চক্রান্ত

দিব্যেন্দু পালিত

হেতাল পারেখ জানলই না
আরও একবার তাকে ধর্ষণ করার জন্য,
তাকে হত্যা করার জন্য
চলেছে গভীর চক্রান্ত।

তার মৃত্যুর চোদ্দ বছর পরে
সমাজ এতটাই মানবিক হয়ে উঠেছে যে
এক ভয়ঙ্কর ধর্ষক ও খুনির প্রাণভিক্ষা চেয়ে
কে কত দয়ালু হতে পারে, চলেছে তারই মহড়া।

হায় হেতাল। তোমার ওই নৃশংস মৃত্যুর পরে
ওরা প্রতিবাদ করেনি, বিবৃতি দেয়নি, বিচার চায়নি,
কারণ সবাই ভেবেছিল এটা আর-একটা
ধর্ষণ আর খুনের ঘটনা।

অধ্যায় ৩ / ৩

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন