পরিশিষ্ট (আলোচিত ছবির তথ্যাবলী)

পরিশিষ্ট (আলোচিত ছবির তথ্যাবলী)

ইনটারভিউ (১৯৭০)

প্রযোজনা: মৃণাল সেন প্রোডাকশনস। কাহিনী: আশীষ বর্মন। চিত্রনাট্য ও পরিচালনা: মৃণাল সেন। আলোকচিত্র: কে. কে. মহাজন। সম্পাদনা: গঙ্গাধর নস্কর। শিল্প নির্দেশনা: বি. কল্যাণ। সঙ্গীত: বিজয় রাঘব রাও। অভিনয়: রণজিৎ মল্লিক, শেখর চট্টোপাধ্যায়, উমানাথ ভট্টাচার্য, সুজিৎ বোস, এলমো মরিস, সুব্রামোনিয়াম, প্যাট্রিসিয়া ডেনেট, নির্মল চক্রবর্তী, করুণা বন্দ্যোপাধ্যায়, মমতা চট্টোপাধ্যায়, বুলবুল মুখার্জী, তপন দাশগুপ্ত, সত্যেন ঘোষ, অমল চক্রবর্তী, ক্ষুদিরাম ভট্টাচার্য। মুক্তি: ১৩ নভেম্বর ১৯৭০। পুরস্কার: শ্রীলঙ্কা চলচ্চিত্র উৎসবে (১৯৭২) সমালোচকের বিচারে শ্রেষ্ঠ ও বিশেষ চলচ্চিত্র সম্মান, কার্লোভিভ্যারি চলচ্চিত্র উৎসবে (১৯৭২) শ্রেষ্ঠ অভিনেতা হন রণজিৎ মল্লিক।

কলকাতা ৭১ (১৯৭২)

প্রযোজনা: ডি.এস. পিকচার্স। কাহিনী: মানিক বন্দ্যোপাধ্যায় (আত্মহত্যার অধিকার), প্রবোধকুমার সান্যাল (অঙ্গার), সমরেশ বসু (এসস্মাগলার), অজিতেশ বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য ও পরিচালনা: মৃণাল সেন। আলোকচিত্র: কে. কে. মহাজন। সঙ্গীত: আনন্দশংকর। সম্পাদনা: গঙ্গাধর নস্কর। শিল্প-নির্দেশনা: বংশী চন্দ্রগুপ্ত। অভিনয়: রণজিৎ মল্লিক, সুহাসিনী মূলে, উৎপল দত্ত, দেবরাজ রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সাধনা রায়চৌধুরী, মাধবী চক্রবর্তী, সুচেতা রায়, বিনতা রায়, অশোক মুখোপাধ্যায়, সুরজিৎ নন্দী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, দেবতোষ ঘোষ, হারাধন বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজয় বন্দ্যোপাধ্যায়, শম্ভু ভট্টাচার্য, রসরাজ, চক্রবর্তী, শৈলেন গাঙ্গুলী, বংশী চন্দ্রগুপ্ত, অনুরাধা গুপ্ত, গীতা সেন। মুক্তি: ১২ অক্টোবর ১৯৭২। পুরস্কার: জাতীয় পুরস্কার ১৯৭২, শ্রেষ্ঠ দ্বিতীয় কাহিনীচিত্র ও শ্রেষ্ঠ আলোকচিত্র শিল্পী (কে. কে. মহাজন)। সিনেমাটোগ্রাফিক আর্টের আন্তর্জাতিক উৎসব, ভেনিস, ১৯৭২।

পদাতিক (১৯৭৩)

প্রযোজনা: মৃণাল সেন প্রোডাকশনস। কাহিনী: আশীষ বর্মন ও মৃণাল সেন। প্রযোজনা ও পরিচালনা: মৃণাল সেন। আলোকচিত্র: কে. কে. মহাজন। সঙ্গীত: আনন্দশংকর। সম্পাদনা: গঙ্গাধর নস্কর। শিল্প-নির্দেশনা: বংশী চন্দ্রগুপ্ত। রূপসজ্জা: দেবী হালদার। অভিনয়: ধৃতিমান চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল, বিজন ভট্টাচার্য, প্রভাস সরকার, জোছন দস্তিদার, তপন দাস, ধ্রুব মিত্র, কমল, কিদোয়াই, অসীমা সিংহ, ফরিদা কিদোয়াই, আলপনা গুপ্ত। মুক্তি: ১৭ সেপ্টেম্বর ১৯৭৩। পুরস্কার: জাতীয় পুরস্কার ১৯৭৩, শ্রেষ্ঠ চিত্রনাট্য (মৃণাল সেন, আশীষ বর্মন)। ডিরেক্টরস ফর্টনাইট, কান, ১৯৭৩।

কোরাস (১৯৭৪)

প্রযোজনা: মৃণাল সেন প্রোডাকশনস। কাহিনী: মোহিত চট্টোপাধ্যায়, গোলাম কুদ্দুস, মৃণাল সেন। চিত্রনাট্য: মৃণাল সেন, মোহিত চট্টোপাধ্যায়। পরিচালনা: মৃণাল সেন। আলোকচিত্র: কে কে মহাজন। সঙ্গীত: আনন্দশংকর, প্রশান্ত ভট্টাচার্য। সম্পাদনা: গঙ্গাধর নস্কর। শিল্প-নির্দেশনা: সুরথ দাস। রূপসজ্জা: দেবী হালদার। অভিনয়ে: উৎপল দত্ত, শেখর চট্টোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, গীতা সেন, রবি ঘোষ, নির্মল ঘোষ, সুরজিৎ নন্দী, দিলীপ রায়, অজয় বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায়, রবি যাজ্ঞিক, সুকুমার রায়, অসিত বন্দ্যোপাধ্যায়, তরুণ রায়, শম্ভু ভট্টাচার্য, শিপ্রা চক্রবর্তী, শুভেন্দু চট্টোপাধ্যায়, জ্যোৎস্না মুখোপাধ্যায়, সুব্রত সেনশর্মা, নির্মল ঘোষ, স্বপন চট্টোপাধ্যায়। মুক্তি: ১৩ ডিসেম্বর ১৯৭৪। পুরস্কার: জাতীয় পুরস্কার ১৯৭৫, শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও শ্রেষ্ঠ সঙ্গীত। ফিপরেস্কি পুরস্কার, বার্লিন ফিল্ম ফেস্টিভাল, ১৯৭৫।

তথ্যসূত্র: চিত্রভাষ (সুবর্ণজয়ন্তী সংখ্যা, নভেম্বর ২০১৭), নর্থ ক্যালকাটা ফিল্ম সোসাইটি মুখপত্র, মৃণাল সেন বিশেষ সংখ্যা।

অধ্যায় ৩ / ৩

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন