শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
    বলিলাম: ‘একদিন এমন সময়
    আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
    পঁচিশ বছর পরে!’
    এই বলে ফিরে আমি আসিলাম ঘরে;
    তারপর কতবার চাঁদ আর তারা,
    মাঠে মাঠে মরে গেল, ইদুর — পেচাঁরা
    জোছনায় ধানক্ষেতে খুঁজে
    এল-গেল। –চোখ বুজে
    কতবার ডানে আর বায়ে
    পড়িল ঘুমায়ে
    কত-কেউ! — রহিলাম জেগে
    আমি একা — নক্ষত্র যে বেগে
    ছুটিছে আকাশে
    তার চেয়ে আগে চলে আসে
    যদিও সময়–
    পঁচিশ বছর তবু কই শেষ হয়!–
    তারপর — একদিন
    আবার হলদে তৃণ
    ভরে আছে মাঠে- –
    পাতায় শুকনো ডাঁটে
    ভাসিছে কুয়াশা
    দিকে দিকে, চুড়ায়ের ভাঙা বাসা
    শিশিরে গিয়েছে ভিজে — পথের উপর
    পাখির ডিমের খোলা, ঠান্ডা-কড়কড়!
    শসাফুল — দু-একটা নষ্ট শাদা শসা
    মাকড়ের ছেঁড়া জাল, শুকনো মাকড়সা
    লতায় — পাতায়;
    ফুটফুটে জোছনারাতে পথ চেনা যায়;
    দেখা যায় কয়েকটা তারা
    হিম আকাশের গায় — ইদুর পেঁচারা
    ঘুরে যায় মাঠে মাঠে, ক্ষুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে,
    পঁচিশ বছর তবু গেছে কবে কেটে!

    টীকা