সামবেদ ০২।১২

পরিতোষ ঠাকুর

দ্বিতীয় অধ্যায়
দ্বাদশ খণ্ডঃ মন্ত্র সংখ্যা ১০।।

দেবতা ইন্দ্র।।
ছন্দ গায়ত্রী।
ঋষিঃ
১।৭।৮ মেধাতিথি কান্ব,
২ বামদেব গৌতম,
৩।৫ মেধাতিথি কান্ব ও প্রিয়মেধ আঙ্গিরস,
৪ গাথি বিশ্বামিত্র,
৬ দুর্মিত্র বা সুমিত্র কৌৎস,
৯ গাথি বিশ্বামিত্র বা অভীপাদ্‌ উদল,
১০ শ্রুতকক্ষ আঙ্গিরস।।

মন্ত্রঃ (২২৩) অতীহি মন্যুষাবিণং সুষুবাংসমুপেরয়। অস্য রাতৌ সুতং পিব।।১।। (২২৪) কদু প্রচেতসে মহে বচো দেবায় শস্যতে। তদিধ্যস বর্ধনম্‌।।২।। (২২৫) উক্‌থং চ ন শস্যমানং বাগোরয়িরা চিকেত। ন গায়ত্রং গীয়মানম্‌।।৩।। (২২৬) ইন্দ্র উক্‌থেভির্মন্দিষ্ঠো বাজানাং চ বাজপতিঃ। হরিবান্‌ৎসুতানাং সখা।।৪।। (২২৭) আ যাহ্যুপ নঃ সুতং বাজেভির্মা হৃণীযথাঃ। মহাঁ ইব যুবজানিঃ।।৫।। (২২৮) কদা বসো স্তোত্রং হর্যত আ অব শ্মসা রুধদ্‌বাঃ। দীর্ঘং সুতং বাতাপ্যায়।।৬।। (২২৯) ব্রাহ্মণাদিন্দ্র রাধসঃ পিবা সোমমৃতুঁরনু। তবেদং সখ্যমস্তৃতম্‌।।৭।। (২৩০) বয়ং ঘা তে অপি স্মসি স্তোতার ইন্দ্র গির্বণঃ। ত্বং নো জিন্ব সোমপাঃ।।৮।। (২৩১) এন্দ্র পৃক্ষু কাসু চিন্‌নৃম্‌ণং তনূষু ধেহি নঃ। সত্রাজিদুগ্র পৌংস্যম্‌।।৯।। (২৩২) এবাহ্যসি বীরযুরেবা শূর উত স্তিরঃ। এবা তে ভাধ্যং মনঃ।।১০।।

অনুবাদঃ (২২৩) হে ইন্দ্র, তুমি সব সময়ে এস; আন্তরিকতার সঙ্গে প্রস্তুত আমাদের সোম গ্রহণের জন্য এস। আর এই সোম আমাদের ধনদান করবে বলে পান কর।। (২২৪) প্রকষ্টজ্ঞানী মহান দেবতার উদ্দেশে কেনই বা এই স্তুতি? কারণ তা’ স্তুতিকারীর ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।। (২২৫) স্তুতিকারীর স্তুতি আর গায়কের গায়ীছন্দের গান অসমর্থ ও বিদ্বেষীর বোধগম্য হয় না।। (২২৬) স্তুতি দ্বারাই ইন্দ্র অত্যন্ত হৃষ্ট হন; তিনিই সকল অন্ন বল ও বাকের অধিপতি; তিনিই রশ্মির অধিপতি; তিনিই সোমজ্ঞদের (=আনন্দবোধ-প্রাপ্তদের) সখা।। (২২৭) যুবতী পত্নীর প্রতি মহান স্বামীর মত আমাদের সঙ্গে ব্যবহার কর, ক্রুদ্ধ হয়ো না; হে ইন্দ্র, আমাদের অন্ন-বল দেবে বলে আমাদের এই অভিষুত সোমের কাছে এস।। (২২৮) নদী, খাল, বিল যেমন বারিরাশিকে বদ্ধ করে তেমনি কবে আমাদের স্তোত্র তোমাকে আমাদের বশে আনতে পারবে? হে ধনস্বামী, আমাদের এই সোমযাগ প্রচুর বারিবর্ষণ কামনা করে।। (২২৯) হে ইন্দ্র, তুমি ঋতুদের সোম পানের পর ব্রহ্মজ্ঞ স্তুতিকারীর ধনভূত সোমপাত্র থেকে সোম পান কর; হে ইন্দ্র, তোমার সখ্যতাই অবিচ্ছিন্ন।। (২৩০) হে স্তুতিপ্রিয় ইন্দ্র, আমরা তোমার স্তোতা বলেই হে সোমপায়ী, আমাদের প্রীত কর।। (২৩১) হে ইন্দ্র, কিরূপ সংগ্রামে তুমি আমাদের দেহে বল দেবে? হে সকল সোমযজ্ঞজয়ী, হে উগ্রবল, আমাদের বল দাও।। (২৩২) হে শূর, তুমি অবিচল, তুমি বীর্যকামী, তুমি এইরূপ; তোমার আরাধ্য মনও এইরূপ।।

সকল অধ্যায়

১. সামবেদ ০১।০১ (প্রথম অধ্যায় । প্রথম খণ্ড : আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি)
২. সামবেদ ০১।০২
৩. সামবেদ ০১।০৩
৪. সামবেদ ০১।০৪
৫. সামবেদ ০১।০৫
৬. সামবেদ ০১।০৬
৭. সামবেদ ০১।০৭
৮. সামবেদ ০১।০৮
৯. সামবেদ ০১।০৯
১০. সামবেদ ০১।১০
১১. সামবেদ ০১।১১
১২. সামবেদ ০১।১২
১৩. সামবেদ ০২।০১ (দ্বিতীয় অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কাণ্ডঃ ইন্দ্রস্তুতি)
১৪. সামবেদ ০২।০২
১৫. সামবেদ ০২।০৩
১৬. সামবেদ ০২।০৪
১৭. সামবেদ ০২।০৫
১৮. সামবেদ ০২।০৬
১৯. সামবেদ ০২।০৭
২০. সামবেদ ০২।০৮
২১. সামবেদ ০২।০৯
২২. সামবেদ ০২।১০
২৩. সামবেদ ০২।১১
২৪. সামবেদ ০২।১২
২৫. সামবেদ ০৩।০১ (তৃতীয় অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতি)
২৬. সামবেদ ০৩।০২
২৭. সামবেদ ০৩।০৩
২৮. সামবেদ ০৩।০৪
২৯. সামবেদ ০৩।০৫
৩০. সামবেদ ০৩।০৬
৩১. সামবেদ ০৩।০৭
৩২. সামবেদ ০৩।০৮
৩৩. সামবেদ ০৩।০৯
৩৪. সামবেদ ০৩।১০
৩৫. সামবেদ ০৩।১১
৩৬. সামবেদ ০৩।১২
৩৭. সামবেদ ০৪।০১ (চতুর্থ অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কান্ড : ইন্দ্রস্তুতি)
৩৮. সামবেদ ০৪।০২
৩৯. সামবেদ ০৪।০৩
৪০. সামবেদ ০৪।০৪
৪১. সামবেদ ০৪।০৫
৪২. সামবেদ ০৪।০৬
৪৩. সামবেদ ০৪।০৭
৪৪. সামবেদ ০৪।০৮
৪৫. সামবেদ ০৪।০৯
৪৬. সামবেদ ০৪।১০
৪৭. সামবেদ ০৪।১১
৪৮. সামবেদ ০৪।১২

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন