ওপাড়

মলয় রায়চৌধুরী

পালঙ্কের নরম হ্রদটির কেচ্ছা না-থাকার দুঃখে
দুলছিল হেলিকপ্টার নাচানো সোনালি ধানখেত
ফলে শীষের গোছায় পাতকো ঝোঁকা বালকদের চোখে
নক্ষত্রগুলো আর একদম থাকতে চায়নি
মানা যায় এরকম উপদেশের অভাবে কাদাচিকন -কোমর
গুটিকয় কাঁটাতার-কেশবতী মাঠের আলের ওপর দাঁড়িয়ে
কেউটের ডিম পাড়ার শব্দে টুসকি বাজিয়ে ডাকছিল
আদুলগা প্রতিধ্বনির বৈঠা-বাওয়া বকদম্পতিকে
কাঁধে ওদের জোয়ালের দাগ যার ভারে লোলচর্ম অন্ধ আকাশপথ
চিৎকার করছিল রাস্তা পার করে দাও রাস্তা পার করে দাও
রাস্তা পার করে দাও রাস্তা পার করে দাও

কলকাতা ৭ মার্চ ১৯৯৮

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন