জয় গোস্বামী
বাড়িটি আকাশে ফুটে আছে।
ছাদে ওই বালকবালিকা নীচে দড়ি ফেলে ধরছে খেয়ানৌকো চাঁদ।
ক্রমশ গুটিয়ে তুলছে মেঘ থেকে আরো ঊর্ধ্বাকাশে
যা–ওদের কাছে যাবি? বিদ্যুতের মতো নীল কাছে?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন