শ্যাম, মুখে তব মধুর অধরমে

রবীন্দ্রনাথ ঠাকুর

শ্যাম, মুখে তব মধুর অধরমে  হাস বিকাশত কায়,
কোন স্বপন অব দেখত মাধব,  কহবে কোন হমায়!
নীদ‐মেঘ‐’পর স্বপন‐বিজলি‐সম  রাধা বিলসত হাসি।
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব  তূঁহুক প্রেমঋণরাশি
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি,  শ্যাম ঘুমায় হমারা।
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব  শীতল জোছনধারা
তারকমালিনী সুন্দরযামিনী  অবহুঁ ন যাও রে ভাগি—
নিরদয় রবি অন কাহ তু আওলি  জ্বাললি বিরহক আগি।
ভানু কহত অব, রবি অতি নিষ্ঠুর,  নলিনমিলন‐অভিলাষে
কত নরনারিক মিলন টুটাওত,  ডরত বিরহহুতাশে॥

১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন