জলধর-সম্বর্ধনা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পরম শ্রদ্ধাস্পদ—

রায় শ্রীযুক্ত জলধর সেন বাহাদুরের

করকমলে—

বরেণ্য বন্ধু,

তোমার দীর্ঘজীবনের একনিষ্ঠ সাহিত্য-সাধনায় আমাদের মানসলোকে তুমি পরমাত্মীয়ের আসন লাভ করিয়াছ।

তোমার অকলঙ্ক চরিত্র, নিষ্কলুষ অন্তর, শুভ্র সদাচার আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে, তোমার স্নেহে তোমার সৌজন্যে আমরা মুগ্ধ, আমাদের অকপট মনের ভক্তি-অর্ঘ্য তুমি গ্রহণ কর।

বাণীর মন্দিরদ্বারে তুমি সকলকে দিয়াছ অবারিত পথ, কনিষ্ঠগণকে দিয়াছ আশা,

দুর্বলকে দিয়াছ শক্তি, অখ্যাতকে দিয়াছ খ্যাতি, আত্মপ্রত্যয়হীন, শঙ্কাকুল কত আগন্তুকজনই না সাহিত্যপূজার বেদীমূলে তোমার ভরসা ও বিশ্বাসের মন্ত্রে স্বকীয় সার্থকতা খুঁজিয়া পাইয়াছে।

সাহিত্য-ব্রত গ্রহণ করিয়াছিলেন তুমি আনন্দ বিতরণ করিতে। সে ব্রত তোমার সফল হইয়াছে। তোমার সৃষ্টি কাহাকেও আহত করে না, তোমার অন্তঃপ্রকৃতির মতোই সে সৃষ্টি স্বচ্ছন্দ সুন্দর ও অনাড়ম্বর। তোমার দুঃখ-বেদনাভরা হৃদয় একান্ত সহজেই জগতের সকল দুঃখকে আপন করিয়াছে,তাই ব্যথিত যে জন সে তোমারই সৃষ্টির মাঝে আপনার শান্তি ও সান্ত্বনার পথের সন্ধান পাইয়াছে।

হে নিরহঙ্কার বাণীর পূজারী, তুমি আজ বঙ্গের সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ কর। ইতি—তোমার স্বদেশবাসীর পক্ষ হইতে—শ্রীশরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

সকল অধ্যায়

১. সাহিত্যের মাত্রা
২. অপ্রকাশিত খণ্ডরচনা
৩. আত্মকথা
৪. সমাজ-ধর্মের মূল্য
৫. কানকাটা
৬. ক্ষুদ্রের গৌরব
৭. জলধর-সম্বর্ধনা
৮. দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী
৯. নারীর লেখা
১০. নূতন প্রোগ্রাম
১১. বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ
১২. বর্তমান হিন্দু-মুসলমান সমস্যা
১৩. বাংলা নাটক
১৪. বাংলা বইয়ের দুঃখ
১৫. বাল্য-স্মৃতি
১৬. বেতার-সঙ্গীত
১৭. ভাগ্য-বিড়ম্বিত লেখক-সম্প্রদায়
১৮. মহাত্মাজী
১৯. মহাত্মার পদত্যাগ
২০. মুসলিম সাহিত্য-সমাজ
২১. যুব-সঙ্ঘ
২২. রবীন্দ্র-জয়ন্তী উপলক্ষে মানপত্র
২৩. রস-সেবায়েৎ
২৪. রসচক্র
২৫. শুভেচ্ছা
২৬. সত্য ও মিথ্যা
২৭. সত্যাশ্রয়ী
২৮. সধবার একাদশী
২৯. সমাজ-ধর্মের মূল্য
৩০. সাম্প্রদায়িক বাঁটোয়ারা (এক)
৩১. সাম্প্রদায়িক বাঁটোয়ারা (দুই)
৩২. সাহিত্য সম্মিলনের রূপ
৩৩. সাহিত্যের আর একটা দিক
৩৪. জাগরণ – ০১
৩৫. জাগরণ – ০২
৩৬. জাগরণ – ০৩
৩৭. জাগরণ – ০৪
৩৮. জাগরণ – ০৫
৩৯. জাগরণ – ০৬
৪০. জাগরণ – ০৭
৪১. জাগরণ – ০৮
৪২. জাগরণ – ০৯

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন