কোন কন্যা সব চেয়ে ভালো
ব্রাদার্স গ্রিম দ্বারাকোন কন্যা সব চেয়ে ভালো
এক ছিল রাখাল, তার খুব বিয়ে করার ইচ্ছে। তিনটি কন্যাকে সে দেখেছে। তিন বোন। তিনটিকেই তার পছন্দ—তিনজনেই সমান সুন্দরী। কাকে ছেড়ে কাকে রাখা যায়? মনস্থির করতে না পেরে শেষে সে তার মায়ের পরামর্শ চাইল।
মা বললেন—তিন বোনকে নেমন্তন্ন কর। নেমন্তন্ন করে তাদের সামনে খানিকটা করে পনির রেখে দাও। দেখ কে কেমন করে খায়।
রাখাল তিন বোনকে নেমন্তন্ন করে আনল।
প্রথম বোনটি খোসা-টোসা সুদ্ধু পনিরটা চিবিয়ে খেয়ে ফেলল।
দ্বিতীয় বোনটি ছুরি দিয়ে খোসা কেটে কেটে বাদ দিয়ে শুধু শাঁসটি খেল। কিন্তু খোসা কাটতে গিয়ে সে খানিকটা করে পনিরও বাদ দিয়ে ফেলল।
তৃতীয় বোনটি যত্ন করে খোসাটি ছাড়িয়ে পনিরটা খেল, একটুও নষ্ট হল না।
রাখাল যখন এই সব তার মা-কে বলল, মা বললেন—তৃতীয় মেয়েটিকে বিয়ে কর।
মায়ের কথায় রাখালও তাই করল। তার ফলে তার স্ত্রী-ও হল ভালো, ঘরকন্নাও হল সুখের।