আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

সৈয়দ মুজতবা আলী

আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

কদম কদমা বঢ়ায়ে জা এগিয়ে যা এগিয়ে যা,
খুশিকে গীত্ব গায়ে জা খুশির গীত গাইতে যা।
ইয়েহ জিন্দগী হ্যায় কৌম কী দেশের তরে জীবন ধন
(তো) কৌম পৈ লুটায়ে জা।। দেশের লাগি করবি নে পণ?

তু শেরে হিন্দ আগে বঢ় শেরে হিন্দ এগিয়ে যা।
মরণেসে ফিরভি তু ন ডর সামনে মরণ ফিরে না চা।।
আসমান তক্‌ উঠায়ে শির আকাশ বিধে তুলবি শির
জোশে ওতন বঢ়ায়ে জা।। দেশের জোশ বাড়বে বীর।

তেরে হিম্মৎ বঢ়তী রহে বাড়ুক বাড়ুক সাহস তোর
খুদা তেরী সুনন্ত রহে খুদা তোরে দেবেন। জোর।
জো সামনে তেরে চঢ়ে সামনে বাধা পরোয়া না কর
(তো) খাকমে মিলায়ে জায়।। ধুলায় তারা পাবে যে গোর।।

চলো দিল্লী পুকারকে হুঙ্কারিয়া দিল্লী চল
কোমী নিসান সম্ভালকে কৌমী নিশান জাগিয়ে তোল
লাল কিল্লে গাঢ়কে লালকেল্লায় ঝাণ্ডা খোল
লহ রায়ে জা লহ রায়ে জা।। এগিয়ে যা ফুর্তিতে চল।।
কদম কদমা বঢ়ায়ে জা।। এগিয়ে যা, এগিয়ে যা।।

———–

শেরে হিন্দ = হিন্দুস্থানের ব্যাঘ্র, জোশ্‌ = শক্তি, কৌমী নিশান = জাতীয় পতাকা।

অধ্যায় ৪৩ / ৪৩

সকল অধ্যায়

১. গুরুদেব
২. নন্দলালের দেওয়াল-ছবি
৩. বড় দিন
৪. গীতা-রহস্য
৫. বন
৬. নেভার রাধা
৭. বর্বর জর্মন
৮. ফরাসী-জর্মন
৯. এ তো মেয়ে মেয়ে নয়…–
১০. স্বয়ংবর চক্র
১১. ইঙ্গ-ভারতীয় কথোপকথন
১২. শিক্ষা-সংস্কার
১৩. কোন গুণ নেই তার
১৪. কালো মেয়ে
১৫. ঋতালী
১৬. রবীন্দ্র সঙ্গীত ও ইয়োরোপীয় সুরধারা
১৭. শ্রমণ রিয়োকোয়ান
১৮. প্ৰব্ৰজ্যা
১৯. কিংবদন্তীচয়ন
২০. ফুটবল
২১. বেমক্কা
২২. আমরা হাসি কেন?
২৩. গাইড
২৪. আচার্য তুচ্চি
২৫. নিশীথদা
২৬. পরিমল রায়
২৭. মপাসাঁ
২৮. রামমোহন রায়
২৯. বিশ্বভারতী
৩০. নাগা
৩১. হিন্দু-মুসলমান-কোড বিল
৩২. অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩. জিদ-ওয়াইল্‌ড্‌
৩৪. এষাস্য পরমাগতি
৩৫. দিস ইয়োরোপ
৩৬. শমীম
৩৭. দিনেন্দ্রনাথ
৩৮. ভারতীয় নৃত্য
৩৯. উপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়–নির্বাসিতের আত্মকথা
৪০. জয়হে ভারতভাগ্যবিধাতা
৪১. ইন্দ্ৰলুপ্ত
৪২. নয়রাট
৪৩. আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন