কামানের ক্ষোভে চূর্ণ হয়ে
    আজ রাতে ঢের মেঘ হিম হয়ে আছে দিকে দিকে!
    পাহাড়ের নিচে–তাহাদের কারু কারু মণিবন্ধে ঘড়ি
    সময়ের কাঁটা হয়তো বা ধীর ধীরে ঘুরাতেছে;
    চাঁদের আলোর নিচে এই সব অদ্ভুত প্রহরী
    কিছুক্ষণ কথা কবে–
    হৃদয়যন্ত্রের যেন প্রীত আকাঙ্ক্ষার মতো ন’ড়ে,
    সমুজ্জ্বল নক্ষত্রের আলো গিলে।
    জলপাই পল্লবের তলে ঝরা বিন্দু বিন্দু শিশিরের রাশি
    দূর সমুদ্রের শব্দ
    শাদা চাদরের মতো–জনহীন–বাতাসের ধ্বনি
    দু-এক মুহূর্ত আরো ইহাদের গড়িবে জীবনী।
    স্তিমিত–স্তিমিত আরো ক’রে দিয়ে ধীরে
    ইহারা উঠিবে জেগে অফুরন্ত রৌদ্রের অনন্ত তিমিরে।

    টীকা