রবীন্দ্র-জয়ন্তী উপলক্ষে মানপত্র

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

কবিগুরু,

তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই।

তোমার সপ্ততিতম-বর্ষশেষে একান্তমনে প্রার্থনা করি, জীবন-বিধাতা তোমাকে শতায়ু দান করুন; আজিকার এই জয়ন্তী-উৎসবের স্মৃতি জাতির জীবনে অক্ষয় হউক।

বাণীর দেউল আজি গগন স্পর্শ করিয়াছে। বঙ্গের কত কবি, কত শিল্পী, কত না সেবক ইহার নির্মাণকল্পে দ্রব্যসম্ভার বহন করিয়া আনিয়াছেন। তাঁহাদের স্বপ্ন ও সাধনার ধন, তাঁহাদের তপস্যা তোমার মধ্যে আজি সিদ্ধিলাভ করিয়াছে। তোমার পূর্ববর্তী সেই সকল সাহিত্যাচার্যাগণকে তোমার অভিনন্দনের মাঝে অভিনন্দিত করি।

আত্মার নিগূঢ় রস ও শোভা, কল্যাণ ও ঐশ্বর্য তোমার সাহিত্যে পূর্ণ বিকশিত হইয়া বিশ্বকে মুগ্ধ করিয়াছে। তোমার সৃষ্টির সেই বিচিত্র ও অপরূপ আলোকে স্বকীয়-চিত্তের গভীর ও সত্য পরিচয়ে কৃত-কৃতার্থ হইয়াছি।

হাত পাতিয়া জগতের কাছে আমরা নিয়াছি অনেক, কিন্তু তোমার হাত দিয়া দিয়াছিও অনেক।

হে সার্বভৌম কবি, এই শুভ দিনে তোমাকে শান্তমনে নমস্কার করি। তোমার মধ্যে সুন্দরের পরম প্রকাশকে আজি নতশিরে বারংবার নমস্কার করি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ১১ই পৌষ, ১৩৩৮।

সকল অধ্যায়

১. সাহিত্যের মাত্রা
২. অপ্রকাশিত খণ্ডরচনা
৩. আত্মকথা
৪. সমাজ-ধর্মের মূল্য
৫. কানকাটা
৬. ক্ষুদ্রের গৌরব
৭. জলধর-সম্বর্ধনা
৮. দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী
৯. নারীর লেখা
১০. নূতন প্রোগ্রাম
১১. বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ
১২. বর্তমান হিন্দু-মুসলমান সমস্যা
১৩. বাংলা নাটক
১৪. বাংলা বইয়ের দুঃখ
১৫. বাল্য-স্মৃতি
১৬. বেতার-সঙ্গীত
১৭. ভাগ্য-বিড়ম্বিত লেখক-সম্প্রদায়
১৮. মহাত্মাজী
১৯. মহাত্মার পদত্যাগ
২০. মুসলিম সাহিত্য-সমাজ
২১. যুব-সঙ্ঘ
২২. রবীন্দ্র-জয়ন্তী উপলক্ষে মানপত্র
২৩. রস-সেবায়েৎ
২৪. রসচক্র
২৫. শুভেচ্ছা
২৬. সত্য ও মিথ্যা
২৭. সত্যাশ্রয়ী
২৮. সধবার একাদশী
২৯. সমাজ-ধর্মের মূল্য
৩০. সাম্প্রদায়িক বাঁটোয়ারা (এক)
৩১. সাম্প্রদায়িক বাঁটোয়ারা (দুই)
৩২. সাহিত্য সম্মিলনের রূপ
৩৩. সাহিত্যের আর একটা দিক
৩৪. জাগরণ – ০১
৩৫. জাগরণ – ০২
৩৬. জাগরণ – ০৩
৩৭. জাগরণ – ০৪
৩৮. জাগরণ – ০৫
৩৯. জাগরণ – ০৬
৪০. জাগরণ – ০৭
৪১. জাগরণ – ০৮
৪২. জাগরণ – ০৯

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন