দ্বিতীয় সংস্করণের ভূমিকা

আসিফ আদনান

দ্বিতীয় সংস্করণের ভূমিকা 

আলহামদুলিল্লাহ। “মুক্ত বাতাসের খোঁজে”-এর দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে। অল্প সময়ে বইটি গ্রহণযোগ্যতা পেয়েছে। বইটির প্রথম সংস্করণের ব্যাপারে পাঠকদের যে আগ্রহ ও চাহিদা দেখা গেছে, তা আমাদের ধারণাতীত ছিল। তবে এসবই শত সহস্র মাইল যাত্রার প্রথম কয়েক কদম কেবল। ঐক্যবদ্ধ সামাজিক প্রচেষ্টী ছাড়া পর্নোগ্রাফি নামক নীরব মহামারির মোকাবেলা প্রায় অসম্ভব। তাই আমরা আশী করি “মুক্ত বাতাসের খোঁজে”-এর বার্তাটি সাধ্যমত পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পাঠক সাধ্যমত চেষ্টা করবেন, আর নিঃসন্দেহে সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।

প্রথম সংস্করণের বেশ কিছু বানান ও মুদ্রণজনিত ভুল এ সংস্করণে সংশোধন করা হয়েছে। যোগ করা হয়েছে কিছু রেফারেন্স। এছাড়া পাঠক ও শুভানুধ্যায়ীদের। পরামর্শ অনুযায়ী পৃষ্ঠাসজ্জা ও বিন্যাসগত কিছু পরিবর্তন করা হয়েছে। এব্যাপারে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন।

নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী ও সাইয়্যিদ মুহাম্মাদ এর ওপর, তাঁর পরিবারের ওপর, তাঁর সাহাবিগণের ওপর। 

আসিফ আদনান রজব
১৪৩৯, মার্চ ২০১৮ 

অধ্যায় ১ / ২৮

সকল অধ্যায়

১. দ্বিতীয় সংস্করণের ভূমিকা
২. সম্পাদকের কথা
৩. পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
৪. মাদকের রাজ্যে
৫. চোরাবালি
৬. হস্তমৈথুন : বিজ্ঞানের আতশ কাঁচের নিচে
৭. ১০৮ টি নীলপদ্ম
৮. মৃত্যু? দুই সেকেন্ড দূরে!
৯. নীল রঙের অন্ধকার
১০. অদ্ভুত আঁধার এক
১১. পর্দার ওপাশে
১২. অঙ্গার
১৩. মিথ্যের শেকল যত
১৪. লিটমাস টেস্ট : যেভাবে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত
১৫. বাড়িয়ে দাও তোমার হাত…
১৬. ব্রেক দা সার্কেল
১৭. ফাঁদ
১৮. তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে…
১৯. দু’আ তো করেছিলাম
২০. ও যখন পর্ন-আসক্ত
২১. আমাদের সন্তান পর্ন দেখে!
২২. বিষে বিষক্ষয়
২৩. আমি তারায় তারায় রটিয়ে দেবো
২৪. রূপকথা নয়!
২৫. ভাই আমার…
২৬. মুক্ত বাতাসের খোঁজে…
২৭. অভিমত
২৮. বৃত্তের বাইরে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন