প্রিয় পাঠক, আপনার জন্যে একটি নোট

হ্যাল এলরড

প্রিয় পাঠক, আপনার জন্যে একটি নোট 

ঠিক এই মুহূর্তে আপনি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন না কেন এটা কোনো বড় ব্যাপার নয়; হতে পারে যে, আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত সফলতার সর্বোচ্চ শিখরে রয়েছেন অথবা সংগ্রাম করে যাচ্ছেন আপনার পথটি পাওয়ার জন্যে। আমি জানি, আমাদের ভেতর একটা সাধারণ ব্যাপার রয়েছে (সম্ভবত একটার চেয়ে অনেক বেশি, কিন্তু একটার ব্যাপারে আমি নিশ্চিত)। সেই মিলটি হচ্ছে, আমরা আমাদের জীবনের উন্নতি করতে চাই, আমাদের নিজস্ব জীবনের। 

এটা এরকম কোনো পরামর্শ দেওয়া নয় যে, আমাদের ভেতরে, আমাদের জীবনে কোনো ভুল আছে; কিন্তু মানুষ হিসেবে আমাদের জন্মই হয়েছে ক্রমাগত বিকশিত হওয়া ও উন্নতি করার সহজাত আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা নিয়ে। আমি বিশ্বাস করি, এটা আমাদের সবার ভেতরে বিদ্যমান। তারপরও, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি এবং জীবন প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকে। 

একজন গ্রন্থকার হিসেবে, কী-নোট স্পিকার হিসাবে, সফলতার প্রশিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে মানুষকে শেখানো, কীভাবে আমাদের প্রত্যেকের ভেতরের অপরিসীম সম্ভাবনা কাজে লাগিয়ে পূর্ণতার দিকে নিয়ে যাওয়া যায়। মানব সামর্থ্য ও আত্মউন্নয়নের একজন নিবেদিতপ্রাণ ছাত্র হিসেবে সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে আমি বলতে পারি যে, The Miracle Morning সবচেয়ে বাস্তব, ফলাফলকেন্দ্রিক ও জীবন পরিবর্তনকারী একটি পদ্ধতি— যা আমি উপস্থাপন করেছি আপনার জীবনের প্রতিটি দিক উন্নত করার জন্যে। 

যাদের জীবনের চাওয়া-পাওয়া অনেক বড়, তাদের জন্যে The Miracle Morning একটি পরিপূর্ণ game changer যা আপনাকে অধরা পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত সফলতা অতীতের সব অর্জনকে ছাড়িয়ে যাবে। আর এসবের ভেতর রয়েছে আপনার উপার্জন বৃদ্ধি, ব্যবসায়ের বিস্তার, বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। এই বইটিতে আরও অধিক যে বিষয়টি রয়েছে, তা হচ্ছে নতুন নতুন উপায় আবিষ্কার করার মাধ্যমে সফলতার এমন পূর্ণতার স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা অর্জন যা আপনি হয়ত এতদিন অবহেলা করেছেন। এর অর্থ আপনার শরীর, সুখ, সম্পর্ক, টাকাপয়সা, আত্মিক জগত অথবা যেকোনো ক্ষেত্র, যা আপনার অগ্রাধিকার তালিকার প্রথম দিকে রয়েছে-সেগুলোর তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন। 

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা সম্পর্ককেন্দ্রিক- একটি জিনিস বারবার প্রমাণিত হয়েছে, The Miracle Morning যে কাউকে অনতিক্রম্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শক্তিমান করে তুলবে, যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিরাট সফলতা এনে দেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। আর প্রায়ই এসব ঘটবে খুবই সংক্ষিপ্ত সময়ে। 

আপনি নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উন্নতি করতে চান কিংবা বিরাট কোনো পরিবর্তনের জন্যে প্রস্তুতি গ্রহণ করেছেন, যা ব্যাপকভাবে আপনার সমগ্র জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। আপনি আশা করেন, সেই পাল্টানো জীবনে আপনার এই বর্তমান পরিস্থিতি হবে শুধুই একটা স্মৃতি মাত্র। সেক্ষেত্রে নিশ্চিতভাবে এটা বলা যায় যে, আপনি সঠিক বইটি নির্বাচন করেছেন। একটি বৈপ্লবিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি শুরু করতে চলেছেন একটি অলৌকিক ভ্রমণ যা নিশ্চিতভাবে রূপান্তর ঘটাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই… সবকিছুই সকাল ৮টার আগে। 

The Miracle Morning ইতোমধ্যে পৃথিবীব্যাপী হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছে (আমার নিজের জীবনেও) এবং আপনার জীবনে ব্যাপক পরিবর্তন বয়ে আনার জন্যে এটা হতে পারে একেবারে একটা পাকা অনুঘটক। আপনার সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে পারাকে এখন আমি বিরাট সম্মানের ব্যাপার বলে মনে করি। আমি আমার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছি এটা নিশ্চিত করতে যে, এই বইটি প্রকৃতই হবে একটি জীবন পাল্টানো বিনিয়োগ- যা আপনার সময়, শক্তি, পর্যবেক্ষণ ও মনোযোগে রূপান্তর ঘটাবে। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার জীবনের একটা অংশ করার জন্যে। একসঙ্গে আমাদের অলৌকিক ভ্রমণ শুরু হতে চলেছে। 

ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি (সব সময় )। 

“Yo Pal” Hal 

অধ্যায় ১ / ১৪

সকল অধ্যায়

১. প্রিয় পাঠক, আপনার জন্যে একটি নোট
২. একটি বিশেষ আহবান : মিরাকল মর্নিং সম্প্রদায়
৩. ভূমিকা – আমার গল্প এবং যে, কারণে আপনারটিও গুরুত্বপূর্ণ
৪. ১. আপনার পূর্ণ সম্ভাবনা নিয়ে জেগে উঠার এখনই সময়
৫. ২. দ্য মিরাকল মর্নিং-এর উৎপত্তি : হতাশা থেকে সৃষ্টি
৬. ৩. বাস্তবতার নিরিখে ৯৫%
৭. ৪. আপনি কেন আজ সকালে ঘুম থেকে উঠেছিলেন?
৮. ৫. ঝিমুনি ছাড়াই জেগে উঠার ৫টি ধাপ
৯. ৬. The Life S.A.V.E.R.S
১০. ৭. ৬ মিনিটের মিরাকল (শুধুমাত্র অতিব্যস্ত পাঠকের জন্যে)
১১. ৮. আপনার জীবনধারা, লক্ষ্য ও স্বপ্নের সঙ্গে মিল রেখে সাজিয়ে নিন আপনার অতি নিজস্ব Miracle Morning
১২. ৯. অসহনীয় থেকে অপ্রতিরোধ্য অভ্যাস গঠনের পরীক্ষিত উপায় যা আপনার জীবনে পরিবর্তন আনবে মাত্র ৩০ দিনে
১৩. ১০. ৩০ দিনের জীবন পরিবর্তনকারী পরিকল্পনা ও চ্যালেঞ্জ
১৪. ১১. উপসংহার – আজকেই আপনার অতীতকে বিসর্জন দিন ভবিষ্যতের জন্যে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন