষ্যথ
উত্তমশ্রোষ্যামিশ্রোষ্যাবঃশ্রোষ্যামঃ

বৃতধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমবর্ত্ততেবর্ত্তেতেবর্ত্তন্তে
মধ্যমবর্ত্তসেবর্ত্তেথেবর্ত্তধে
উত্তমবর্ত্তেবর্ত্তাবহেবর্ত্তামহে

সদধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমসীদতিসীদতঃসীদন্তি
মধ্যমসীদসিসীদথঃসীদথ
উত্তমসীদামিসীদাবঃসীদামঃ

যাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমযাতিযাতঃযান্তি
মধ্যমযাসিযাথঃযাথ
উত্তমযামিযাবঃযামঃ

ভবিষ্যৎ কাল।

প্রথমযাষ্যতিযাষ্যতঃযাষ্যন্তি
মধ্যমযাষ্যসিযাষ্যথঃযাষ্যথ
উত্তমযাষ্যামিযাষ্যাবঃযাষ্যামঃ

অসধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমঅস্তিস্তঃসন্তি
মধ্যমঅসিস্থঃস্থ
উত্তমঅস্মিস্বঃস্মঃ
প্রথমস্যাৎস্যাতাম্‌স্যুঃ
মধ্যমস্যাঃস্যাতম্‌স্যাত
উত্তমস্যাম্‌স্যাবস্যাম
প্রথমঅন্তুস্তাম্‌সন্তু
মধ্যমএধিস্তম্‌স্ত
উত্তমঅসানিঅসাবঅসাম

অতীত কাল।

প্রথমআসীৎআস্তাম্‌আসন্‌
মধ্যমআসীঃআস্তম্‌আস্ত
উত্তমআসম্‌আস্বআস্ম

ইধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমএতিইতঃযন্তি
মধ্যমএষিইথঃইথ
উত্তমএমিইবঃইমঃ
প্রথমএতুইতাম্‌যন্তু
মধ্যমইহিইতাম্‌ইত
উত্তমঅয়ানিঅয়াবঅয়াম

ভবিষ্যৎ কাল।

প্রথমএষ্যতিএষ্যতঃএষ্যন্তি
মধ্যমএষ্যসিএষ্যথঃএষ্যথ
উত্তমএষ্যামিএষ্যাবঃএষ্যামঃ

রুদধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমরোদিতিরুদিতঃরুদন্তি
মধ্যমরোদিষিরুদিথঃরুদিথ
উত্তমরোদিমিরুদিবঃরুদিমঃ

শীধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমশেতেশয়াতেশেরতে
মধ্যমশেষেশয়াথেশেধ্বে
উত্তমশয়েশেবহেশেমহে

ব্রূধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমআহ, ব্রবীতিআহতুঃ, ব্রূতঃআহুঃ, ব্রুবন্তি
মধ্যমআত্থ, ব্রবীষিআহথুঃ, ব্রূথঃব্রূথ
উত্তমব্রবীমিব্রূবঃব্রূমঃ

দাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমদদাতিদত্তঃদদতি
মধ্যমদদাসিদত্থঃদত্থ
উত্তমদদামিদদ্বঃদদ্মঃ

অতীত কাল।

প্রথমদদৌদদতুঃদদুঃ
মধ্যমদদিথ, দদাথদদথুঃদদ
উত্তমদদৌদদিবদদিম

ভবিষ্যৎ কাল।

প্রথমদাস্যতিদাস্যতঃদাস্যন্তি
মধ্যমদাস্যসিদাস্যথঃদাস্যথ
উত্তমদাস্যামিদাস্যাবঃদাস্যামঃ

জনধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমজায়তেজায়েতেজায়ন্তে
মধ্যমজায়সেজায়েথেজায়ধ্বে
উত্তমজায়েজায়াবহেজায়ামহে

মুচধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমমুঞ্চতিমুঞ্চতঃমুঞ্চন্তি 
মধ্যমমুঞ্চসিমুঞ্চথঃমুঞ্চথ
উত্তমমুঞ্চামিমুঞ্চাবঃমুঞ্চামঃ
প্রথমমুঞ্চতুমুঞ্চতাম্‌মুঞ্চন্তু
মধ্যমমুঞ্চমুঞ্চতম্‌মুঞ্চত
উত্তমমুঞ্চানিমুঞ্চাবমুঞ্চাম

কৃধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমকরোতিকুরুতঃকুর্ব্বন্তি
মধ্যমকরোষিকুরুথঃকুরুথ
উত্তমকরোমিকুর্ব্বঃকুর্ম্মঃ
প্রথমকুর্য্যাৎকুর্য্যাতাম্‌কুর্য্যুঃ
মধ্যমকুর্য্যাঃকুর্য্যাতম্‌কুর্য্যাত
উত্তমকুর্য্যাম্‌কুর্য্যাবকুর্য্যাম
প্রথমকরোতুকুরুতাম্‌কুর্ব্বন্তু
মধ্যমকুরুকুরুতম্‌কুরুত
উত্তমকরবাণিকরবাবকরবাম

অতীত কাল।

প্রথমঅকরোৎঅকুরুতাম্‌অকুর্ব্বন্‌
মধ্যমঅকরোঃঅকুরুতম্‌অকুরুত
উত্তমঅকরবম্‌অকুর্ব্বঅকুর্ম্ম
প্রথমচকারচক্রতুঃচক্রুঃ
মধ্যমচকর্থচক্রথুঃচক্র
উত্তমচকার, চকরচকৃবচকৃম

ভবিষ্যৎ কাল।

প্রথমকরিষ্যতিকরিষ্যতঃকরিষ্যন্তি
মধ্যমকরিষ্যসিকরিষ্যথঃকরিষ্যথ
উত্তমকরিষ্যামিকরিষ্যাবঃকরিষ্যামঃ

জ্ঞাধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমজানাতিজানীতঃজানন্তি
মধ্যমজানাসিজানীথঃজানীথ
উত্তমজানামিজানীবঃজানীমঃ

ভবিষ্যৎ কাল।

প্রথমজ্ঞাস্যতিজ্ঞাস্যতঃজ্ঞাস্যন্তি
মধ্যমজ্ঞাস্যসিজ্ঞাস্যথঃজ্ঞাস্যথ
উত্তমজ্ঞাস্যামিজ্ঞাস্যাবঃজ্ঞাস্যামঃ

গ্রহধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমগৃহ্নাতিগৃহ্নীতঃগৃহ্নন্তি
মধ্যমগৃহ্নাসিগৃহ্নীথঃগৃহ্নীথ
উত্তমগৃহ্নামিগৃহ্নীবঃগৃহ্নীমঃ
প্রথমগৃহ্নাতুগৃহ্নীতাম্‌গৃহ্নন্তু
মধ্যমগৃহাণগৃহ্নীতম্‌গৃহ্নীত
উত্তমগৃহ্নানিগৃহ্নাবগৃহ্নাম

অতীত কাল।

প্রথমজগ্রাহজগৃহতুঃজগৃহুঃ
মধ্যমজগ্রহিথজগৃহথুঃজগৃহ
উত্তমজগ্রাহ, জগ্রহজগৃহিবজগৃহিম

ভূধাতু।

বর্ত্তমান কাল।

পুরুষ।একবচনদ্বিবচনবহুবচন
প্রথমভবতিভবতঃভবন্তি
মধ্যমভবসিভবথঃভবথ
উত্তমভবামিভবাবঃভবামঃ
প্রথমভবেৎভবেতাম্‌ভবেষুঃ
মধ্যমভবেঃভবেতম্‌ভবেত
উত্তমভবেয়ম্‌ভবেবভবেম
প্রথমভবতুভবতাম্‌ভবন্তু
মধ্যমভবভবতম্‌ভবত
উত্তমভবানিভবাবভবাম

অতীত কাল।

প্রথমঅভবৎঅবভতাম্‌অভবন্‌
মধ্যমঅভবঃঅবভতম্‌অভবত
উত্তমঅভবম্‌অভবাবঅভবাম
প্রথমঅভূৎঅভূতাম্‌অভূবন্‌
মধ্যমঅভূঃঅভূতম্‌অভূত
উত্তমঅভূবম্‌অভূবঅভূম 
প্রথমবভূববভূবতুঃবভূবুঃ
মধ্যমবভূবিথবভূবথুঃবভূব
উত্তমবভূববভূবিববভূবিম

ভবিষ্যৎ কাল।

প্রথমভবিষ্যতিভবিষ্যতঃভবিষ্যন্তি
মধ্যমভবিষ্যসিভবিষ্যথঃভবিষ্যথ
উত্তমভবিষ্যামিভবিষ্যাবঃভবিষ্যামঃ

সকর্ম্মক ক্রিয়া।

  যে ক্রিয়ার সহিত কর্ম্ম পদ থাকে তাহাকে সকর্ম্মক অর্থাৎ কর্ম্মযুক্ত ক্রিয়া কহে। গুরুঃ শিষ্যম্‌ উপদিশতি, গুরু শিষ্যকে উপদেশ দিতেছেন। রামঃ রাবণং জঘান, রাম রাবণ বধ করিয়া ছিলেন।

অকর্ম্মক ক্রিয়া।

  যে সকল ক্রিয়ার কর্ম্মপদ আবশ্যক করে না তাহাকে অকর্ম্মক অর্থাৎ কর্ম্মশূন্য ক্রিয়া কহে। যথা অহং তিষ্ঠামি, আমি আছি। শিশুঃ শেতে, শিশু শুইয়া আছে। অশ্বো ধাবতি, অশ্ব দৌড়িতেছে। নদী বর্দ্ধতে, নদী বাড়িতেছে।

কর্ত্তৃবাচ্য।

 যেখানে কর্ত্তৃকারকে প্রথমা বিভক্তি ও কর্ম্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয় তাহাকে কর্ত্তৃবাচ্য প্রয়োগ বলে। যথা, কুম্ভকারঃ ঘটং করোতি, কুম্ভকার ঘট গড়িতেছে। দেবদত্তঃ গ্রামং গচ্ছতি, দেবদত্ত গ্রামে যাইতেছে। শিশুঃ পুস্তকং পঠতি, শিশু পুস্তক পড়িতেছে। অশ্বঃ জলং পিবতি, অশ্ব জল খাইতেছে।

 কর্ত্তৃবাচ্যে কর্ত্তার যে বচন ক্রিয়াতেও সেই বচন হয়; অর্থাৎ কর্ত্তা একবচনের হইলে ক্রিয়াতে একবচন; কর্ত্তা দ্বিবচনের হইলে ক্রিয়াতে দ্বিবচন; কর্ত্তা বহুবচনের হইলে ক্রিয়াতে বহুবচন। যথা; কুম্ভকারঃ ঘটং করোতি। কুম্ভকারৌ ঘটং কুরুতঃ। কুম্ভকারাঃ ঘটং কুর্ব্বন্তি। শিশুঃ পুস্তকং পঠতি। শিশু পুস্তকং পঠতঃ। শিশবঃ পুস্তকং পঠন্তি।

কর্ম্মবাচ্য।

 যে স্থলে কর্ত্তৃকারকে তৃতীয়া বিভক্তি ও কর্ম্ম কারকে প্রথমা বিভক্তি হয় তাহাকে কর্ম্মবাচ্য প্রয়োগ বলে। যথা, কুম্ভকারেণ ঘটঃ ক্রিয়তে, কুম্ভকার ঘট নির্ম্মাণ করিতেছে। শিষ্যেণ গুরুঃ পৃচ্ছ্যতে, শিষ্য গুরুকে জিজ্ঞাসা করিতেছে। ময়া চন্দ্রো দৃশ্যতে, আমি চন্দ্র দেখিতেছি।

 কর্ত্তৃবাচ্যে যেমন কর্ত্তৃকারকের বচনানুসারে ক্রিয়ার বচন হয়, কর্ম্মবাচ্য প্রয়োগে সেরূপ নহে। কর্ম্মবাচ্যে কর্ম্মের যে বচন ক্রিয়ার সেই বচন হয়; অর্থাৎ কর্ম্ম এক বচনের হইলে ক্রিয়ার একবচন; কর্ম্ম দ্বিবচনের হইলে ক্রিয়ার দ্বিবচন; কর্ম্ম বহুবচনের হইলে ক্রিয়ার বহুবচন। যথা, কুম্ভকারেণ ঘটঃ ক্রিয়তে, কুম্ভকারেণ ঘটৌ ক্রিয়েতে। কুম্ভকারেণ ঘটাঃ ক্রিয়ন্তে। শিষ্যেণ গুরুঃ পৃচ্ছ্যতে। শিষ্যেণ গুরূ পৃচ্ছ্যেতে। শিষ্যেণ গুরুবঃ পৃচ্ছ্যন্তে।

ভাববাচ্য।


 যেখানে কর্ত্তৃকারকে তৃতীয়া হয়, কিন্তু কর্ম্ম পদ না থাকে, তাহাকে ভাববাচ্য প্রয়োগ বলে। ভাববাচ্যের ক্রিয়া সর্ব্বদাই একবচনান্ত হয়। যথা, ময়া স্থীয়তে, আমি আছি। আবাভ্যাং স্থীয়তে, আমরা দুজন আছি। অস্মাভিঃ স্থীয়তে, আমরা অনেকে আছি।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন