আকাশে জোছনা-বনের পথে চিতাবাঘের গায়ের ঘ্রাণ;
    হদদয় আমার হরিণ যেন:
    রাত্রির এই নীরবতার ভিতর কোন্ দিকে চলেছি!
    রতপালি পাতার ছায়া আমার শরীরে,
    কোথাও কোনো হরিণ নেই আর;
    যত দূর যাই কাসেতর মতো বাঁকা চাঁদ
    শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়েছে যেন;
    তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে
    শত শত মৃগীদের চোখের ঘুমের অন্ধকারের ভিতর।

    টীকা