Chapter Index

    সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে

    এক দর্জির এক সাকরেদ ছিল। সাকরেদ কাজের খোঁজে নানা জায়গায় ঘুরছিল, কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না। তার সব টাকা ফুরিয়ে গেল, পকেটে একটি আধলাও রইল না। কি খাবে এই হল তার ভাবনা। সেই সময় রাস্তায় তার এক ইহুদির সঙ্গে দেখা। সাকরেদের মনে হল এর কাছে প্রচুর টাকা থাকতে পারে। অমনি তার মনে শয়তানের উদয় হল। ইহুদিকে চেপে ধরে বললে— দে তোর কাছে যা টাকা কড়ি আছে। নইলে এক ঘায়ে তোকে মেরে ফেলব।

    ইহুদি বললে— মহাশয়, আমার প্রাণ রক্ষা করুন। আমার কাছে মাত্র আট্‌টি পয়সা আছে।

    সাকরেদ বললে— ফের মিথ্যে কথা! অনেক টাকা তোর কাছে আছে। দিবিনে? এই বলে এমন কয়েক ঘা কষালো যে সে মর-মর হয়ে পড়ল।

    মারা যাবার সময় ইহুদি বলল— নিরীহ লোককে তুমি মারলে বটে, সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে। বলে সে মারা গেল।

    দর্জির সাকরেদ তার এ পকেট ও পকেট খুঁজলো কিন্তু আটটি পয়সার বেশি বেরল না। তখন সে ইহুদির দেহ কাঁধে চড়িয়ে একটা ঝোপের পিছনে ফেলে দিয়ে এল। তারপর নিজের পথে চললো কাজের খোঁজে।

    অনেক দূর যাবার পর শেষে এক শহরে পৌঁছে এক দর্জির দোকানে কাজ পেল। ওস্তাদের ছিল একটি সুন্দরী মেয়ে। তার আবার পছন্দ হয়ে গেল সাকরেদকে। সাকরেদের সঙ্গে ওস্তাদের মেয়ের বিয়ে হয়ে গেল। দুজনে সুখে ঘরকন্না করতে লাগল।

    এর অনেকদিন পরে তাদের দুটি সন্তান হল। আর এদিকে ওস্তাদ আর ওস্তাদের বৌ দুজনেরই বয়েস হয়েছিল— তারা মারা গেল। তখন সাকরেদই হল ওস্তাদ আর দোকানের মালিক।

    এই সময় একদিন সকালবেলা দর্জি জানলার ধারে খাবার টেবিলের পাশে বসে আছে, তার বৌ পেয়ালা ভর্তি কফি নিয়ে এল। দর্জি পেয়ালা থেকে পিরিচে কফি ঢেলে ফুঁ দিয়ে চুমুক দিতে যাচ্ছে সেই সময় সে দেখলে পিরিচের উপর সূর্যের আলো এসে পড়েছে আর তাই থেকে আলো ঠিকরে উঠে দেয়ালের গায়ে চিত্রবিচিত্র করছে।

    দর্জি সেইদিকে খানিক তাকিয়ে থেকে বলল— হাঃ হাঃ, সূর্য চেষ্টা করছে বটে কিন্তু প্রকাশ করতে পারছে না!

    বৌ বললে— কি বলছ তুমি? ওর মানে কি?

    দর্জি বলল— বলতে মানা।

    বৌ বলল— বা রে, তুমি যদি আমায় ভালবাস তাহলে নিশ্চয় বলবে।

    দর্জিও বলবে না, বৌ-ও ছাড়বে না।

    বৌ কেবলই বলে— শুধু আমাকে বলো। আমি কাউকে বলব না!

    বৌয়ের ঘ্যানঘ্যানানি আর সহ্য করতে না পেরে শেষে দর্জি বললে— বহু বছর আগে যখন আমি কপর্দকহীন হয়ে কাজের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেই সময় পথে এক ইহুদিকে খুন করেছিলুম তার টাকা কেড়ে নেবার জন্যে। সেই ইহুদি মরবার সময় শেষ কথা বলেছিল— সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে। আজকের সকালের সুর্য সেই কথাই প্রকাশ করবার জন্যে আমার কফির পিরিচে পড়ে ঠিকরে গিয়ে দেয়ালের গায়ে চিত্র-বিচিত্র করেছিল। কিন্তু প্রকাশ করতে পারল কি?

    এই বলে সে বৌকে বার বার বলে দিল এই ঘটনা যেন প্রকাশ না হয়। হলে তার প্রাণ সংশয়। বৌ বললে, সে কাউকেই বলবে না।

    কফি খেয়ে দর্জি যেই তার কাপড়ের টুকরো নিয়ে বসল, অমনি তার বৌ উঠে গিয়ে তার প্রাণের সখীকে অতি গোপনে তার স্বামীর কীর্তির কথা বলে এল। সইকে বার বার সাবধান করে দিয়ে এল একথা সে যেন কাউকে না বলে।

    দু’ দিনও কাটলো না সারা শহর জেনে গেল ব্যাপারটা। সকলেরই মুখে ওই এক গল্প। দর্জিকে ধরে কাজীর কাছে আনা হল। কাজীর বিচারে খুনের যা শাস্তি তাই প্রাপ্য হল দর্জির।

    সূর্যের আলোতেই সব কিছু প্রকাশ হল।

    টীকা