আছি।
    বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি,
    মনে ও মগজে
    গুন্‌ গুন্‌ করে
    প্রণয়ের মৌমাছি।

    টীকা