মহাত্মাজীর প্রিয় ভজন

বারিদবরণ ঘোষ

মহাত্মাজীর প্রিয় ভজন

একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে।।
ঘন শ্রাবণ—মেঘের মতো রসের ভারে নম্র নত
 একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
 সমস্তমন পড়িয়া থাক তব ভবনদ্বারে।।
নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।।
হংস যেমন মানসযাত্রী তেমনি সারা দিবসরাত্রি
 একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
 সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ—পারে।।

 —রবীন্দ্রনাথ

(২)

হিন্দি ভজন

রঘুপতি রাঘব রাজা রাম
 পতিত পাবন সীতারাম
মঙ্গল—পরশন রাজারাম
 পতিত পাবন সীতারাম।।
শুভ শান্তি বিধায়ক রাজা রাম
 পতিত পাবন সীতারাম।।
বরাভয়—দানরত রাজা রাম
 পতিত পাবন সীতারাম।।
নির্ভয় কর প্রভু রাজা রাম
 পতিত পাবন সীতারাম।।
দীন দয়াল রাজা রাম
 পতিত পাবন সীতারাম।।
রাজা রাম জয় সীতারাম
 পতিত পাবন সীতারাম।।
ঈশ্বর আল্লা তেরে নাম
সবকো সম্মতি দে ভগবান।।

(৩)

গুজরাটি ভজন

বৈষ্ণব জন তো তেনে কহীয়ে
 যে পড়ি পরাঈ জানে রে।
পরদুঃখে উপকার করে তে
 মন অভিমান ন আনে রে।।
সকল লোকমাঁ সহুনে বন্দে
 নিন্দা ন করে কেনী রে।
বাচ কছ মন নিশ্চল রখে তো
 ধন্য ধন্য জননী তেনী রে।।
সমদৃষ্টি নে তৃষ্ণা ত্যাগী
 পরস্ত্রী জেনে মাত রে।
জিহ্বা থকী অসত্য ন বোলে
 পরধন নও ঝালে হাত রে।।
মোহ মায়া ব্যাপে নহি তেনে
 দৃঢ় বৈরাগ্য জেনা মনমাঁ রে।।
যশলোভী নে কপটরহিত ছে
 কাম ক্রোধ নে নিবাযাঁ রে।।
ভণে নরসৈয়ো তেনু দবশন করতা
 কুল একোতের তাযাঁ রে।।

 (ভক্ত নরসি মেহতা)

বৈষ্ণব জন তো— ভজনের ভাবার্থ

[তাঁকেই তো বৈষ্ণব জন বলতে পারা যায়, যাঁর মনে পরহিতের আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে আছে। যিনি পরদুঃখে উপকার করেন, মনে কোন অভিমান আসতে দেন না, সকল লোককে তিন সমানভাবে বন্দনা করেন, কারও নিন্দা করেন না, যার মন অবিচল, যিনি সমদৃষ্টি, যিনি তৃষ্ণা ত্যাগ করেছেন, তিনি পরস্ত্রীকে নিজ মাতার মত মনে করেন, যাঁর জিহ্বার দ্বারা অসত্য উচ্চচারিত হয় না, পর ধনে কখনো হাত দেন না, যার মন মোহ—মায়ায় আবদ্ধ নয়, যাঁর মনে দৃঢ় বৈরাগ্য যিনি রামনামে বিভোর হয়ে আছেন যার, দেহের মধেই সকল তীর্থ। যিনি কপটতারহিত, যিনি কাম ক্রোধ সম্বরণ করেছেন, তিনিই বৈষ্ণব। নরসিং ভণে, তাঁকে দরশন করে ভবসাগর পার হতে চাই।]

সকল অধ্যায়

১. মহাত্মা গান্ধীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
২. মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ – সি.এফ.এণ্ডরুজ
৩. গান্ধীবাদ ও কুটীরশিল্প – মনকুমার সেন
৪. ‘গান্ধী’ – জন কেনেথ গলব্রেথ
৫. ফেলিক্সের মহাত্মা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৬. গান্ধী-হত্যার চক্রান্ত কতদূর পূর্বজ্ঞাত ছিল? – নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৭. গান্ধীজীর নেতৃত্বে কংগ্রেসের প্রাণময় বিকাশ – পণ্ডিত জওহললাল নেহরু
৮. নোয়াখালিতে গান্ধীজির দিনগুলি : বিশেষ নিবন্ধ – সুখরঞ্জন সেনগুপ্ত
৯. ‘ওই যে তিনি চলেছেন সবার আগে’ – অমিতাভ চৌধুরী
১০. ওয়ানম্যান বাউন্ডারি ফোর্স – সুখরঞ্জন সেনগুপ্ত
১১. গাঁধী দর্শন – চিদানন্দ দাশগুপ্ত
১২. গান্ধীর ১২৫ তম জন্মদিন আমরা আরও অকৃতজ্ঞ হয়েছি – অমলেশ ত্রিপাঠী
১৩. অস্পৃশ্যকে হরিজন বলায় গান্ধীর প্রবঞ্চনা ছিল না – হোসেনুর রহমান
১৪. গান্ধীর অহিংস-যুদ্ধ কি ‘সোনার পাথর বাটি’? – নন্দলাল চক্রবর্তী
১৫. বেলেঘাটার ‘হায়দার-ই-মঞ্জিল’-এ গান্ধীজীর ছাব্বিশ দিন – অশোকা গুপ্ত
১৬. চম্পারণ আর এক গান্ধীর খোঁজে – বিশ্বজিৎ রায়
১৭. মহাত্মাজীর সাধনা ও আমাদের দায়িত্ব – গোপালচন্দ্র নিয়োগী
১৮. ভারতে গান্ধী-যুগ – মাসিক বসুমতী
১৯. মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণে প্রার্থনা – কৃষ্ণচন্দ্র চক্রবর্ত্তী
২০. মহাত্মাজী – প্রমথ চৌধুরী
২১. মহাত্মা গান্ধী – দাশরথি বন্দ্যোপাধ্যায়
২২. গান্ধীজীর ”ষ্টাইলই” তার চরিত্র – মঈনউদ্দীন চিশতী
২৩. পণ্ডিত নেহরুর দৃষ্টিতে গান্ধীজী – জওহরলাল নেহরু
২৪. গান্ধীবাদের কালোপযোগিতা – বিনয় ঘোষ
২৫. মেয়েদের বিষয়ে গান্ধীজীর মত – অনিন্দিতা দেবী
২৬. গান্ধীজীর পাঠ-চর্চা – চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়
২৭. গান্ধী ও ঈশ্বর – অম্লান দত্ত
২৮. গান্ধী ও মাও – অম্লান দত্ত
২৯. মহাত্মা – অতুলচন্দ্র গুপ্ত
৩০. গান্ধীজী – অতুলচন্দ্র গুপ্ত
৩১. রবীন্দ্রনাথ ও গান্ধী – পান্নালাল দাশগুপ্ত
৩২. গান্ধীজী ও সুভাষচন্দ্র – পান্নালাল দাশগুপ্ত
৩৩. গান্ধীজির শিল্পদৃষ্টি – মন্মথনাথ সান্যাল
৩৪. গান্ধীজির স্বপ্ন – ধীরেন্দ্রনাথ ঘোষাল
৩৫. মহাত্মাজীর প্রিয় ভজন
৩৬. গান্ধীস্মৃতি সেবাগ্রাম – নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
৩৭. গান্ধীজি ও সেবাগ্রাম – রণজিৎ চৌধুরী
৩৮. গান্ধী মহাপ্রয়াণ
৩৯. গান্ধীর প্রাসঙ্গিকতা – অমলেশ ত্রিপাঠী
৪০. অহিংসা – পান্নালাল দাশগুপ্ত
৪১. গান্ধীর উত্তরাধিকার ও আজকের ভারতবর্ষ – অমলকুমার মুখোপাধ্যায়
৪২. ডাকটিকিটে গান্ধীজি – কাশীনাথ বন্দ্যোপাধ্যায়
৪৩. মহাত্মা গান্ধীকে নিয়ে যত কবিতা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন