৬.৪.০ কঠিন-পক্ষ পতঙ্গ

জগদানন্দ রায়

কঠিন-পক্ষ পতঙ্গ
(Coloeptera)

এই দলে এত নানা রকম পতঙ্গ আছে যে, তাহার হিসাব করাই কঠিন। গোবরে-পোকার মত বড় পতঙ্গ হইতে আরম্ভ করিয়া উকুন ও ঘুণের মত ছোট পোকা পর্য্যন্ত সকলেই এই দলে আছে। ইহাদের শরীর কি রকম, তাহা আগেই তোমাদিগকে বলিয়াছি। এই পতঙ্গদের প্রায় সকলেরই চারিখানি করিয়া ডানা থাকে। উপরকার দুখানা ডানা হাড়ের মত শক্ত। তার নীচেই দুখানা পাত্‌লা ডানা থাকে। উপরকার শক্ত ডানা উড়িবার কাজে লাগে না। ইহা নীচের পাত্‌লা ডানা এবং শরীরটাকে ঢাকিয়া রাখে।

সাধারণ পতঙ্গদের মতই ইহাদের ডিম হইতে শুঁয়ো-পোকার আকারে বাচ্চা হয় এবং তাহাই পুত্তলি-অবস্থায় থাকিয়া ডানাওয়ালা সম্পূর্ণ পতঙ্গ হইয়া দাঁড়ায়। ইহাদের সকলেই ডাঙায় বাস করে না। কয়েক জাতি কঠিন-পক্ষ পতঙ্গ জলের মধ্যে থাকিয়া বড় হয় এবং মাঝে মাঝে জল হইতে উঠিয়া ডাঙায় চলা-ফেরা করে।

এই পতঙ্গদের ডিম হইতে যে শুঁয়ো-পোকার আকারের বাচ্চা হয়, তাহাদের গায়ে প্রায়ই শুঁয়ো হয় না।

সকল অধ্যায়

১. ১. এক-কোষ প্রাণী – খড়িমাটির পোকা
২. ২. স্পঞ্জ
৩. ৩.১ হাইড্রা
৪. ৩.২ রাবণচ্ছত্র
৫. ৩.৩ প্রবাল
৬. ৪. তারা-মাছ – স্নায়ুমণ্ডলী
৭. ৫.১ কেঁচো
৮. ৫.২ পরাশ্রিত অকেজো প্রাণী
৯. ৫.৩ জোঁক
১০. ৫.৪ ক্রিমি – গোল ক্রিমি
১১. ৬.০ কীট-পতঙ্গ, প্রাণীদের বিভাগ
১২. ৬.১.১ কঠিনবর্ম্মী : চিংড়িমাছ
১৩. ৬.১.২ কঠিনবর্ম্মী : কাঁকড়া
১৪. ৬.১.৩ কঠিনবর্ম্মী : পতঙ্গ
১৫. ৬.২.১ ঝিল্লীপক্ষ পতঙ্গ : বোলতা
১৬. ৬.২.২ ঝিল্লীপক্ষ পতঙ্গ : ভীমরুল
১৭. ৬.২.৩ ঝিল্লীপক্ষ পতঙ্গ : কুমরে-পোকা
১৮. ৬.২.৪ ঝিল্লীপক্ষ পতঙ্গ : কাঁচ-পােকা
১৯. ৬.২.৫ ঝিল্লীপক্ষ পতঙ্গ : মৌমাছি
২০. ৬.২.৬ ঝিল্লীপক্ষ পতঙ্গ : পিপীলিকা
২১. ৬.৩.১ শিরা-পক্ষ পতঙ্গ : উই
২২. ৬.৩.২ শিরা-পক্ষ পতঙ্গ : জল-ফড়িং
২৩. ৬.৩.৩ শিরা-পক্ষ পতঙ্গ : ভুঁই-কুমীর
২৪. ৬.৩.৪ শিরা-পক্ষ পতঙ্গ : পাখীর গায়ের উকুন
২৫. ৬.৪.০ কঠিন-পক্ষ পতঙ্গ
২৬. ৬.৪.১ কঠিন-পক্ষ পতঙ্গ : গোবরে পোকা
২৭. ৬.৪.২ কঠিন-পক্ষ পতঙ্গ : ধামসা পোকা
২৮. ৬.৪.৩ কঠিন-পক্ষ পতঙ্গ : জোনাক পোকা
২৯. ৬.৫.০ শল্ক-পক্ষ পতঙ্গ
৩০. ৬.৫.১ শল্ক-পক্ষ পতঙ্গ : প্রজাপতি
৩১. ৬.৫.২ শল্ক-পক্ষ পতঙ্গ : গুটিপোকা
৩২. ৬.৬.০ দ্বিপক্ষ পতঙ্গ
৩৩. ৬.৬.১ দ্বিপক্ষ পতঙ্গ : মাছি
৩৪. ৬.৬.২ দ্বিপক্ষ পতঙ্গ : মশা
৩৫. ৬.৭.০ গান্ধী পোকা
৩৬. ৬.৭.১ ছারপোকা
৩৭. ৬.৮.০ ঋজুপক্ষ পতঙ্গ
৩৮. ৬.৮.১ ঋজুপক্ষ পতঙ্গ : ফড়িং
৩৯. ৬.৮.২ ঋজুপক্ষ পতঙ্গ : উচ্চিংড়ে ও ঘুর্‌ঘুরে পোকা
৪০. ৬.৮.৩ ঋজুপক্ষ পতঙ্গ : আরসুলা
৪১. ৬.৯.০ লূতা
৪২. ৬.৯.১ মাকড়সা
৪৩. ৬.৯.২ কাঁকড়া-বিছা
৪৪. ৬.১০.১ সহস্রপদী : তেঁতুলে-বিছা
৪৫. ৬.১০.২ সহস্রপদী : কেন্নো
৪৬. ৭. কোমলাঙ্গী : শঙ্খ, শামুক, গুগলি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন