ওগো বহ্নি, জ্বলো জ্বলো

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ওগো বহ্নি, জ্বলো জ্বলো
বহে জীবন নদী খর বৈতরণী
কল কল ছল ছল!
তারি তীরে সে তিমিরে
প্রাণ-বহ্নি জ্বলো জ্বলো |
হাসে মৃত্যু বিষ-কণ্ঠে খল খল
নাচে ধ্বংস---কাঁপে পৃথ্বী টলমল ;
তারি ছন্দে মহানন্দে
চিতা-ধূমে শব-গন্ধে
প্রেম-বহ্নি, জ্বলো জ্বলো |

——————–
“লাল পাঞ্জা” নাটক, দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য… থেকে নেওয়া

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন