নিবেদন
    কবিযশ চাহি না মা, তোমার দুয়ারে
    আসিয়াছি মুগ্ধ প্ৰাণে পূজিতে তোমারে!
    বিগত শৈশবে কবে অরুণের সনে
    ছন্দোময়ী উদেছিলে মোর বাতায়নে!
    এসেছিলে চিত্তে মোর পুলক সঞ্চারি
    নিখিল কবির কাব্যে ঝঙ্কারি ঝঙ্কারি
    মানসে জাগলে মম অপরূপ জ্যোতি!
    দিবাকর জিনি—তব গরিমা ভারতী
    আমারে নিয়েছে ডেকে, কৃতাঞ্জলিপাণি
    তুচ্ছ অর্ঘ্য লয়ে আমি ওগো বঙ্গবাণী,
    এসেছি তোমার রাঙা চরণসমীপে।
    কোটি বরপুত্র যেথা গন্ধে বর্ণে দীপে
    তোমার আঙিনোখানি রেখেছে উজ্জ্বল,
    আমি সেথা আনিয়াছি এক ফোঁটা জল,
    নিঃস্ব ব্যর্থ হৃদয়ের ব্যথা-উপহার
    নেবে কি মা? মোর তরে খুলিবে কি দ্বার!

    টীকা