৪২. কলকাতার রাস্তা তখন জনহীন

বিমল মিত্র

কলকাতার রাস্তা তখন জনহীন। শুধু একবার যেন মনে হলো সেই আলোয়ান গায়ে লোকটা দূর থেকে তার পেছনেপেছনে আসছে। তাকে অনুসরণ করছে। অদ্ভুত লোকটা। যেখানে গিয়েছে ভূতনাথ, সেখানেই তাকে অনুসরণ করে। কিন্তু হঠাৎ সোজা হয়ে থমকে দাঁড়ালো ভূতনাথ। আজ যেন তার সাহস ফিরে এল। আজ—কি জানি কেন—তার যেন বিশ্বসংসারে কাউকে আর ভয় করবার কথা নয়। আজ যেন সে যে-কোনো বিপদের সামনে মাথা উচু করে দাঁড়াতে পারে।

বনমালী সরকার লেন-এর মুখে এসে দাঁড়িয়ে ভূতনাথ একেবারে সোজাসুজি লোকটার দিকে মুখোমুখি হয়ে রইল। কাছে এলেই ভূতনাথ জিজ্ঞেস করবে—কে তুমি? কী চাও? কেন আমার পেছনে ঘোর দিনরাত? কী তোমার মতলব?

কিন্তু আশ্চর্য! লোকটা তাকে থামতে দেখেই পাশের একটা গলির ভেতর আত্মগোপন করে গিয়েছে।

ভূতনাথ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে তেমনি ভাবে। নরহরি মহাপাত্রের দেবতাগুলো যেখানে ছিল সেখানে সেই অশ্বগ্ধ গাছটা আর নেই এখন। একদিন ঝড়ে বেদীশুদ্ধ শেকড় উপড়ে পড়ে গিয়েছিল। ভূতনাথ গলির ভেতর ঢুকে সেইখানে দাঁড়িয়ে আবার পেছন ফিরে দাঁড়ালো। লোকটা যেন গলির মুখে এসে দাঁড়ালো একবার। তারপর ভূতনাথকে দেখেই সরে পড়লো আবার। ভূতনাথ ভাবলে—দূর হোক ছাই—ও নিশ্চয়ই স্পাই।

নিবারণ বলতে টিকটিকি। তা টিকটিকিই বটে। কয়েকবারু রাস্তায় দাঁড়িয়ে শুধু নিবারণের সঙ্গে কথা বলেছে ভূতনাথ। তাতেই তার ওপর সন্দেহ। নরেন গোঁসাইকে জেলের মধ্যে গুলী করে মারার পরদিন থেকেই যেন ওদের দৌরাত্ম বেড়েছে। রাস্তায় বাড়িতে কোথাও শান্তি নেই।

নিবারণ বলেছিল—ম্যাটি কুলেশনে ব্রিটিশ-হিস্ট্রি পড়া বন্ধ হয়ে গিয়েছে জানেন?

ভূতনাথ জানতো না। বললে—কেন, আমাদের সময়ে তো পড়েছি?

নিবারণ বললে—বেকার সাহেব আর ফুলার সাহেব ভাবলে ওই ব্রিটিশ-হিস্ট্রি পড়েই বুঝি আমাদের মাথা বিগড়ে গিয়েছে। ম্যাগনা কার্টা, স্টুয়ার্ট রাজাদের কাণ্ড, হ্যাম্পডেন, ক্রমওয়েল, চার্লস ফাস্ট এসব কথা হিস্ট্রি পড়েই তো জেনেছি কিন্তু হলে কী হবে, বন্ধ করার পর থেকে যারা হয় তো কখনও পড়তো না তারাও পড়তে আরম্ভ করেছে।

ভূতনাথের মনে আছে অত কাণ্ড করেও তবু কিছু সুরাহা হয়নি। কালীঘাটে যেদিন কেওড়াতলাতে পোড়াতে নিয়ে এসেছিল কানাই দত্ত আর সত্যেন বোসকে, সে কী ভিড়! পঞ্চাশ হাজার লোক রাস্তায় ভিড় করে সকাল থেকে দাঁড়িয়ে আছে শুধু একটু দেখবে বলে। নরেন গোঁসাইকে খুন করার জন্যে ফাঁসি হয়েছিল দুজনের। অত ভিড় এক জায়গায় জীবনে কখনও দেখেনি ভূতনাথ। স্বামী বিবেকানন্দ এসেছিলেন সেই একদিন শেয়ালদ’ স্টেশনে, সে ছিল এক ভিড়, তারপর পার্শিবাগানে সেই আনন্দমোহন বোসের ‘সভার ভিড়, আর তারপর এই ভিড়। এ-ভিড় যেন সকলকে ছাপিয়ে গিয়েছিল।

পাশের কোন্ বাড়িতে ঢং-ঢং করে অনেকগুলো বেজে গেল। রাত অনেক হয়েছে। আর দাঁড়িয়ে লাভ নেই। পকেট থেকে চাবি বার করে বড়বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পড়লো ভূতনাথ।

সকল অধ্যায়

১. ০১. কাহিনী
২. ০২. ১৬৯০ সালের জব চার্নকের কলকাতা
৩. ০৩. সকাল বেলা ব্রজরাখালের ডাকে
৪. ০৪. সেদিন আপিস থেকে ব্রজরাখাল ফিরলো
৫. ০৫. মোহিনী-সিঁদুর
৬. ০৬. সেদিন তেমন কিছু গোলমাল হলো না
৭. ০৭. বনমালী সরকার লেন
৮. ০৮. আয়ের বহরটা বোঝা যায় না
৯. ০৯. এখন এই পরিবেশের মধ্যে
১০. ১০. একা পেয়ে সেদিন বংশী এসে ধরলো
১১. ১১. আজ এতদিন পরে ভাবতে অবাক লাগে
১২. ১২. মোহিনী-সিঁদুর আপিসে
১৩. ১৩. ১৮৯৭ সাল
১৪. ১৪. ভোর বেলাই বংশী এসেছে
১৫. ১৫. সেদিন আবার
১৬. ১৬. আজো মনে আছে সেটা শুক্রবার
১৭. ১৭. তখন বিংশ শতাব্দীর শুরু
১৮. ১৮. কোথা দিয়ে ঘুমের মধ্যে দিয়ে
১৯. ১৯. বিকেলবেলার দিকে ভূতনাথ
২০. ২০. সেদিন ছোটবৌঠান ডেকে পাঠালেন
২১. ২১. আজ এতদিন পরে ভাবতে যেন কেমন লাগে
২২. ২২. শহর তখন নিঝুম
২৩. ২৩. বংশী চলে গেল
২৪. ২৪. এর পর থেকে ভূতনাথের জীবনে
২৫. ২৫. ইতিহাসের একটা বাঁধা পথ আছে
২৬. ২৬. পায়রা ওড়ানো শেষ হতে
২৭. ২৭. সেদিন সেই ঘটনার পর
২৮. ২৮. বংশী দেখতে পেয়েই দৌড়তে
২৯. ২৯. বার-শিমলের পথে একলা হাঁটতে
৩০. ৩০. নটে দত্তকে ভূতনাথের এই প্রথম দেখা
৩১. ৩১. জবাদের ঘোড়ার গাড়ির পেছনে
৩২. ৩২. বড়বাজারে গলির ভেতর দাঁড়িয়ে
৩৩. ৩৩. এক সঙ্গে এক গাড়ির মধ্যে
৩৪. ৩৪. খিড়কির গেট পেরিয়ে
৩৫. ৩৫. দিন গড়িয়ে সন্ধ্যে হয়
৩৬. ৩৬. ব্ৰজরাখাল সেদিন ‘কল্যাণ হোক’ বলে আশীর্বাদ
৩৭. ৩৭. সন্ধ্যেবেলা রূপচাঁদবাবুর বাড়িতে
৩৮. ৩৮. রূপচাঁদবাবু চলে গেলেন
৩৯. ৩৯. আজো ভূতনাথের মনে আছে স্পষ্ট
৪০. ৪০. চোরকুঠুরির ভেতর শুয়ে
৪১. ৪১. ম্যানেজারের সঙ্গে আর একদিন দেখা
৪২. ৪২. কলকাতার রাস্তা তখন জনহীন
৪৩. ৪৩. সকালবেলা দুমদুম করে কে দরজা ঠেলছে
৪৪. ৪৪. ছোটবৌঠান সেদিন কী রাগই করেছিল
৪৫. ৪৫. ভোর বেলা ট্রেন
৪৬. ৪৬. সেদিন ভূতনাথের একটিমাত্র উদ্দেশ্য ছিল
৪৭. ৪৭. সকাল বেলার গণ্ডগোল শেষ হতে বিকেল
৪৮. ৪৮. সেদিন চাঁদনীর হাসপাতালে শুয়ে ভূতনাথ
৪৯. ৪৯. চাঁদনীর হাসপাতালে শুয়ে
৫০. ৫০. উপকাহিনী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন