জয়দেব গোস্বামী
ধীরে ধীরে দূরে গেল কিশোরীর মান,
 বিরহে বহিল শ্বাস, বিষণ্ন-বয়ান।
 প্রদোষে সলাজে রাই চান সখি-পানে,
 আসি তারে কন হরি আনন্দে সেখানে।
ঊনবিংশ সঙ্গীত।
 (রাগিণী বিতাস। তাল ঝাঁপতাল।)
“কিঞ্চিৎ ভাষিলে হাসি               দশন-কিরণ-রাশি
 বিনামিবে অতি ঘোর ভয়-তিমিরে;
 লোচন চকোর মোর               পিয়িবে হইবে ভোর
 তব ও বদন-সুধাকর-সুধাধারে;
 হে সুশীলে মিছা মান ত্যজ লো অচিরে।
 মদনের হুতাশন               দহিছে আমার মন,
 বদন-কমল-মধু দেহ পিয়িবারে।
 সত্যই যদি সুদতি               কোপিনী আমার প্রতি
 হান খর আঁখি-শর আমার উপরে,
 বাঁধহ পশারি হাত               করহ দশনাঘাত,
 করহ যা কিছু ভাল লাগে লো তোমারে।
 ভূষণ আমার তুমি,               জীবন আমার তুমি,
 রতন আমার তুমি ভব-পারাবারে।
 একান্ত এ অভিলাষ               করে তব এই দাস,
 অনুরাগবতী সদা রহ মোর পরে।
 নীল-কুবলয়-সম               তোমার নয়ন কম,
 রাগে রক্ত-শতদল-শোভা এবে ধরে;
 কুসুম শর-সহায়ে               আমারো এ কৃষ্ণ কায়ে
 অনুরাগে রঞ্জি লহ নিজ অধিকারে।
 পর কুচ-কুম্ভোপরি               রুচির মণি-মঞ্জরী,
 হৃদয় শোভিবে কিবা চঞ্চল সে হারে;
 বাজুক ঘন জঘনে               কাঞ্চি রুণু-রুণু-স্বনে,
 মদন-নিদেশ ধনি জানায়ে আমারে।
 স্থল-কমল-গঞ্জন               মম হৃদয়-রঞ্জন,
 সুন্দর শোভন যাহা প্রণয়-বিহারে,
 আদেশ লো সুবচনে,               সাজাইব সে চরণে
 সরস শোভন রক্ত অলক্তক-ধারে।
 কাম-গরল-বারণ               শোভন তব চরণ
 কর লো অর্পণ শুভে আমার এ শিরে;
 মদন-বেদনানলে               সদা এ হৃদয় জ্বলে,
 ঘুচাও সদয় হয়ে বিষম বিকারে।”
 জয় পদ্মাবতি-পতি               জয়দেব-সুতারতী,
 সম্ভত সুপরিচিত প্রেমিক-মাঝারে;
 যাহে আছে প্রকাশিত               মুর-রিপু-বিরচিত
 প্রণয়-বচন-চয় তুষিতে রাধারে।
“পীন স্তন আর ঘন জঘন তোমায়
 সর্ব্বদা ব্যাপিছে রাই অন্তর আমার,
 বিনা পঞ্চ-শর আর অপর কাহার
 নাহি স্থান প্রবেশিতে অন্তরে আমার।
বৃথা শঙ্কা তবে ধনি ত্যজ লো এখন;
 হে কিশোরি, কর আজ্ঞা করি আলিঙ্গন।
 করহ দশনাঘাত, বাঁধ ভুজে মোরে,
 দাও হে বেদন আরো পীন-স্তন-তারে;
 দুঃখ দিয়া পাও সুখ, দুঃখ নাহি তায়,
 কিন্তু যেন স্মর শরে দহে না আমায়।
মানিনি লো তোমার এ বিষম ভ্রূভঙ্গ
 মোহে যুব-জনে যেন ভীষণ তুজঙ্গ;
 নাশিতে সে বিষ, মন্ত্র কিছু নাহি আর,
 সিদ্ধ মন্ত্র, অধরের অমৃত তোমার।
মিছা কেন আছ মৌনে সুবিষম মানে,
 কর প্রেমালাপ প্রিয়ে সুপঞ্চম-তানে।
 নাশহ সন্তাপ ঘোর প্রেম-দৃষ্টি-ভরে,
 সুমুখি বিমুখী কেন আমার উপরে?
 সাধিতে এসেছি নিজে তব প্রেম-আশে,
 করিও না অবিচার, ত্যজ না এ দাসে।
বাঁধুলি রক্তিমা তব অধর ধরিছে;
 মধূকের পাণ্ডু-কান্তি কপোলে রাজিছে;
 সুনীল নলিন জিনি নয়ন তোমার;
 তিলের কুসুম সম শোভা নাসিকার;
 কুন্দ-কান্তি ধরে প্রিয়ে দশন তোমার;
 বদন তোমার পঞ্চ-কুসুম-আধার।
 তোমার সহায় মাত্র লয়ে ফুল-শর
 জিনিবারে পারে এই বিশ্ব-চরাচর।
 মদনে অলস প্রিয়ে তোমার নয়ন
 সুরবালা মদালসা সম সুশোভন;
 ইন্দু-নিভ সুমধুর তোমার বয়ান
 ইন্দুসন্দীপনী সুর-অঙ্গনা সমান;
 জন-মনোরম এই তোমার গমন
 সুর-রামা মনোরমা সমান শোভন;
 রম্ভাতরু জিনি তব গুরু উরু-দ্বয়
 অপ্সরা রম্ভার করে সৌন্দর্য্যেরে জয়;
 বিবিধ করাতে তব বিহার সুন্দর
 সুর-বালা কলাবতী সম মনোহর;
 চিত্রে লেখা যেন তব ভুরু-রেখা কম
 অলকা-সুন্দরী চারু চিত্রলেখা সম;
 ভূতলবাসিনী হয়ে, একি চমৎকার,
 তুমি সুর-কামিনীর কান্তির আধার।
যেই হরি কংস-করি-সনে ঘোর রণে,
 হেরি তার কুম্ভ স্মরি রাধা-পীন-স্তনে
 মদন-আবেশ-ভরে ক্ষণ-কাল তরে
 অবশ হইয়ে পুনঃ তারে বধ করে;
 উঠে যাহে কংস-দলে শোক কোলাহল;
 সেই হরি তোমাদের করুন মঙ্গল।
—————————-
মূল সংস্কৃত
অত্রান্তরে মসৃণরোষবশামসীম-নিঃশ্বাসনিঃসহমুখীং সুমুখীমুপেত্য |
 সব্রীড়মীক্ষিতসখীবদনাং প্রদোষে সানন্দগদগদপদং হরিরিত্যুবাচ ||১||
গীতম্
দেশবরাড়ীরাগাষ্টতালাভ্যং গীয়তে
বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদী হরতি দরতিমিরমতিঘোরম্ |
 স্ফুরধরসীধবে তব বদনচন্দ্রমা রোচয়তি লোচন-চকোরম্ ||২||
প্রিয়ে চারুশীলে মুঞ্চ ময়ি মানমনিদানম্ |
 সপদি মদনানলো দহতি মম মানসম্ দেহি মুখকমলমধুপানম্ ||৩||
সত্যমেবাসি যদি সুদতি ময়ি কোপিনী দেহি খরনয়নশরঘাতম্ |
 ঘটয় ভুজবন্ধনং জনয় রদখণ্ডনম্ যেন বা ভবতি সুখজাতম্ ||৪||
ত্বমসি মম ভূষণং ত্বমসি মম জীবনম্ ত্বমসি মম জলধিরত্নম্ |
 ভবতু ভবতীহ ময়ি সততমনুরোধিনী তত্র মম হৃদয়মতিযত্নম্ ||৫||
নীলনলিনাভমপি তন্বি তব লোচনম্ ধারয়তি কোকনদরূপম্ |
 কুসুমশর-বাণ-ভাবেন যদি রঞ্জয়সি কৃষ্ণমিদমেতদনুরূপম্ ||৬||
স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরী রঞ্জয়তু তব হৃদয়দেশম্ |
 রসতু রসনাপি তব ঘনজঘনমণ্ডলে ঘোষয়তু মন্মথনিদেশম্ ||৭||
স্থলকমলগঞ্জনং মম হৃদয়রঞ্জনম্ জনিত-রতি-রঙ্গ-পরভাগম্ |
 ভণ মসৃণ-বাণি করবাণি চরণদ্বয়ং সরস-লসদলক্তকরাগম্ ||৮||
স্মর-গরল-খণ্ডনং মম শিরসিমণ্ডনম্ দেহি পদপল্লবমুদারম্ |
 জ্বলতি ময়ি দারুণো মদনকদনানলো হরতু তদুপাহিতবিকারম্ ||৯||
ইতি চটুল-চাটু-পটু-চারু মুবৈরিণো রাধিকামধি বচনজাতম্ |
 জয়তি পদ্মাবতী-রমণ-জয়দেবকবি-ভারতী-ভণিতমতিশাতম্ ||১০||
পরিহর কৃতাতঙ্কে শঙ্কাং ত্বয়া সততং ঘনস্তন-
 জঘনয়াক্রান্তে স্বাস্তে পরানবকাশিনি |
 বিশতি বিতনোরন্যো ধন্যা ন কোহপি মমান্তরং
 প্রণয়িনি পরীরম্ভারম্ভে বিধেহি বিধেয়তাম্ ||১১||
মুগ্ধে বিধেহি ময়ি নিদয়দন্তদংশদোবল্লিবন্ধ-নিবিড়-স্তনপীড়নানি |
 চণ্ডি ত্বমেব মুদমঞ্চ ন পঞ্চবাণ চণ্ডালকাণ্ড-দলনাদসবঃ প্রয়ান্তু ||১২||
শশিমুখি তব ভাতি ভঙ্গুর-ভ্রূ-যুবজনমোহ-করাল-কালসর্পী |
 তদুদিত-ভয়ভঞ্জনায় যূনাম্ ত্বদধর-সীধু-সুধৈব সিদ্ধমন্ত্রঃ ||১৩||
ব্যথয়তি বৃথা মৌনং তন্বি প্রপঞ্চয় পঞ্চমং
 তরুণি মধুরালাপৈস্তাপং বিনোদয় দৃষ্টিভিঃ |
 সুমুখি বিমুখিভাবং তাবদ্বিমুঞ্চ ন মুঞ্চ মাং
 স্বয়মতিশয়-স্নিগ্ধো মুগ্ধে প্রিয়োহয়মুপস্থিতঃ ||১৪||
বন্ধুকদ্যতিবান্ধবোহয়মধরঃ স্নিগ্ধো মধুকচ্ছবি-
 র্গণ্ডে চণ্ডি চকাস্তি নীলনলিনশ্রীমোচনং লোচনম্ |
 নাসাভ্যেতি তিলপ্রসুন-পদবীং কুন্দাভদন্তি প্রিয়ে
 প্রায়স্ত্বন্মুখসেবয়া বিজয়তে বিশ্বং স পুষ্পায়ুধঃ ||১৫||
দৃশোতব মদালসে বদনমিন্দুসন্দীপনম্
 গতির্জনমনোরমা বিজিতরম্ভমুরুদ্বয়ম্ |
 রতিস্তব কলাবতী রুচিরচিত্রলেখে ভ্রুবা-
 বহো বিবুধ-যৌবতং বহসি তন্বি পৃথ্বীগতা ||১৬||
প্রীতিং বস্তনুতাং হরিঃ কুবলয়াপীড়েন সার্দ্ধং রণে
 রাধাপীনপয়োধরস্মরণকৃত্কুম্ভেন সম্ভেববান |
 যত্র স্বিদ্যতি মীলতি ক্ষণমথ ক্ষিপ্তে দ্বিপে তত্ক্ষণাৎ
 কংসস্যালমভুজ্জিতং জিতমিতি ব্যামোহকোলাহলঃ ||১৭||
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন