হে পাষান আমি নির্ঝরিণী

সুকান্ত ভট্টাচার্য

হে পাষান, আমি নির্ঝরিণী
তব হৃদয়ে দাও ঠাঁই।
আমার কল্লোলে
নিঠুর যায় গ’লে
ঢেউয়েতে প্ৰাণ দোলে,
—তবু নীরব সদাই!
আমার মৰ্মেতে কী গান ওঠে মেতে
জানো না তুমি তা,
তোমার কঠিন পায় চির দিবসই হায়
রহিনু অবনতা।
যতই কাছে আসি
আমারে মৃদু হাসি
করিছ পরবাসী,
তোমাতে প্ৰেম নাই।।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন