হযরত আল-ইয়াসা‘ (আলাইহিস সালাম)

২০. হযরত আল-ইয়াসা‘ (আলাইহিস সালাম)

পবিত্র কুরআনে এই নবী সম্পর্কে সূরা আন‘আম ৮৬ ও সূরা ছোয়াদ ৪৮ আয়াতে বর্ণিত হয়েছে অন্য নবীগণের নামের সাথে। সূরা আন‘আম ৮৩ হ’তে ৮৬ আয়াত পর্যন্ত ইলিয়াস ও আল-ইয়াসা‘ সহ ১৭ জন নবীর নামের শেষদিকে বলা হয়েছে-

وَإِسْمَاعِيْلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوْطاً وَكُلاًّ فضَّلْنَا عَلَى الْعَالَمِيْنَ- (الأنعام ৮৬)-

‘ইসমাঈল, আল-ইয়াসা‘, ইউনুস, লূত্ব তাদের প্রত্যেককেই আমরা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি’ (আন‘আম ৬/৮৬)। অন্যত্র আল্লাহ বলেন, وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِّنَ الْأَخْيَارِ- (ص ৪৮)- ‘আর তুমি বর্ণনা কর ইসমাঈল, আল-ইয়াসা‘ ও যুল-কিফলের কথা। তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত’ (ছোয়াদ ৩৮/৪৮)। উক্ত বর্ণনায় বুঝা যায় যে, আল-ইয়াসা‘ (আঃ) নিঃসন্দেহে একজন উঁচুদরের নবী ছিলেন।

তিনি ইফরাঈম বিন ইউসুফ বিন ইয়াকূব-এর বংশধর ছিলেন। তিনি ইলিয়াস (আঃ)-এর চাচাতো ভাই এবং তাঁর নায়েব বা প্রতিনিধি ছিলেন। হযরত ইলিয়াস (আঃ) সুলায়মান (আঃ) পরবর্তী পথভ্রষ্ট বনু ইস্রাঈলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। তাঁর পরে আল-ইয়াসা‘ নবী হন এবং তিনি ইলিয়াস (আঃ)-এর শরী‘আত অনুযায়ী[1] ফিলিস্তীন অঞ্চলে জনগণকে পরিচালিত করেন ও তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। বাইবেলে তাঁর বিস্তারিত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তাঁর নাম ‘ইলিশা ইবনে সাকিত’ বলে উল্লেখিত হয়েছে।[2]

—————-
[1]. আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ২/৪ পৃঃ।
[2]. তাফসীর মা‘আরেফুল কুরআন পৃঃ ১১৭০।

সকল অধ্যায়

১. হযরত আদম (আলাইহিস সালাম)
২. হযরত নূহ (আলাইহিস সালাম)
৩. হযরত ইদরীস (আলাইহিস সালাম)
৪. হযরত হূদ (আলাইহিস সালাম)
৫. হযরত ছালেহ (আলাইহিস সালাম)
৬. হযরত ইবরাহীম (আলাইহিস সালাম)
৭. হযরত লূত (আলাইহিস সালাম)
৮. হযরত ইসমাঈল (আলাইহিস সালাম)
৯. হযরত ইসহাক্ব (আলাইহিস সালাম)
১০. হযরত ইয়াকূব (আলাইহিস সালাম)
১১. হযরত ইউসুফ (আলাইহিস সালাম)
১২. হযরত আইয়ূব (আলাইহিস সালাম)
১৩. হযরত শো‘আয়েব (আলাইহিস সালাম)
১৪. হযরত মূসা ও হারূণ (আলাইহিমাস সালাম) – ১ম অংশ
১৫. হযরত মূসা ও হারূণ (আলাইহিমাস সালাম) – ২য় অংশ
১৬. হযরত ইউনুস (আলাইহিস সালাম)
১৭. হযরত দাঊদ (আলাইহিস সালাম)
১৮. হযরত সুলায়মান (আলাইহিস সালাম)
১৯. হযরত ইলিয়াস (আলাইহিস সালাম)
২০. হযরত আল-ইয়াসা‘ (আলাইহিস সালাম)
২১. হযরত যুল-কিফল (আলাইহিস সালাম)
২২. হযরত যাকারিয়া ও ইয়াহ্ইয়া (আলাইহিমাস সালাম)
২৩. হযরত ঈসা (আলাইহিস সালাম)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন