২৫. অপলাকে রানুর বাসায়

হুমায়ূন আহমেদ

ওসমান সাহেব অপলাকে রানুর বাসায় দেখে অবাক হলেন। তাঁর ধারণা ছিল সে হোস্টেলে। শেষ পর্যন্ত বোধ হয় হোস্টেলে যায়নি। তিনি ঐ প্রসঙ্গ তুললেন না। গ্রামের বাড়িতে যাচ্ছেন, এই খবরটি দিলেন। অপলা বলল সত্যি যাচ্ছেন?

হ্যাঁ, কেন?

এমনি। কিছুদিন থাকব। শরীর ভাল লাগছে না

কতদিন থাকবেন?

সেটা ঠিক করিনি।

যাচ্ছেন কখন?

এইত ঘণ্টাখানেকের মধ্যে।

রানু এই খবরে বিশেষ বিচলিত হল না। তার অফিসে যাবার তাড়া। বেশি সময় দিতে পারছে না। সে বলল, টগর বড় খালার বাসায় আছে। তুমি কী তার সঙ্গে দেখা করতে চাও?

না। ওখানে গিয়েছে কেন?

ওর সমবয়সী কিছু বন্ধু-বান্ধব আছে। কাল নিয়ে গিয়েছিলাম। তারপর আর আসতে চায় না।

রানু মৃদু স্বরে বলল, আমাকে মনে হয় সে পছন্দ করে না। ওসমান সাহেব কিছু বললেন না। রানু বলল, তুমি যদি চাও তোমার সঙ্গে ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, তাহলে নিতে পাের। টগর খুশিই হবে।

রানু বেশখানিকক্ষণ চুপ করে থেকে বলল, নির্বাসনে যাচ্ছ?

নির্বাসনে যাব কেন?

লেখক সুলভ একটা চাল দেবার জন্যে যাওয়া আর কী?

উঠি রানু।

রানু বলল, আকবরের মা আর তার ছেলে, ওরা কোথায় থাকবে?

ওদের বীথির সমিতিতে রেখে এসেছি।

অপলা তাকে এগিয়ে দিতে নেমে এল নীচ পর্যন্ত। মৃদু স্বরে প্রায় ফিসফিস করে সে বলল, দুলাভাই আপনি কী আমাকে চিঠি লিখবেন?

হ্যাঁ লিখব। অপলা বলল, চোখ মুছতে মুছতে, লিখব আমিও।

অবাক হয়ে দৃশ্যটি ওসমান সাহেব দেখলেন।

সকল অধ্যায়

১. ০১. আকাশে মেঘ করেছে
২. ০২. ওসমান সাহেব বাড়ি ফিরলেন
৩. ০৩. মিলির বয়স তেইশ
৪. ০৪. ওসমান সাহেবের বাবা ফয়সল সাহেব
৫. ০৫. শেষ রাতের দিকে
৬. ০৬. মিলি চুপি চুপি
৭. ০৭. ফয়সল সাহেব ডেনটিস্টের কাছে গিয়েছিলেন
৮. ০৮. টগরকে ভর্তি করা হয়েছে
৯. ০৯. হাতে একটা কমলালেবু
১০. ১০. মিলি সেজেগুজে বেরুচ্ছিল
১১. ১১. রাত এগারোটার সময় নবী এসে উপস্থিত
১২. ১২. ফয়সল সাহেব পিঠের নিচে
১৩. ১৩. রানুর বড় খালা সুরমা
১৪. ১৪. একটি চমৎকার দৃশ্য
১৫. ১৫. মিলি বাসায় ছিল না
১৬. ১৬. ঘুমের রুটিনে অদল-বদল হয়ে গেছে
১৭. ১৭. রানু আজ একটু সকাল সকাল
১৮. ১৮. মিলি বসে আছে খুব স্বাভাবিক ভঙ্গিতে
১৯. ১৯. একটা দুঃস্বপ্ন
২০. ২০. মিলি একাই কাঁদছে
২১. ২১. রানু অবাক হয়ে বলল
২২. ২২. দিন কী খুব দ্রুত কাটে
২৩. ২৩. রানুরা নতুন বাসায় উঠে এসেছে
২৪. ২৪. মতিয়ুর অবাক হয়ে ওসমানের দিকে তাকিয়ে রইল
২৫. ২৫. অপলাকে রানুর বাসায়
২৬. ২৬. কুশল জানতে চেয়ে চিঠি
২৭. ২৭. মিলির চিঠি এসছে
২৮. ২৮. রানুর ইনসমনিয়ার মত হচ্ছে
২৯. ২৯. আকাশ মেঘলা ছিল
৩০. ৩০. অপলা পৌঁছল সন্ধ্যা মিলাবার পর
৩১. ৩১. অপলা ভেবে রেখেছিল
৩২. ৩২. ওসমান সাহেব জেগে উঠলেন
৩৩. ৩৩. ডাক্তারের সঙ্গে এ্যাপয়েন্টমেন্ট
৩৪. ৩৪. প্রিয় রানু ভাবী
৩৫. ৩৫. হারিকেন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন