Chapter Index

    একটি লোক তার স্ত্রীর সঙ্গে একদিন তাদের বাড়ির দরজার কাছে টেবিল বিছিয়ে বসে ছিল। তাদের সামনে একটা মুরগীর রোস্ট। যখন তারা মুরগীর রোস্টটা খেতে যাবে সেই সময়ে দেখল যে তাদের বুড়ো বাপ আসছে। পাছে বুড়ো বাপকে মুরগীর ভাগ দিতে হয় এই ভয়ে লোকটি তাড়াতাড়ি সেটা লুকিয়ে ফেলল। বুড়ো এসে একটু সরবত খেয়ে চলে গেল।

    ছেলে তখন টেবিলের নীচ থেকে মুরগীর রোস্ট্‌ বার করল খাবার জন্যে। কিন্তু দেখা গেল সেটা একটা প্রকাণ্ড কোলা ব্যাং হয়ে গেছে। ব্যাংটা এক লাফ মেরে লোকটির মুখের উপর গিয়ে বসল। সেই যে বসল, আর সেখান থেকে নড়ল না। যদি কেউ এগিয়ে গিয়ে তাকে লোকটির মুখ থেকে তুলে নেবার চেষ্টা করত তাহলে সেই কোলা ব্যাং তার ড্যাবডেবে চোখ ঘুরিয়ে এমন করে তার দিকে তাকাতো যে মনে হত তারই মুখে লাফিয়ে উঠবে। কাজেই কেউ আর সাহস করে সে দিকে এগোতো না।

    সেই অকৃতজ্ঞ পুত্র রোজই সেই কোলা ব্যাংকে খেতে দিত। কারণ তা না দিলে ব্যাংই কামড়ে কামড়ে তার মুখ থেকে মাংস খেয়ে ফেলবে।

    এই হল বাপের প্রতি অকৃতজ্ঞতার ফল—ব্যাং মুখে নিয়ে দিন রাত ঘুরে বেড়ানো।

    টীকা