অধর চান্দ ধরবে যদি নিরবধি রাই করে মন

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

অধর চান্দ ধরবে যদি নিরবধি রাই করে মন
দুই নয়ন পারা।।ধু।।
গুরুবাক্য ঐক্য করহ্নেদে ধর না যাইও কামিনীপাড়া।।চি।।
সত্যেতে লাগাইয়া নিশা ক্ষেত্ৰতাতে নেহারা
দ্বাপরেতে শেষভাগে উদয় গোপীর মনচোরা।।
অসাধ্য সাধিতে পার হও যদি মরা।
মরায় জিতায় হইলে রঙ্গ নাহি ভঙ্গ অনঙ্গ সাগরে ভুরা।
প্ৰভু রঘু কহেন উল্টা তন্ত্রে মন্ত্রে না যায় ধরা
সাপের মাথায় ভোক নাচে ভয়াল আছে
রাধারমণ রে তুই হও হুসিয়ারা।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন