বৃত্তের বাইরে

আসিফ আদনান

বৃত্তের বাইরে

আসরের নামাজ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, হলুদ রোদ নরম হয়ে কমলী হতে শুরু করেছে। অনেক কমলা রঙের রোদে ভরে গেছে মসজিদের পাশের খেলার মাঠটা। মাঠের সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সাদা ঘাসফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মন কেমন জানি উদাস হয়ে গিয়েছিল। ঘোর কাটল চিৎকার চেঁচামেচিতে। মসজিদের খাদেম সাহেবের ছোট্ট ছেলেটী ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে মাঠে। খাদেম সাহেব লাল টুকটুকে ঘুড়িটা ধরে আছেন, ছেলে যখন নাটাই ধরে দৌড় মারছে তখন তিনি ছেড়ে দিচ্ছেন ঘুড়ি। লাল টুকটুকে ঘুড়িটা নাক উঁচু করে বাতাসে ভেসে আকাশে উঠতে চাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর গোত্তা খেয়ে সোজা নেমে আসছে মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাল ঘুড়িটা উড়তে পারল, পারল আকাশে ভেসে থাকতে। যেকোনো আসক্তি কাটিয়ে ওঠা অনেকটা আকাশে ঘুড়ি ওড়ানোর মতো বা ছোটবেলায় হাঁটতে শেখা কিংবা সাইকেল চালানো শেখার মতো। অনেক বার পড়ে যাওয়ার পর, হোঁচট খাবার পর, অনেক চেষ্টার পর তবেই-না সাইকেল চালানো শেখা যায়, ঘুড়িটা ডানা মেলে আকাশে। সে রকম আপনি একদিনেই, একবারে। নেশী ছাড়তে পারবেন না সময় লাগবে, লাগবে অনেক চেষ্টা আর দৃঢ় মনোবল। পর্ন ও হস্তমৈথুন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করে আবার হস্তমৈথুন করার জন্য পর্ন দেখে। আজকের আধুনিক পৃথিবীতে এ দুটোর সম্পর্ক এতটাই অবিচ্ছেদ্য হয়ে গেছে যে, একটিকে বাদ দিয়ে অন্যটির সমাধান করা সম্ভব না। পিয়ার রিভিউড এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী সপ্তাহে কমপক্ষে একবার হস্তমৈথুন করা পুরুষদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তাই পর্ন-আসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার মেইন ফোকাস হওয়া উচিত পর্ন থেকে দূরে থাকা। তাহলে হস্তমৈথুন, চটিগল্প থেকে দূরে থাকাটাও সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ। এ অধ্যায়ে পর্ন ও হস্তমৈথুন আসক্তি কাটিয়ে ওঠার কিছু কার্যকরী পদ্ধতি ও টিপস আমরা আপনাদের সামনে তুলে ধরব। আন্তরিকতার সাথে এগুলো মেনে চললে ইন শী আল্লাহ্ পর্ন-হস্তমৈথুন-চটির এ চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। 

অধ্যায় ২৮ / ২৮

সকল অধ্যায়

১. দ্বিতীয় সংস্করণের ভূমিকা
২. সম্পাদকের কথা
৩. পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
৪. মাদকের রাজ্যে
৫. চোরাবালি
৬. হস্তমৈথুন : বিজ্ঞানের আতশ কাঁচের নিচে
৭. ১০৮ টি নীলপদ্ম
৮. মৃত্যু? দুই সেকেন্ড দূরে!
৯. নীল রঙের অন্ধকার
১০. অদ্ভুত আঁধার এক
১১. পর্দার ওপাশে
১২. অঙ্গার
১৩. মিথ্যের শেকল যত
১৪. লিটমাস টেস্ট : যেভাবে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত
১৫. বাড়িয়ে দাও তোমার হাত…
১৬. ব্রেক দা সার্কেল
১৭. ফাঁদ
১৮. তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে…
১৯. দু’আ তো করেছিলাম
২০. ও যখন পর্ন-আসক্ত
২১. আমাদের সন্তান পর্ন দেখে!
২২. বিষে বিষক্ষয়
২৩. আমি তারায় তারায় রটিয়ে দেবো
২৪. রূপকথা নয়!
২৫. ভাই আমার…
২৬. মুক্ত বাতাসের খোঁজে…
২৭. অভিমত
২৮. বৃত্তের বাইরে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন