০৩.ধর্ম্ম কি?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

তৃতীয় অধ্যায়-ধর্ম্ম কি?

শিষ্য। অনুশীলনকে ধর্ম্ম বলা যাইতে পারে, ইহা বুঝিতে পারিতেছি না। অনুশীলনের ফল সুখ, ধর্ম্মের ফলও কি সুখ?
গুরু। না ত কি ধর্ম্মের ফল দুঃখ? যদি তা হইত, তাহা হইলে আমি জগতের সমস্ত লোককে ধর্ম্ম পরিত্যাগ করিতে পরামর্শ দিতাম।
শিষ্য। ধর্ম্মের ফল পরকালে সুখ হইতে পারে, কিন্তু ইহকালেও কি তাই?
গুরু। তবে বুঝাইলাম কি? ধর্ম্মের ফল ইহকালে কি পরকালে অন্য উপায় নাই।
শিষ্য। তথাপি গোল মিটিতেছে না। আমরা বলি খ্রীষ্টধর্ম্ম, বৌদ্ধধর্ম্ম, বৈষ্ণবধর্ম্ম-তৎপরিবর্ত্তে কি খ্রীষ্ট অনুশীলন, বৌদ্ধ অনুশীলন, বৈষ্ণব অনুশীলন বলিতে পারি?
গুরু। ধর্ম্ম কথাটার অর্থ উল্‌টাইয়া দিয়া তুমি গোলযোগ উপস্থিত করিলে। ধর্ম্ম শব্দটা নানা প্রকার অর্থে ব্যবহৃত হয়। অন্যান্য অর্থে আমাদিগের প্রয়োজন নাই;* তুমি যে অর্থে এমন ধর্ম্ম শব্দ ব্যবহার করিলে, উহা ইংরেজি Religion শব্দের আধুনিক তর্জমা মাত্র। দেশী জিনিস নহে।
শিষ্য। ভাল, Religion কি, তাহাই না হয় বুঝান।
গুরু। কি জন্য? Religion পাশ্চাত্ত্য শব্দ, পাশ্চাত্ত্য পণ্ডিতেরা ইহা নানা প্রকারে বুঝাইয়াছেন; কাহারও সঙ্গে কাহারও মত মিলে না।#
শিষ্য। কিন্তু রিলিজনের ভিতর এমন কি নিত্য বস্তু কিছুই নাই, যাহা সকল রিলিজনে পাওয়া যায়?
গুরু। আছে। কিন্তু সেই নিত্য পদার্থকে রিলিজন বলিবার প্রয়োজন নাই; তাহাকে ধর্ম্ম বলিলে আর কোন গোলযোগ হইবে না।
শিষ্য। তাহা কি?
গুরু। সমস্ত মনুষ্য জাতি-কি খ্রীষ্টিয়ান, কি বৌদ্ধ, কি হিন্দু, কি মুসলমান, সকলেরই পক্ষে যাহা ধর্ম্ম।
শিষ্য। কি প্রকারে তাহার সন্ধান পাওয়া যায়?
গুরু। মনুষ্যের ধর্ম্ম কি, তাহার সন্ধান করিলেই পাওয়া যায়।
শিষ্য। তাই ত জিজ্ঞাস্য।
গুরু। উত্তরও সহজ। চৌম্বকের ধর্ম্ম কি?
শিষ্য। লৌহাকর্ষণ।
গুরু। অগ্নির ধর্ম্ম কি?
শিষ্য। দাহকতা।
গুরু। জলের ধর্ম্ম কি?
শিষ্য। দ্রাবকতা।
গুরু। বৃক্ষের ধর্ম্ম কি?
শিষ্য। ফলে পুষ্পের উৎপাদকতা।
গুরু। মানুষের ধর্ম্ম কি?
শিষ্য। এক কথায় কি বলিব?
গুরু। মনুষ্যত্ব বল না কেন?
শিষ্য। তাহা হইলে মনুষ্যত্ব কি বুঝিতে হইবে।
গুরু। কাল তাহা বুঝাইব।

—————–
* ক চিহ্নিত ক্রোড়পত্র দেখ।
# খ চিহ্নিত ক্রোড়পত্র দেখ।

সকল অধ্যায়

১. ০১.দুঃখ কি?
২. ০২.সুখ কি?
৩. ০৩.ধর্ম্ম কি?
৪. ০৪.মনুষ্যত্ব কি?
৫. ০৫.অনুশীলন
৬. ০৬.সামঞ্জস্য
৭. ০৭.সামঞ্জস্য ও সুখ
৮. ০৮.শারীরিকী বৃত্তি
৯. ০৯.জ্ঞানার্জ্জনী বৃত্তি
১০. ১০.মনুষ্যে ভক্তি
১১. ১১.ঈশ্বরে ভক্তি
১২. ১২.ভক্তি – ভগবদ্গীতা-স্থূল উদ্দেশ্য
১৩. ১৩.ভক্তি – ভগবদ্গীতা-স্থূল উদ্দেশ্য
১৪. ১৪.ভক্তি – ভগবদ্গীতা-কর্ম্ম
১৫. ১৫.ভক্তি – ভগবদ্গীতা-জ্ঞান
১৬. ১৬.ভক্তি – ভগবদ্গীতা-সন্ন্যাস
১৭. ১৭.ভক্তি – ধ্যান বিজ্ঞানাদি
১৮. ১৮.ভক্তি – ভগবদ্গীতা-ভক্তিযোগ
১৯. ১৯.ভক্তি – ঈশ্বরে ভক্তি-বিষ্ণুপুরাণ
২০. ২০.ভক্তি – ভক্তির সাধন
২১. ২১.প্রীতি
২২. ২২.আত্মপ্রীতি
২৩. ২৩.স্বজনপ্রীতি
২৪. ২৪.স্বদেশপ্রীতি
২৫. ২৫.পশুপ্রীতি
২৬. ২৬.দয়া
২৭. ২৭.চিত্তরঞ্জিনী বৃত্তি
২৮. ২৮.উপসংহার
২৯. ক্রোড়পত্র-ক
৩০. ক্রোড়পত্র-খ
৩১. ক্রোড়পত্র-গ
৩২. ক্রোড়পত্র-ঘ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন