একদিন ম্লান হেসে আমি
    তোমার মতন এক মহিলার কাছে
    যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
    অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
    শুনেছি কিন্নরকন্ঠ দেবদারু গাছে,
    দেখেছ অমৃতসূর্য আছে।
    সবচেয়ে আকাশ নক্ষত্র ঘাস চন্দ্রমল্লিকার রাত্রি ভালো,ত
    তবুও সময় স্থির নয়,
    আরেক গভীরতর শেষ রূপ চেয়ে
    দেখেছে সে তোমার বলয়।
    এই পৃথিবীর ভালো পরিচিত রোদের মতন
    তোমার শরীর; তুমি দান করো নি তো;
    সময় তোমাকে সব দান করে মৃতদার ব’লে
    সুদর্শনা, তুমি আজ মৃত।

    টীকা