২৬. বীরভূমের নোকরা গ্রাম

হুমায়ূন আহমেদ

বীরভূমের নোকরা গ্রামে হুমায়ূন তার এক আমীর তখতি খাকে পাঠিয়েছেন। হিন্দুস্থান-সম্রাট এই অঞ্চলের লছমি বাই নামের একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ পাঠিয়েছেন। লছমি বাইকে নিয়ে যাওয়ার জন্যে ষোল বেহারকার রাজকীয় পান্ধি এসেছে। তখতি খী সম্রাটের একটি হুকুমনামা সঙ্গে এনেছেন। হুকুমনামায়। লছমি বাইকে পোচ শ বিঘা লাখেরাজ জমি দান করা হয়েছে।

তখতি খাঁ অনেক অনুসন্ধান করেও লছমি বাইকে খুঁজে পেলেন না। যেটুকু জানা গেল, লছমি বাই-এর স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয়। লছমি বাই চরম অভাবে পর্যুদস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয়। অনেক দিন সে নোকরা গ্রামেই ভিক্ষা করত। দীর্ঘদিন এই অঞ্চলে নেই।

সৌভাগ্য লছমি বাই-এর পাশ দিয়ে গেল। বেচারি তা স্পর্শ করতে পারল না।

সকল অধ্যায়

১. ০১. বাঙ্গালমুলুক থেকে কাঁচা আম এসেছে
২. ০২. এগারো সংখ্যাটি সম্রাট বাবরের প্রিয়
৩. ০৩. নীল রঙের বৈদুৰ্যমণি
৪. ০৪. লু হাওয়া বইছে
৫. ০৫. শাহি ফরমান জারি হয়েছে
৬. ০৬. দোতলা তাঁবু
৭. ০৭. হিন্দুস্থানি এক নগ্নগাত্র জাদুকর
৮. ০৮. জায়গাটার নাম চৌসা
৯. ০৯. আপনি খুশি না আয়ে
১০. ১০. ভগ্নহৃদয় হুমায়ূন
১১. ১১. জনৈক নগ্নপদ বৃদ্ধ
১২. ১২. কনৌজের যুদ্ধ
১৩. ১৩. মীর্জা হিন্দালের মা
১৪. ১৪. ফজরের নামাজ শেষ করে
১৫. ১৫. এশার নামাজ শেষ হয়েছে
১৬. ১৬. মীর্জা কামরান লাহোর যাত্রা করবেন
১৭. ১৭. আচার্য হরিশংকর
১৮. ১৮. জওহর আবতাবচি
১৯. ১৯. মরুভূমির তীব্ৰ দাবদাহ
২০. ২০. পারস্য-সম্রাট শাহ তামাস্প
২১. ২১. জল্লাদ-হাতি চলে এসেছে
২২. ২২. শের শাহ কাজীর দুর্গ
২৩. ২৩. দুটি মৃত্যুসংবাদ
২৪. ২৪. হুমায়ূন দিল্লীর সিংহাসনে বসেছেন
২৫. ২৫. হাতে-পায়ে শিকল বাঁধা
২৬. ২৬. বীরভূমের নোকরা গ্রাম
২৭. ২৭. সম্রাট হুমায়ূন লাইব্রেরিতে
২৮. ২৮. বৈরাম খাঁ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন