শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে,
    পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন;
    বিকেলের শিশুসুর্যকে ঘিরে মায়ের আবেগে
    করুণ হয়েছে ঝাউবন।
    নদীর উজ্জ্বল জল কোরালের মতো কলবরে
    ভেসে নারকোলবনে কেড়ে নেয় কোরালীর ভ্রূণ:
    বিকেল বলেছে এই নদীটিকে: ‘শান্ত হতে হবে–‘
    অকূল সুপুরিবন স্থির জলে ছায়া ফেলে এক মাইল শান্তি কল্যাণ
    হয়ে আছে। তার মুখ মনে পড়ে এ-রকম স্নিগ্ধ পৃথিবীর
    পাতাপতঙ্গের কাছে চলে এলে; চারিদিকে রাত্রি নক্ষত্রের আলোড়ন
    এখন দয়ার মতো; তবুও দয়ার মানে মৃত্যুতে স্থির
    হয়ে থেকে ভুলে যাওয়া মানুষের সনাতন মন।

    টীকা