সনেট

উইলিয়াম শেক্সপিয়র

কামনার রীতি এই কাম্য শোভনতা।
গোলাপের রূপ যেন থাকে অমলিন;
পাকা ফল নিয়ে আসে চ্যুতির বারতা
তবু ভবিষ্যৎ রূপ না হোক বিলীন।
ওমার রচনা দৃঢ় দীপ্তিতে উজ্জ্বল
যদিও দহন করে নিজেকে সতত।
ঐশ্বর্যের মাঝে দেখ দীনতার ছল
নিজের শত্রুতা করে চল অবিরত।
অথচ সবাই চেনে শ্রেষ্ঠ রত্ন রূপে
বসন্তের দূত, নবীনেরে দাও ডাক?
নিজের কুঁড়ির নিচে লুকোচুরি চুপে
কৃপণের বৈভবেরে বিলাও বেকাব।
চেয়ে দেখে অনুভবে যা কিছু বাহার
একদিন অবশিষ্ট মূল্যহীনতার।

অধ্যায় ২৮ / ২৮

সকল অধ্যায়

১. অ্যাজ ইউ লাইক ইট
২. মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং
৩. দ্য উইন্টার’স টেল
৪. আ মিডসামার নাইট’স ড্রিম
৫. দ্য টেমপেস্ট
৬. লাভস লেবার লস্ট
৭. পেরিক্লিস, দ্য প্ৰিন্স অব টায়ার
৮. দ্য টু জেন্টেলমেন অব ভেরোনা
৯. দ্য কমেডি অব এররস
১০. মার্চেন্ট অব ভেনিস
১১. অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল
১২. দ্য মেরি ওয়াইভস অব উইন্ডসর
১৩. মেজার ফর মেজার
১৪. সিমবেলিন
১৫. দ্য টেমিং অফ দ্য শ্রু
১৬. টুয়েলফথ নাইট
১৭. রোমিও অ্যান্ড জুলিয়েট – ০১
১৮. রোমিও অ্যান্ড জুলিয়েট – ০২
১৯. রোমিও অ্যান্ড জুলিয়েট – ০৩
২০. রোমিও অ্যান্ড জুলিয়েট – ০৪
২১. রোমিও অ্যান্ড জুলিয়েট – ০৫ (শেষ)
২২. টাইটাস অ্যাড্রোনিকাস
২৩. হ্যামলেট, প্রিন্স অব ডেনমার্ক
২৪. ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা
২৫. কিং লিয়ার
২৬. ম্যাকবেথ
২৭. জুলিয়াস সিজার
২৮. সনেট

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন