রবীন্দ্রনাথ ঠাকুর
 হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,   কণ্ঠে শুখাওল মালা।
 বিরহবিষে দহি বহি গল রয়নী,   নহি নহি আওল কালা॥
 বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব,   বিফল এ পীরিতি লেহা।
 বিফল রে অ মঝু জীবন যৌবন,   বিফল রে এ মঝু দেহা॥
 চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল—  চল সখি চল গৃহকাজে।
 মলতিমাল রাখহ বালা—  ছি ছি সখি, মরু মরু লাজে।
 সখি লো, দারুণ আধিভরাতুর   এ তরুন যৌবন মোর।
 সখি লো, দারুণ প্রণয়হলাহল   জীবন করল অঘোর॥
 তৃষিত প্রাণ মম দিবসযামিনী   শ্যামক দরশন আশে।
 আকুল জীবন থেহ ন মানে,   অহরহ জ্বলত হুতাশে।
              সজনি, সত্য কহি তোয়,  
 খোয়ব কব হম শ্যামক প্রেম   সদা ডর লাগে মোয়॥  
 হিয়ে হিয়ে অব রাখত মাধব,   সো দিন আসব সখি রে—
 বাত ন বোলবে, বদন ন হেরবে!   মরিব হলাহল ভখি রে।
 ঐস বৃথা ভয় না কর বালা   ভানু নিবেদয় চরণে—
 সুজনক পীরিতি নৌতন নিতি নিতি,   নাহি টুটে জীবনমরণে॥ 
১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন