হেমেন্দ্রকুমার রায়
পরমান্ন! পরমান্ন! নরম পরম অন্ন,
গামলা নিয়ে বসে আছি তোমায় খাবার জন্য৷
রান্নাঘরে গন্ধ পেলে
কাতলা, রোহিত মৎস্য ফেলে
দৌড়ে যে যাই তোমার কাছে তুমিই অগ্রগণ্য!
তোমায় খাব চেটে পুটে
আমার করে খুঁটে-খুঁটে
মিষ্টি মুখে বলব হেসে-ধন্য তুমি ধন্য
পরমান্ন! পরমান্ন! পরম নরম অন্ন৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন