নন্দলালের দেওয়াল-ছবি

সৈয়দ মুজতবা আলী

নন্দলালের দেওয়ালছবি

তুর্ক-নাচন নাচেন নন্দবাবু
চতুর্দিকে ছেলেরা সব কাবু।
তুলির গুক্তিা ডাইনে মারেন, মারেন কাভু বাঁয়ে
ঘাড় বাঁকিয়ে, গোঁফ পাকিয়ে, দাঁড়িয়ে এক পায়ে।
অষ্টপ্রহর চর্কীবাজী কীর্তি-মন্দিরে
ছেলেরা সব নন্দলালকে ঘিরে
মাছি যেমন পাকা আমের চতুর্দিকে ফিরে।
হচ্ছে ‘নটীর পূজা’
রানীর সঙ্গে হল নটীর পূজা নিয়ে যুঝা।
বরাঙ্গনা ভিক্ষু নটীর নৃত্যচ্ছন্দ ধূপ—
তুলির আগুন পরশ পেয়ে নিল আবার সেই অপরূপ রূপ
—বহু যুগের পরে—
চৈত্যভবন ভরে।
—সন্ধ্যাকাশে ফোটে যেন তারার পরে তারা—
হেথায় সেতার কঁপে ভীরু, হোথায় বীণার মীড়
আধফোটা গুঞ্জরণের ভিড়
তার পিছনে মৃদু করুণ-বাঁশি
গুমগুমিয়ে থেকে থেকে উঠছে ভেসে খোল-মৃদঙ্গর হাসি।

এ যেন সুন্দরী–
প্রথমেতে নীলাম্বরী পরি,
তিলোত্তমা গড়ে নন্দলাল।
চিত্রপটে কিন্তু নটী ফেলে অলঙ্কার
শুনি যেন বলে চিত্রকার–
“তথাগতের দয়ায় যেন তেমনি ঘুচে তোমা সবার সকল অহঙ্কার।”

সাদামাটার রক্তবিহীন ঠোঁটে
লজ্জা সোহাগ ফোটে,
পাংশু দেয়াল আনন্দে লাল নন্দলালের লালে
তুলির চুমো যেই না খেলো গালে।*

—–
* শ্ৰীযুক্ত নন্দলাল বসুর বরদারাজ্যের ‘কীর্তি-মন্দিরে’ রবীন্দ্রনাথের ‘নটীর পূজা’র ফ্রেস্কো ছবি আঁকিবার সময় লেখক কর্তৃক এক বান্ধবীকে আসিয়া দেখিবার জন্য নিমন্ত্রণপত্ৰ।

সকল অধ্যায়

১. গুরুদেব
২. নন্দলালের দেওয়াল-ছবি
৩. বড় দিন
৪. গীতা-রহস্য
৫. বন
৬. নেভার রাধা
৭. বর্বর জর্মন
৮. ফরাসী-জর্মন
৯. এ তো মেয়ে মেয়ে নয়…–
১০. স্বয়ংবর চক্র
১১. ইঙ্গ-ভারতীয় কথোপকথন
১২. শিক্ষা-সংস্কার
১৩. কোন গুণ নেই তার
১৪. কালো মেয়ে
১৫. ঋতালী
১৬. রবীন্দ্র সঙ্গীত ও ইয়োরোপীয় সুরধারা
১৭. শ্রমণ রিয়োকোয়ান
১৮. প্ৰব্ৰজ্যা
১৯. কিংবদন্তীচয়ন
২০. ফুটবল
২১. বেমক্কা
২২. আমরা হাসি কেন?
২৩. গাইড
২৪. আচার্য তুচ্চি
২৫. নিশীথদা
২৬. পরিমল রায়
২৭. মপাসাঁ
২৮. রামমোহন রায়
২৯. বিশ্বভারতী
৩০. নাগা
৩১. হিন্দু-মুসলমান-কোড বিল
৩২. অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩. জিদ-ওয়াইল্‌ড্‌
৩৪. এষাস্য পরমাগতি
৩৫. দিস ইয়োরোপ
৩৬. শমীম
৩৭. দিনেন্দ্রনাথ
৩৮. ভারতীয় নৃত্য
৩৯. উপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়–নির্বাসিতের আত্মকথা
৪০. জয়হে ভারতভাগ্যবিধাতা
৪১. ইন্দ্ৰলুপ্ত
৪২. নয়রাট
৪৩. আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন