২৫. তুই যদি আমার হইতি রে

হুমায়ূন আহমেদ

কুসুমকে নিয়ে নৌকা রওনা হয়েছে। ইঞ্জিনের নৌকা পাওয়া গেল না। বৈঠার ছোট নৌকা। দ্রুত যেতে পারে এই জন্যেই ছোট নৌকা। নৌকা বাইছে মোবারক, সুরুজ এবং মতি। রাজবাড়ির মেয়ের ইঞ্জিনের নৌকাকে যে করেই হোক ধরতে হবে। মতির মন বলছে–একবার কুসুমকে তার কাছে নিয়ে যেতে পারলে সে কুসুমকে বাঁচিয়ে ফেলবে।

প্রবল জ্বর অগ্রাহ্য করে মতি নৌকা বাইছে। প্রাণপণ শক্তিতে দাড় টানছে সুরুজ আলি। কুসুম মাঝে মাঝে বিড় বিড় করে কি বলার চেষ্টা করছে। তার কথা শোনার কারো সময় নেই।

আকাশজোড়া শ্রাবণের মেঘ। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মতি এবং সুরুজ মিয়া দুজনই এতে স্বস্থি পাচ্ছে। কারণ তাদের দুজনের চোখেই পানি। শ্রাবণ ধারার কারণে এখন আর এই চোখের পানি আলাদা করে চোখে পড়বে না।।

নৌকা হাওড়ে পড়ল। বাতাসে বড় বড় ঢেউ উঠছে। নৌকা টালমাটাল করছে–মোবারক শক্ত হাতে হাল ধরে আছে। বৃষ্টি নেমেছে মুষলধারে। জ্বর, পরিশ্রম, আতংক এবং ক্লান্তি সব মিলিয়ে মতির ভেতর এক ধরনের ঘোর তৈরী হয়েছে। তার কেন জানি মনে হচ্ছে অপূর্ব গলায় কেউ একজন কাছেই কোথাও গাইছে–

তুই যদি আমার হইতি, আমি হইতাম তোর।

অধ্যায় ২৫ / ২৫

সকল অধ্যায়

১. ০১. আমার ভয় ভয় লাগছে
২. ০২. পায়ের কাছে প্রকাণ্ড জানালা
৩. ০৩. সারারাত বৃষ্টিতে ভেজার ফল
৪. ০৪. আমার সালাম নিও
৫. ০৫. আকাশ দেখে কে বলবে
৬. ০৬. মতির জ্বর পুরোপুরি সারেনি
৭. ০৭. শহরের বাড়িগুলির সুন্দর সুন্দর নাম থাকে
৮. ০৮. পরাণ ঢুলীর বাড়িতে
৯. ০৯. মতি ছুটতে ছুটতে যাচ্ছে
১০. ১০. ইরতাজুদ্দিন সাহেব তাঁর শোবার ঘরে
১১. ১১. পুষ্পকে নতুন শাড়ি কিনে দেয়া হয়েছে
১২. ১২. ইরতাজুদ্দিন সাহেব নীতুকে সঙ্গে নিয়ে
১৩. ১৩. মতি টাকা ধার করেছে
১৪. ১৪. গানের আসর বসেছে
১৫. ১৫. গান ভোররাত পর্যন্ত হবার কথা
১৬. ১৬. চিঠি লেখা বন্ধ করে শাহানা উঠে দাঁড়াল
১৭. ১৭. মনোয়ারার মনে সকাল থেকে কু ডাকছিল
১৮. ১৮. ইরতাজুদ্দিন খেতে বসেছেন
১৯. ১৯. সুরুজ আলি অনেক রাতে খেতে বসেছে
২০. ২০. সুখানপুকুর নামের মানে কি
২১. ২১. মোহসিন একাই এসেছে
২২. ২২. আকাশে প্রকাণ্ড থালার মত চাঁদ উঠেছে
২৩. ২৩. শাহানা ঢাকায় রওনা হবে
২৪. ২৪. কুসুম নৌকা ঘাটায় যায় নি
২৫. ২৫. তুই যদি আমার হইতি রে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন