গোধূলি

সুধীন্দ্রনাথ দত্ত

মাঝি-মাল্লার বৈকালী সভা :
আকাশ,বাতাস গোধূলি মাখে :
তার পাশে ব’সে, বাহিরে তাকাই,
যেখানে সিন্ধু অসীমে ডাকে ।।

জ্বলে একে একে দিশারী প্রদীপ,
আলোকমঞ্চ অভয়ে ভাসে ;
দূর দিগন্তে বিবাগী জাহাজ
এখনও দৃষ্টি গোচরে আসে ।।

আলোচনা হয় নাবিক জীবন :
তুফানে কী ক’রে নৌকা ডোবে ;
শুন্যে ও জলে ঘেরা কান্ডারী,
দ্বিধাটলমল খুশিতে, ক্ষোভে ।।

অভাবনীয়ের লীলানিকেতন
অবাচী,উদীচী,প্রতীচী,প্রাচী :
আচারে,বিচারে বিপরীত মতি,
মানবসমাজ সব্যসাচী ।।

স্রোতে প্রতিভাত লক্ষ মানিক,
মত্ত মলয় বকুলবনে,
গঙ্গার তীরে সৌম্য পুরুষ
সমাধিমগ্ন পদ্মাসনে ।।

ল্যাপ্‌দেশীয়েরা বামনের জাতি,
নোংরা, হাঁ বড়,চ্যাপ্টা মাথা,
আগুন পোহায়, মাছ সেঁকে খায়,
কথা কয় না তো , ঘোরায় জাঁতা ।।

যে যা বলে, সে তা কান পেতে শোনে,
তার পরে মুখ খোলে না আর ;
দেখা যায় না সে-বিবাগী জাহাজ,
বাহিরে গভীর অন্ধকার ।।

-হাইন্‌রিখ্‌ হাইনে

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন