ওগো মৌন, না যদি কও না-ই কহিলে কথা

রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো মৌন, না যদি কও
না-ই কহিলে কথা।
বক্ষ ভরি বইব আমি
তোমার নীরবতা।
স্তব্ধ হয়ে রইব পড়ে,
রজনী রয় যেমন করে
জ্বালিয়ে তারা নিমেষহারা
ধৈর্যে অবনতা।

হবে হবে প্রভাত হবে
আঁধার যাবে কেটে।
তোমার বাণী সোনার ধারা
পড়বে আকাশ ফেটে।
তখন আমার পাখির বাসায়
জাগবে কি গান তোমার ভাষায়।
তোমার তানে ফোটাবে ফুল
আমার বনলতা?

তিনধরিয়া, ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭

সকল অধ্যায়

১. যাবার দিন এই কথাটি
২. তুমি যখন গান গাহিতে বল
৩. কত অজানারে জানাইলে তুমি
৪. আমার মাথা নত করে দাও হে তোমার
৫. আমি বহু বাসনায় প্রাণপণে চাই
৬. বিপদে মোরে রক্ষা করো
৭. অন্তর মম বিকশিত করো
৮. প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
৯. তুমি নব নব রূপে এসো প্রাণে
১০. আজ ধানের খেতে রৌদ্রছায়ায়
১১. আনন্দেরই সাগর থেকে
১২. তোমার সোনার থালায় সাজাব আজ
১৩. আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
১৪. লেগেছে অমল ধবল পালে
১৫. আমার নয়ন-ভুলানো এলে
১৬. জননী তোমার করুণ চরণখানি
১৭. মেঘের ‘পরে মেঘ জমেছে
১৮. জগৎ জুড়ে উদার সুরে
১৯. কোথায় আলো কোথায় ওরে আলো
২০. আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে
২১. আজি ঝড়ের রাতে তোমার অভিসার
২২. আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
২৩. জানি জানি কোন্‌ আদি কাল হতে
২৪. তুমি কেমন করে গান কর যে গুণী
২৫. অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
২৬. যদি তোমার দেখা না পাই প্রভু
২৭. হেরি অহরহ তোমারি বিরহ
২৮. রূপসাগরে ডুব দিয়েছি
২৯. হেথায় তিনি কোল পেতেছেন
৩০. দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি
৩১. প্রভু তোমা লাগি আঁখি জাগে
৩২. আজ বারি ঝরে ঝর ঝর
৩৩. ধনে জনে আছি জড়ায়ে হায়
৩৪. আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
৩৫. এই তো তোমার প্রেম ওগো হৃদয়হরণ
৩৬. আবার এরা ঘিরেছে মোর মন
৩৭. দাও হে আমার ভয় ভেঙে দাও
৩৮. আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে
৩৯. এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
৪০. পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
৪১. হেথা যে গান গাইতে আসা আমার
৪২. নিশার স্বপন ছুটল রে এই ছুটল রে
৪৩. শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে
৪৪. যা হারিয়ে যায় তা আগলে বসে
৪৫. এই মলিন বস্ত্র ছাড়তে হবে
৪৬. গায়ে আমার পুলক লাগে
৪৭. আকাশতলে উঠল ফুটে
৪৮. প্রভু আজি তোমার দক্ষিণ হাত
৪৯. জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
৫০. আলোয় আলোকময় করে হে
৫১. ওগো মৌন, না যদি কও না-ই কহিলে কথা
৫২. যতবার আলো জ্বালাতে চাই
৫৩. সবা হতে রাখব তোমায় আড়াল ক’রে
৫৪. দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে
৫৫. বজ্রে তোমার বাজে বাঁশি
৫৬. সভা যখন ভাঙবে তখন শেষের গান কি যাব গেয়ে
৫৭. চিরজনমের বেদনা, ওহে চিরজীবনের সাধনা
৫৮. ধায় যেন মোর সকল ভালোবাসা
৫৯. তারা দিনের বেলা এসেছিল
৬০. তারা তোমার নামে বাটের মাঝে
৬১. এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ
৬২. কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি
৬৩. আমার একলা ঘরের আড়াল ভেঙে
৬৪. একা আমি ফিরব না আর
৬৫. আমারে যদি জাগালে আজি নাথ
৬৬. ছিন্ন করে লও হে মোরে
৬৭. চাই গো আমি তোমারে চাই
৬৮. আমার এ প্রেম নয় তো ভীরু
৬৯. আরো আঘাত সইবে আমার
৭০. এই করেছ ভালো, নিঠুর, এই করেছ ভালো
৭১. দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
৭২. তুমি যে কাজ করছ আমায় সেই কাজে কি লাগাবে না
৭৩. বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
৭৪. ডাকো ডাকো ডাকো আমারে
৭৫. যেথায় তোমার লুট হতেছে ভুবনে
৭৬. ফুলের মতন আপনি ফুটাও গান
৭৭. মুখ ফিরায়ে রব তোমার পানে
৭৮. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
৭৯. আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
৮০. মানের আসন আরামশয়ন নয় তো তোমার তরে
৮১. প্রভুগৃহ হতে আসিলে যেদিন বীরের দল
৮২. ভেবেছিনু মনে যা হবার তারি শেষে
৮৩. আমার এ গান ছেড়েছে তার
৮৪. নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই
৮৫. রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে
৮৬. গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে
৮৭. গাবার মতো হয় নি কোনো গান
৮৮. আমার মাঝে তোমার লীলা হবে
৮৯. দুঃস্বপন কোথা হতে এসে
৯০. যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে
৯১. তোমায় খোঁজা শেষ হবে না মোর
৯২. একটি নমস্কারে, প্রভু একটি নমস্কারে
৯৩. যখন আমায় বাঁধ আগে পিছে
৯৪. আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে
৯৫. যতকাল তুই শিশুর মতো রইবি বলহীন
৯৬. তোমায় আমার প্রভু করে রাখি
৯৭. যা দিয়েছ আমার এ প্রাণ ভরি
৯৮. ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি
৯৯. মনকে আমার কায়াকে আমি একেবারে মিলিয়ে দিতে
১০০. আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে
১০১. নামটা যেদিন ঘুচাবে নাথ
১০২. জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই
১০৩. তোমার দয়া যদি চাহিতে নাও জানি
১০৪. জীবনে যত পূজা হল না সারা
১০৫. তোমার সাথে নিত্য বিরোধ আর সহে না
১০৬. জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে
১০৭. গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে
১০৮. প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে
১০৯. আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন