পুরববঙ্গ

কাজী নজরুল ইসলাম

পুরববঙ্গ

পদ্ম-মেঘনা-বুড়িগঙ্গা-বিধৌত পূর্ব-দিগন্তে
তরুণ অরুণ বীণা বাজে তিমির বিভাবরী-অন্তে।
ব্রাহ্ম মুহুর্তের সেই পুরবাণী
জাগায় সুপ্ত প্রাণ জাগায় – নব চেতনা দানি
সেই সঞ্জীবনী বাণী শক্তি তার ছড়ায়
পশ্চিমে সুদূর অনন্তে॥
ঊর্মিছন্দা শত-নদীস্রোত-ধারায় নিত্য পবিত্র –
সিনান-শুদ্ধ-পুরববঙ্গ
ঘন-বন-কুন্তলা প্রকৃতির বক্ষে সরল সৌম্য
শক্তি-প্রবুদ্ধ পুরববঙ্গ
আজি শুভলগ্নে তারই বাণীর বলাকা
অলখ ব্যোমে মেলিল পাখা
ঝংকার হানি যায় তারই পুরবাণী
জীবন্ত হউক হিম-জর্জর ভারত
নবীন বসন্তে॥

সকল অধ্যায়

১. রবির জন্মতিথি
২. বড়োদিন
৩. নবযুগ
৪. শোধ করো ঋণ
৫. মোহররম
৬. আর কত দিন?
৭. বিশ্বাস ও আশা
৮. ডুবিবে না আশাতরি
৯. কোথা সে পূর্ণযোগী
১০. হুল ও ফুল
১১. সুখবিলাসিনী পারাবত তুমি
১২. জাগো সৈনিক-আত্মা
১৩. কেন আপনারে হানি হেলা?
১৪. নবাগত উৎপাত
১৫. নারী
১৬. নিত্য প্রবল হও
১৭. আগ্নেয়গিরি বাংলার যৌবন
১৮. চির-বিদ্রোহী
১৯. ভয় করিয়ো না, হে মানবাত্মা
২০. সকল পথের বন্ধু
২১. তোমারে ভিক্ষা দাও
২২. ছন্দিতা
২৩. পুরববঙ্গ
২৪. আরতি
২৫. পার্থসারথি
২৬. আত্মগত
২৭. কাবেরী-তীরে
২৮. অমৃতের সন্তান
২৯. শাখ-ই-নবাত
৩০. কবির মুক্তি
৩১. টাকাওয়ালা
৩২. কচুরিপানা
৩৩. বকরীদ
৩৪. আল্লার রাহে ভিক্ষা দাও
৩৫. একি আল্লার কৃপা নয়?
৩৬. মহাত্মা মোহ্‌সিন
৩৭. এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’
৩৮. গোঁড়ামি ধর্ম নয়
৩৯. জোর জমিয়াছে খেলা
৪০. বোমার ভয়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন