বরং নিজেই তুমি লিখোনাকো একটি কবিতা
    বলিলাম ম্লান হেসে–ছায়াপিণ্ড দিলো না উত্তর;
    বুঝিলাম সে তো কবি নয়–সে যে আরূঢ় ভণিতা:
    পাণ্ডুলিপি, ভাষ্য, টীকা, কালি আর কলমের ‘পর
    বসে আছে সিংহাসনে–কবি নয়–অজর অক্ষর
    অধ্যাপক–দাঁত নেই–চোখে তার অক্ষম পিঁচুটি;
    বেতন হাজার টাকা মাসে–আর হাজার দেড়েক
    পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি;
    যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক
    চেয়েছিলো–হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি।

    টীকা