ফার্সী গল্পের এক টুকরো

নারায়ণ গঙ্গোপাধ্যায়

ফার্সী গল্পের এক টুকরো

–সেকালে নবাব বাদশাহেরা খুশি হলেই কবিদের এক-আধটা ঘোড়া-টোড়া উপহার দিতেন। আর ঘোড়া পেলে খুব সম্মান বোধ করতেন কবিরাও।

কবি আনোয়ারী ছিলেন বিখ্যাত ফার্সী কবি। সুলতান সঞ্চুর ছিলেন খুব গুণগ্রাহী আরআনোয়ারীকে বিশেষ পছন্দ করতেন তিনি।

সুলতান একবার হুকুম দিলেন, আনোয়ারীকে এই কবিতার জন্যে একটা ঘোড়া দেওয়া হোক। হুকুম তামিল হল সঙ্গে সঙ্গেই।

হুকুম তো তামিল হল। আর যে ঘোড়া কবিকে দেওয়া হল, অনেকদিন সেটার যত্ন হয়নি, সুলতানের আস্তাবলে ভালো করে দানাপানিও পায়নি। সে-বেচারা কবির বাড়িতে পৌঁছতে পৌঁছতেই

কী ঘটল একটু পরে বলছি।

পরদিন সুলতান দেখেন, কবি হেঁটেই সভায় হাজির।

 কই হে, ঘোড়া কী হল?

আজ্ঞে সেটায় চড়া আমার কর্ম নয়।

কেন?

হুজুর, যেরকম তার বেগ, তাতে পৃথিবীর কোনও মানুষ তার পিঠে চাপতে পারে না।

সে কী হে! সুলতান আশ্চর্য হয়ে গেলেন : আমিও পারব না?

আজ্ঞে না।

সুলতান চটে গেলেন : আমার আস্তাবলের ঘোড়া, আমি চাপতে পারব না? গোস্তাকি তো কম নয় তোমার।

আনোয়ারী বললেন, তা হলে শুনুন হুজুর :

কে দেখেছে এমন ঘোড়া–গজনী থেকে গৌড়ে,
মর্ত্য থেকে স্বর্গে গেল একটি রাতের দৌড়ে!

অর্থাৎ কবির বাড়িতে পৌঁছে একরাত্রেই ঘোড়াটা পটল তুলেছিলে। তখন সুলতানের কী হল, বুঝতেই পারো।

সকল অধ্যায়

১. অন্ধকারের আগন্তুক (উপন্যাস)
২. পঞ্চাননের হাতি (উপন্যাস)
৩. জয়ধ্বজের জয়রথ (উপন্যাস)
৪. অব্যর্থ লক্ষ্যভেদ (উপন্যাস)
৫. রাঘবের জয়যাত্রা (উপন্যাস)
৬. অথ নিমন্ত্রণ ভোজন
৭. সভাপতি
৮. ভুতুড়ে
৯. পুলিশের কারবারই আলাদা
১০. রোমাঞ্চকর বন্দুক
১১. থলে রহস্য
১২. দৈত্য-সঙ্গীত
১৩. ভালোয়-ভালোয়
১৪. প্যাঁচা ও পাঁচুগোপাল
১৫. সেই বইটি
১৬. চরণামৃত
১৭. দুরন্ত নৌকা-ভ্রমণ
১৮. দুর্ধর্ষ মোটরসাইকেল
১৯. হারপুন
২০. ঘোড়া-টোড়ার ব্যাপার
২১. নবাবী আমলের গল্প
২২. ভজরামের প্রতিশোধ
২৩. দাদা হওয়ার দাম
২৪. তিন মিনিটের গল্প
২৫. ঘোড়ামামার অবদান
২৬. হরিশপুরের রসিকতা
২৭. একটি জানালা খুলতে
২৮. বার্ড অব প্যারাডাইজ
২৯. ফার্সী গল্পের এক টুকরো
৩০. টর্চ
৩১. ওস্তাদের মার
৩২. ছাত্র চরিতামৃত
৩৩. আলুকাবলি
৩৪. জগন্নাথের ঠ্যাঙা
৩৫. দুর্যোধনের প্রতিহিংসা
৩৬. তালিয়াৎ
৩৭. গুরুপ্রাপ্তি
৩৮. চুল কাটার ভয়ে
৩৯. একটি খুনের ঘটনা
৪০. ভূত মানে ভূত
৪১. টুটুনের প্রতিজ্ঞা
৪২. দিবা-দ্বিপ্রহরে
৪৩. তিন আনার আমের জন্যে
৪৪. ছেলেধরার ইতিহাস
৪৫. পুরুষ
৪৬. দুপুরবেলার লোকটা
৪৭. জয়দ্রথ বধ
৪৮. স্বয়ং তিনিই
৪৯. সদা হাস্যমুখে থাকিবে
৫০. বল্টুদার উৎসাহলাভ
৫১. গজকেষ্টবাবুর হাসি
৫২. সাহেবের উপহার
৫৩. অন্যমনস্ক চোর
৫৪. লঙ্কানাথম্ কট্টুসুন্দরম্
৫৫. ঘণ্টাদার কাবলুকাকা
৫৬. জার্নি বাই কার
৫৭. টিকেট
৫৮. পরের পয়সায়
৫৯. পিসেমশায়ের মামার গল্প
৬০. কবিতার জন্ম
৬১. শয়তানের সাঁকো
৬২. ঘোড়ামামার কাটলেট
৬৩. খাঁড়ামশাই
৬৪. নামরহস্য
৬৫. রচনার রহস্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন